Hotel Room: অধিক সতর্ক হন হোটেলের ঘরে

Tuesday, April 12 2022, 9:41 am
highlightKey Highlights

যত ভালই হোটেল হোক না কেন, বেড়াতে গিয়ে কয়েকটি জিনিস মাথায় না রাখলে মুশকিল। হোটেলে আপনার এবং পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আপনাকেই।


আমরা কোথাও বেড়াতে গেলে সবার প্রথমে আমাদের মাথায় আসে যে আমরা কোথায় থাকবো। নয় হোটেল, নাহলে কোনো গেস্ট হাউস। আর ২দিন বাদেই বাঙালীর নববর্ষ। তার পরই রয়েছে সপ্তাহান্তের ছুটি। ছোট কোনও ভ্রমণ পরিকল্পনা করলে মন্দ হয় না! সে কথা ভেবেই ট্রেনের টিকিট কেটে ফেলেছেন? সেরে ফেলেছেন হোটেলের বুকিংও? অনেকেই আবার ট্রেনের টিকিট না পেয়ে কলকাতার কোনও নামী-দামি হোটেলে ‘স্টেকেশন’-এর পরিকল্পনা করছেন।

হোটেলের স্নানঘর
হোটেলের স্নানঘর

আরও পড়ুন: Beauty Tips: এই খাবারগুলি পাতে রাখলে পাবেন ঝকঝকে ত্বক!

Trending Updates

হোটেলে থাকার সময়ে যে জিনিসগুলি অবশ্যই মাথায় রাখতে হবে, সেগুলি হল:

  1. স্নানের সময়ে অনেকেই গরমজল ব্যবহার করেন। আর সেই কারণে ভাপ তৈরি হয়। হোটেলের স্নানঘরে স্নান করার সময়ে দরজা বন্ধ করে রাখতে ভুলবেন না! হোটেলে বাথরুমের দরজা বন্ধ না থাকলে সে ভাপের কারণে ‘ফায়ার অ্যালার্ম’ বেজে উঠতে পারে। তখন আপনার পাশাপাশি হোটেলের অন্যান্য অতিথিদেরও অযথা বিপাকে পড়তে হতে পারে।
  2. হোটেলের স্নানঘরে অতিথিদের ব্যবহার করার জন্য শ্যাম্পু, সাবান, কন্ডিশনার, টুথপেস্টের মতো কিছু জিনিস দেওয়া হয়। অনেকেই ব্যবহার করার পর সেই জিনিসগুলি ব্যাগে ভরে বাড়ি নিয়ে আসেন। তাতে ক্ষতি নেই। কিন্তু হোটেল থেকে ব্যবহারের জন্য দেওয়া স্নানপোশাক এবং তোয়ালেগুলি ভুলেও ব্যাগে ভরে নেবেন না। নইলে বিপাকে পড়তে হতে পারে।
  3. অনেক হোটেলেই ঘরে সিগারেট খাওয়ার অনুমতি মেলে না। তবুও অনেকেই ‘স্মোক অ্যালার্ম’ ঢেকে দিয়ে ধূমপান করতে শুরু করেন। এই অভ্যাস মোটেই ভাল নয়। ধরা পড়লে আপনাকে জরিমানা দিতে হতে পারে।
  4. হোটেলের ওয়াইফাই ব্যবহার করে নিজের কোনও গোপন তথ্য বিশেষ করে ব্যাঙ্কিং তথ্য, পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে ভাগ না করাই ভাল। এ ক্ষেত্রে আপনার ফোন হ্যাক হওয়ার আশঙ্কা থেকেই যায়।
  5. বেড়াতে যাওয়ার সময়ে যদি কোনও দামি জিনিস সঙ্গে থাকে, তা হলে সেগুলি খুব সাবধানে রাখতে হবে। গয়না, দামি গ্যাজেট, টাকা-পয়সা হোটেলের ঘরে ফেলে রাখা উচিত নয়। হোটেলের ঘর থেকে বেরোনোর সময়ে সেগুলি অবশ্যই সঙ্গে রাখুন।



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File