মহানগরে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া দপ্তর
Key Highlightsকলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে আবহাওয়া গরম থাকবে ফলে অস্বস্তির সম্ভাবনা ও থাকবে বলে জানা যাচ্ছে।
চলতি সপ্তাহে কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে মহানগরে। দক্ষিণবঙ্গ জুড়ে শুক্র এবং শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা আবহাওয়া বর্তমানে কেমন থাকবে? কী জানাচ্ছে মৌসম ভবন
বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। গরম এবং অস্বস্তিও থাকবে বলে জানানো হয়েছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল ২৯ ডিগ্রি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রী । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৫ শতাংশ।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে। শুক্র এবং শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গেছে। দু-তিন দিনের মধ্যে কলকাতায় বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
- Related topics -
- আবহাওয়া
- শহর কলকাতা
- কালবৈশাখী
- আবহাওয়া আপডেট
- রাজ্য








