দেশ

G20 FMM: "ক্ষমতা হারানোর পর প্রতিশোধ নিতে ফুঁসছে পশ্চিমারা", তোপ রাশিয়ার

G20 FMM: "ক্ষমতা হারানোর পর প্রতিশোধ নিতে ফুঁসছে পশ্চিমারা", তোপ রাশিয়ার
Key Highlights

গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হবে অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রথম ভারত সফর।

আজ ১লা মার্চ, ২০২৩, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বয়স এক বছর পূর্ণ হল। বছর ঘুরে গেলেও কিন্তু এখনও সংঘর্ষ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্বায়নের যুগে হাজার হাজার কিলোমিটার দূরের এই রক্তক্ষয়ী সংগ্রামের উত্তাপ ভারতে ভালোভাবে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত সরকারকে কূটনৈতিক দড়িতে একটি কঠিন ভারসাম্য রক্ষার কাজ করতে হবে। কিন্তু তার আগেই দিল্লিতে জি-টোয়েন্টি বৈঠকের আগে পশ্চিমাদের বিরুদ্ধে তোপ দাগল রাশিয়া। এই বছর G20 গ্রুপের সভাপতি হল ভারত। আজ দিল্লিতে এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

বিগত কয়েকদিন আগে রাশিয়া (Russia) অভিযোগ করেছে পশ্চিমি দেশগুলি জি-২০ সম্মেলনকে অযথা অস্থির করে তুলছে। এমনকি কয়েকটি দেশ ইউক্রেন যুদ্ধের তীব্র নিন্দা করে জি-২০ বৈঠকে একটি বিবৃতি দেওয়ার প্রস্তাবও জমা দিলেও সেখানে সই করতে রাজি হয়নি রাশিয়া ও চিন। এই নিয়ে তীব্র মতবিরোধ শুরু হয় বেঙ্গালুরুর জি-২০ অর্থমন্ত্রীদের সম্মেলনে। এই ঘটনার পরেই রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আসলে ভারতকে (India) ব্ল্যাকমেল করতে চাইছে পশ্চিমি দেশগুলি এবং সেই স্থানে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে তারা।

বিশেষভাবে উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ বৈঠকে শেষবারের মতো মুখোমুখি হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কিন্তু সেবছর নাকি রেগেমেগে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রুশ বিদেশমন্ত্রী ল্যাভরভ। 


Telangana | বনাঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনা না জানালে জেলে যাবেন মুখ্যসচিব-সরকারি অফিসাররা! কড়া বার্তা সুপ্রিম কোর্টের!
Supreme Court on Waqf | ওয়াকফ আইন নিয়ে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দিল না শীর্ষ আদালত! আগামীকাল ফের শুনানি!
ISSF World Cup | ISSF ওয়ার্ল্ড কাপের প্রথম দিনেই তিনটি পদক জিতলো ভারত! পদক জিতলেন সুরুচি-মনু ও সৌরভ!
ATM on Train | চলন্ত ট্রেনের ভেতরে ATM পরিষেবা! অভিনব উদ্যোগ নিলো ভারতীয় রেলওয়ে!
Lakshmibai College Principal | গোবরের পাল্টা গোবর! এবার অধ্যক্ষের ঘরের দেওয়ালে গোবর লেপে দিলেন পড়ুয়ারা!
Kultali | চাকরি নিয়ে দুশ্চিন্তা, সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন শিক্ষক!
Murshidabad | জঙ্গিপুরে ‘বিশেষ ডিউটি’তে ডাকা হলো পুলিশ কর্তাদের, মুর্শিদাবাদে অশান্তিতে তৎপর প্রশাসন