হৃদরোগে আক্রান্ত ক্যান্সার জয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা আশঙ্কাজনক
 Key Highlights
Key Highlightsগত মঙ্গলবারের পর বুধবার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হল।
বুধবার সকালে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আবারও হৃদরোগে আক্রান্ত হন। যার ফলে তাঁর শারীরিক অবস্থা ফের খারাপের দিকে যেতে শুরু করেছে। গত মঙ্গলবার অভিনেত্রীর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার খবর জানা গিয়েছিল। বর্তমানে ঐন্দ্রিলাকে সিপিআর দেওয়া হয়েছে।
ঐন্দ্রিলার প্রাণ রক্ষার্থে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে চিকিৎসকরা, নতুন করে জমাটবাঁধা রক্তের অস্ত্রোপচার করা সম্ভব হয়নি
গত ১ নভেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রপচার করা হয়েছিল, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধে গিয়েছে, যা নতুন করে চিকিৎসকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 
গত সপ্তাহে ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার খবর আশা জাগালেও এ সপ্তাহের প্রথম থেকেই চিত্রটা সম্পূর্ণ বিপরীত। ১৫ দিন পরও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। আর তাঁর সঙ্গে একনাগাড়ে হাসপাতালে রাত জাগছেন ঐন্দ্রিলার প্রেমিক তথা অভিনেতা সব্যসাচী। সোমবার সব্যসাচী ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনার অনুরোধ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। চাইছেন, 'অলৌকিক' কিছু হক। উঠে বসুক ঐন্দ্রিলা। সব্যসাচী লেখেন, 'কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।' এরপরই গোচা টলিউড ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার কামনায় সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে থাকেন।
-  Related topics - 
- সেলিব্রিটি
- টলিউড
- ঐন্দ্রিলা শর্মা
- স্বাস্থ্য








 
 