Virat Kohli | 'বিশ্বের সেরা ব্যাটার বাবরই'! বিশ্বকাপের আগে পাক অধিনায়কের সুনাম করলেন বিরাট!

Monday, August 14 2023, 9:13 am
highlightKey Highlights

আইসিসির ওয়ানডে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন পাক ক্রিকেট অধিনায়ক বাবর আজম। নবম স্থানে বিরাট কোহলি। বিশ্বকাপ, এশিয়া কাপের আগে প্রতিদ্বন্দীর সুনাম করলেন বিরাট।


সামনের অক্টোবর মাসেই ভারতে (India) অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩ (ODI World Cup 2023)। পাশাপাশি এই মাসেই শুরু হতে চলেছে এশিয়া কাপও। ক্রিকেট মহারণ নিয়ে রীতিমতো উচ্ছসিত গোটা বিশ্ব। বিশেষত ভারতীয়রা যেন বিশ্বকাপের দিকে তাকিয়ে চাতক পাখির মতো। ভারত বনাম পাকিস্তানের ম্যাচ (India vs Pakistan) নিয়ে বরাবরই উত্তেজনা বেশি। খেলার মাঠে কে জিতবে তা নিয়ে দুই দেশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। খেলোয়াড়দের সঙ্গে সেই রেশ দেখা যায় সমর্থকদের মধ্যেও। তবে এবার বিশ্বকাপের ময়দানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের নামার আগে বিশ্বের দুই অন্যতম ক্রিকেটারের মধ্যে শ্রদ্ধা, সম্ভ্রম আর ভালোবাসা দেখে বেশ মুগ্ধ ভারত-পাকিস্তান। অনেকের মতে, ২২ গজে দু'জন একেবারে একে অপরের কঠিনতম প্রতিদ্বন্দ্বী হলেও, ২২ গজের বাইরে একে অপরের প্রতি রয়েছে অবিরাম শ্রদ্ধা, তা প্রমাণ করে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আবার অনেকের মতে, ক্রিকেট মহারণের আগে বাবর আজমের (Babar Azam) বিরুদ্ধে মাইন্ড গেম খেলছেন বিরাট।

বাবর আজমকে বিশ্বের সেরা ব্যাটার বলে সুনাম বিরাটের 
বাবর আজমকে বিশ্বের সেরা ব্যাটার বলে সুনাম বিরাটের 

বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দুই ক্রিকেটারের তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানের তিন ফর্ম্যাটের অধিনায়ক বাবর আজম। তবে বিরাটের মতে, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে সম্ভবত সেরা ব্যাটার বাবর আজমই। কোহলি আরও জানান, বাবর শুধু একজন ভাল ব্যাটসম্যান নয়, মানুষ হিসেবেও ভাল। তিনটে ফরম্যাট মিলিয়ে প্রচুর রান বাবরের। কোহলি জানান, বাবর যে ছন্দ গত পাঁচ বছর ধরে দেখিয়েছে সেটা সহজ ব্যাপার নয়। বিশ্বে এমনটা করতে পারে মাত্র হাতে গোনা ব্যাটসম্যান।

Trending Updates
বিরাটের মতে, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে সম্ভবত সেরা ব্যাটার বাবর আজমই।
বিরাটের মতে, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে সম্ভবত সেরা ব্যাটার বাবর আজমই।

সম্প্রতি স্টার স্পোর্টসের (Star Sports) এক আলোচনায় বাবরের প্রতি শ্রদ্ধা, সম্ভ্রমের কথা জানান কোহলি। সাক্ষাৎকারে স্মৃতিচারণ করতে গিয়ে বিরাট কোহলি স্মৃতিচারণ করেন তাঁর সঙ্গে বাবরের প্রথম কথোপকথন। ২০১৯ সালের ম্যাঞ্চেস্টারে (Manchester) আয়োজিত হওয়া ভারত বনাম পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ হওয়ার সময়ে প্রথম কথা হয় দুই ক্রিকেটারের। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে  ইমাদ ওয়াসিমকে (Imad Wasim) চিনতেন কোহলি। ওয়াসিমই কোহলিকে এসে বলেন বাবর তাঁর সঙ্গে কথা বলতে চান। এরপর কোহলি-বাবর মাইল আড্ডায় বসেন। প্রতিদ্বন্দ্বী হলেও প্রথম থেকেই বাবরের প্রতি শ্রদ্ধা রয়েছে বিরাটের। তিনি জানান, প্রথম দিন থেকেই  বাবরের প্রতি শ্রদ্ধা, সম্ভ্রম ছিল‌। যার এখনও পর্যন্ত কোন পরিবর্তন হয়নি। সব ফর্ম্যাট মিলিয়েই ও সম্ভবত বিশ্বের সেরা ব্যাটার। ধারাবাহিক ভাবে সব ফর্ম্যাটেই ও পারফরম্যান্স করে।

 ২০১৯ সালের ম্যাঞ্চেস্টারে আয়োজিত হওয়া ভারত বনাম পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ হওয়ার সময়ে প্রথম কথা হয় দুই ক্রিকেটারের
 ২০১৯ সালের ম্যাঞ্চেস্টারে আয়োজিত হওয়া ভারত বনাম পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ হওয়ার সময়ে প্রথম কথা হয় দুই ক্রিকেটারের

বাবরের প্রতি প্রথম দিন থেকেই আমার শ্রদ্ধা, সম্ভ্রম ছিল‌। যার এখনও পর্যন্ত কোন পরিবর্তন হয়নি। সব ফর্ম্যাট মিলিয়েই ও সম্ভবত বিশ্বের সেরা ব্যাটার। ধারাবাহিক ভাবে সব ফর্ম্যাটেই ও পারফরম্যান্স করে। ওকে খেলতে দেখাটা আমি সব সময়ে উপভোগ করি।

বিরাট কোহলি
আইসিসির ওয়ানডে ব্যাটারদের ক্রমতালিকায় নবম স্থানে বিরাট কোহলি
আইসিসির ওয়ানডে ব্যাটারদের ক্রমতালিকায় নবম স্থানে বিরাট কোহলি

প্রসঙ্গত, কয়েক দিন আগেই প্রকাশ পেয়েছে, আইসিসির ওয়ানডে ব্যাটারদের ক্রমতালিকা। যেখানে ৮৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বাবর আজম। আর এই তালিকাতেই নবম স্থানে রয়েছেন বিরাট কোহলি। নবম স্থানে থাকলেও এশিয়া কাপে সবথেকে বেশি রান করার তালিকায় ২ বার রয়েছেন তিনি (Virat Kohli Achievements)। ২০১২ সালের এশিয়া কাপে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস খেলেন। এটা বিরাট কোহলির কেরিয়ারে সর্বোচ্চ রান। ১৪৮ বলে এই রান করেন কোহলি। তাঁর স্ট্রাইক রেট ১২৩.৬৪। এতে ছিল ২২টা বাউন্ডারি ও একটা ছয়। এরপর ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি ১৩৬ রানের ইনিংস খেলেন। ফাতুল্লায় এই ইনিংসটি ছিল বিরাটের ম্যাচ জেতানো। ১২২ বলে তিনি ১৩৬ রানের ইনিংস খেলেন বিরাট। তাঁর স্ট্রাইক রেট ছিল ১১১.৪৭। ১৬টা চার ও একাধিক ছয় মারেন তিনি।

৩১সে অগাস্ট থেকেই শুরু হতে চলেছে এশিয়া কাপ
৩১সে অগাস্ট থেকেই শুরু হতে চলেছে এশিয়া কাপ

উল্লেখ্য, চলতি মাসের শেষ থেকেই অর্থাৎ ৩১সে অগাস্ট থেকেই শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup)। এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত (India), পাকিস্তান (Pakistan), শ্রীলঙ্কা (Sri Lanka), বাংলাদেশ (Bangladesh), আফগানিস্তান (Afghanistan) ও নেপাল (Nepal) অংশ নেবে চলতি এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন’টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File