আন্তর্জাতিক

Nobel Prize 2022 | তিন মার্কিন অর্থনীতিবিদের নোবেল জয়

Nobel Prize 2022 | তিন মার্কিন অর্থনীতিবিদের নোবেল জয়
Key Highlights

পদার্থবিদ্যা, রসায়ন, শারীরবিদ্যা বা মেডিসিন, সাহিত্য এবং শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কারের আর্থিক পুরস্কার ১০,০০০,০০০ SEK, ভারতীয় মুদ্রা অনুযায়ী প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

বেন এস বেরনানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডাইভিগ নামক তিন মার্কিন অর্থনীতিবিদ অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন। সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, ব্যাঙ্ক ও অর্থনৈতিক বিপর্যয় বা মন্দা মুক্তি সংক্রান্ত বিষয়ে বেনজির গবেষণার জন্যই এই সম্মান দেওয়া হয়েছে তাঁদের। 

পদার্থবিদ্যা, রয়াসন, সাহিত্য ও শান্তির পর সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালে অর্থনীতিতে অবদানের জন্য তিনজন মার্কিন অর্থনীতিবিদ– ডেভিড কার্ড, জশুয়া ডি অ্যাংরিস্ট এবং জি ডব্লিউ ইমবেনসকে নোবেল সম্মান দেওয়া হয়েছিল। এই বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে কমপক্ষে এক ডজন অর্থনীতিবিদের নাম ছিল। কিন্তু মন্দা মুক্তি ও ব্যাংক পরিষেবা সংক্রান্ত গবেষণার দরুন এই পুরস্কার পেলেন তিন মার্কিন গবেষক। 

২০২২ সালে চিকিৎসাস্ত্রে বিশেষ অবদানের জন্য নোবেল পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সান্তে প্যাবো এবং পাশাপাশি পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীরা হলেন, ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার।