Tiger 3 Movie | পাঁচ দিনে বক্স অফিসে ৩০০ কোটি কামালেও ক্রমশ নিম্নমুখী ভাইজানের 'টাইগার ৩'র আয়!

Friday, November 17 2023, 1:48 pm
highlightKey Highlights

দীপাবলি আবহে মুক্তি পেয়েছিলো টাইগার ৩। বক্স অফিসে বিশ্ব নিরিখে ৫ দিনে আয় করেছে ৩০০ কোটি। যদিও পাঠান-সহ অনেক সিনেমার থেকে কম আয় টাইগার ৩ সিনেমার।


১২ই নভেম্বর, দীপাবলির আবহে মুক্তি পেয়েছিলো টাইগার ৩ (Tiger 3)। বলা যেতে পারে ভাইজানের তরফ থেকে সিনেমা প্রেমীদের দিওয়ালির উপহার ছিল টাইগার ৩ সিনেমা (Tiger 3 Movie)। সালমান, ক্যাটরিনা অভিনীত 'টাইগার ৩' মুক্তি পেয়ে ইতিমধ্যে কেটে গিয়েছে ৫টা দিন। বক্স অফিসে কেমন কামাচ্ছে সালমান খানের টাইগার ৩ (Salman Khan Tiger 3)? 

সলমন খান অভিনীত টাইগার ৩ সিনেমা (Tiger 3 Movie) মুক্তির পর মাত্র পাঁচদিনে বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৩০০ কোটি। কেবল ভারতে সালমান খানের টাইগার ৩ (Salman Khan Tiger 3) আয় করেছে ১৮৮.২৫ কোটি টাকা। যশরাজ স্পাই ইউনিভার্সের (Yash Raj Spy Universe) পঞ্চম ছবি হিসেবে  প্রকাশিত হয়েছে টাইগার ৩ (Tiger 3)। এর আগে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘পাঠান’ এবং ‘ওয়ার’ মুক্তি পেয়েছে। এবার পঞ্চম ছবি হিসেবে এল অ্যাকশনে ভরপুর ‘টাইগার ৩’। এখানে আবারও টাইগার হয়ে ধরা দিয়েছেন সলমন খান। তাঁর সঙ্গে জোয়ার চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।

Trending Updates

রবিবার অর্থাৎ যেদিন মুক্তি পেয়েছে সেদিন এই ছবি আয় করেছে ৪৪.৫০ কোটি। এরপর সোমবার ৫৯.২৫ কোটি, মঙ্গলবার ৪৪.৭৫ কোটি টাকা আয় করেছে সলমন খানের এই ছবি। তবে এরপর বুধবার, ভাইফোঁটার দিন আয় বৃদ্ধি হওয়ার বদলে আয় কমেছে। সেদিন আয় খানিক কমে হয় ২১.২৫ কোটি এবং বৃহস্পতিবার ‘টাইগার ৩’ ১৮.৫০ কোটি টাকা ঘরে তুলেছে। চতুর্থ দিনে অংকটা ছিল ২১ কোটি। পাশাপাশি বিশ্বজুড়ে মাত্র চার দিনে ২৭১ কোটি ৫০ লাখ সংগ্রহ করেছে ছবিটি। এছাড়া, টাইগার ৩-এর হিন্দি ভার্সান এখনও পর্যন্ত দেশে ব্যবসা করেছে প্রায় ১৮২ কোটি টাকা। প্রথম দিনে ব্যবসা ছিল ৪৩ কোটি, দ্বিতীয় দিনে সর্বাধিক ৫৮ কোটি, তৃতীয় দিনে ৪৩.৫ কোটি, চতুর্থ দিনে ২০.৫ কোটি এবং পঞ্চম দিনে ১৭.৭৮ কোটি। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও রিলিজ করেছে টাইগার ৩। ছবিটির তামিল ভার্সান থেকে প্রথম দিনের সংগ্রহ ২০ লাখ সংগ্রহ হয়। তেলুগু ভার্সান থেকে প্রায় চার কোটি আয় করেছে ছবিটি।

উল্লেখ্য, 'এক থা টাইগার' ছবিটি বিশ্বজুড়ে এক বা দুই দিনেই আয় করেছিল ৩৩৫ কোটি টাকা। কিন্তু, তা প্রায় দশ বছর আগে। সেই সিরিজের দ্বিতীয় ছবি টাইগার জিন্দা হ্যায় বিশ্বজুড়ে ব্যবসা করেছিল ৫৬০ কোটির। সলমান খানের কেরিয়ারের অন্যতম হিট ছবি ছিল বজরঙ্গী ভাইজান। এই ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৯০০ কোটি টাকার ব্যবসা করেছিল। এরপর রেস ৩, দাবাং ৩, কিসিকি ভাই কিসিকি জান-তেমন সাফল্য করতে পারেনি। সেই দিক থেকে দেখতে গেলে এগিয়ে রয়েছে 'টাইগার ৩'।

প্রসঙ্গত, টাইগার ৩ এবং পাঠান নিয়ে বিস্তর চর্চা চলছিল। যশরাজ ফিল্মসের পাঠান ১০০০ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছিল। কিন্তু, টাইগার ৩ সেই ব্যবসাকেও টপকে যাবে বলে মনে করা হচ্ছিল। তবে পাঠানের ‘ওপেনিং ডে’ সংগ্রহ টাইগার-৩ এর থেকে অনেক বেশি ছিল। পাঠান বক্সঅফিসে ৫ দিনে আয় করে ২৮০.৭৫ কোটি টাকা, জওয়ান করে ৩১৬.১৬ কোটি টাকা, গদর ২ করে ২২৯ কোটি টাকা। শুধু দেশের বক্স অফিসেই নয়, বিশ্ব বক্স অফিসের লড়াইয়েও শাহরুখের চেয়ে অনেকখানি পিছিয়ে রয়েছেন 'ভাইজান'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File