রাজনৈতিক

বিজেপিকে জবাব দিতে তৈরি হচ্ছে তৃণমূল, জেলায় জেলায় চূড়ান্ত জনসংযোগ কর্মসূচি

বিজেপিকে জবাব দিতে তৈরি হচ্ছে তৃণমূল, জেলায় জেলায় চূড়ান্ত জনসংযোগ কর্মসূচি
Key Highlights

বিজেপি নবান্ন অভিযান করে ইতিমধ্যেই প্রচার তুঙ্গে তুলেছে। এখনও পর্যন্ত নিশ্চুপ তৃণমূল।

পুজোর পরই তৃণমূল নামছে জনসংযোগে। রুটিন মেনে জেলা সফরের পরিকল্পনা করেছে তৃণমূল। নতুন কর্মসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। তারপরই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসেবে পালন করে সভা-সমিতি হবে। রাজ্যের শীর্ষনেতাদের জেলায় জেলায় পাঠানো হবে জনসংযোগে।

শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে তৈরি করে দিচ্ছে জেলা সফরের রুটিন 

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় তৃণমূল তাদের কর্মসূচি চূড়ান্ত করে ফেলেছে। শুধু দুর্গোৎসব শেষের অপেক্ষা। তারপরই তৃণমূল শুরু করে দেবে অভিযান। পুজোর পর কোমর বেঁধে নামছে তারা। নতুন কর্মসূচিতে দলের নেতাদের জেলা সফরের রুটিন তৈরি করে দিচ্ছে শীর্ষ নেতৃত্ব।

প্রাথমিকভাবে রাজ্যের শীর্ষ নেতাদের দায়িত্ব দিয়ে জেলা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর পর পালা করে জেলায় জেলায় গিয়ে সভা-সমিতি করবেন রাজ্য নেতারা। সেজন্য নির্দিষ্ট রুটিন বেঁধে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে। পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে আরও জোর দিয়ে চাইছে শাসকদল।

তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু রাজ্য নেতাদের নয়, জেলা নেতাদেরও কর্মসূচি দিয়ে বিভিন্ন জেলায় পাঠানো হবে। অর্থাৎ এক জেলার নেতাকে পাঠানো হবে অন্য জেলায়। জেলা নেতাদেরও এভাবেই কর্মসূচি ফিক্সড করে দেওয়া হবে। শুধু কেবল বিধানসভা বা লোকসভা কেন্দ্র ধরে নয়, সামগ্রিকভাবে সাংগঠনিক এলাকা ধরে নেতৃত্বকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।


Kasba Case | উধাও নির্যাতিতা! কোথায় আছেন জানে না পুলিশ! কসবা কাণ্ডে বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন
Weather Update | আজ থেকেই বাড়বে বৃষ্টিপাত! আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস!
Rath Yatra | রথে চাই-ই-চাই, কীভাবে রথ যাত্রার দিন পাঁপড় ও জিলিপি খাওয়ার চল শুরু হলো জানেন?
Ahmedabad Plane Crash | আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যুক্ত হতে চায় রাষ্ট্রসংঘ, প্রস্তাব প্রত্যাখ্যান করলো ভারত!
Kasba Law College | করা হয় ধর্ষণের মুহূর্তের ভিডিও, মারা হয় হকি স্টিক দিয়ে! কসবা গণধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার ওপর চলে অকথ্য অত্যাচার!
Puri Lord Jagannath | বর্বর শবরদের ‘ট্রাইবাল গড’ থেকে রাজ-পুরী! ৯০০ বছর পরেও নীচবর্ণের হাতে পুজো পান ভক্তের ভগবান প্রভু জগন্নাথ
Axiom Mission 4 Live | শুভাংশু শুক্লার সাথে কথোপকথন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, মহাকাশ থেকে কী বার্তা দিলেন শুভাংশু?