ভয়াবহ দুর্ঘটনা রানওয়েততে, তিব্বতের এক বিমানকে গ্রাস করল লেলিহান শিখা

Thursday, May 12 2022, 10:58 am
highlightKey Highlights

ভয়াবহ এক বিমান দুর্ঘটনা চিনে! এই দুর্ঘটনার জেরে কোন প্রাণহানি ঘটেনি তবে অধিকাংশ যাত্রী অল্প বিস্তর চোট পেয়েছেন। বিমানের যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।


ফের বড়সড় বিমান দুর্ঘটনার শিকার চিন। কয়েকদিন আগেই মার্চ মাসে একবিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৩২ জন যাত্রী। সেই স্মৃতি ফিরিয়ে নিয়ে আবার চিনের চোঙ্গকিং-এ ঘটলো বিমান দুর্ঘটনা।

বড়সড় বিমান দুর্ঘটনার কবলে চিন, কীভাবে আগুন লাগল জানুন বিস্তারিত

চিনের চোঙ্গকিং থেকে তিব্বত এয়ারলাইন্সের একটি লাসাগামী বিমান এই দুর্ঘটনার কবলে পড়ে। যদিও এই দুর্ঘটনায় কেউ নিহত হননি। পাইলট ও অন্যান্য বিমানকর্মীদের তৎপরতায় শতাধিক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। জানা গিয়েছে, এই দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ছিল এয়ারবাস ৩৯১।

Trending Updates

জানা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ফ্লাই করতে গিয়ে রানওয়েতে পিছলে যায় তিব্বত এয়ারলাইন্সের বিমানটি। এরপরই বিমানটিতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিমানে ৯ জন ক্রু ছিলেন। এবং বিমানের যাত্রী সংখ্যা ছিল ১১৩জন। ভয়াবহ এই দুর্ঘটনায় অবশ্য কেউই মারা যাননি তবে অধিকাংশ যাত্রী অল্প বিস্তর চোট পেয়েছেন। জানা গিয়েছে, অন্তত ৪০ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিমান সংস্থার তরফে জানানো হয়, বর্তমানে ওই বিমানের সকল যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File