দেশ

G20 FMM: "ক্ষমতা হারানোর পর প্রতিশোধ নিতে ফুঁসছে পশ্চিমারা", তোপ রাশিয়ার

G20 FMM: "ক্ষমতা হারানোর পর প্রতিশোধ নিতে ফুঁসছে পশ্চিমারা", তোপ রাশিয়ার
Key Highlights

গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হবে অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রথম ভারত সফর।

আজ ১লা মার্চ, ২০২৩, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বয়স এক বছর পূর্ণ হল। বছর ঘুরে গেলেও কিন্তু এখনও সংঘর্ষ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্বায়নের যুগে হাজার হাজার কিলোমিটার দূরের এই রক্তক্ষয়ী সংগ্রামের উত্তাপ ভারতে ভালোভাবে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত সরকারকে কূটনৈতিক দড়িতে একটি কঠিন ভারসাম্য রক্ষার কাজ করতে হবে। কিন্তু তার আগেই দিল্লিতে জি-টোয়েন্টি বৈঠকের আগে পশ্চিমাদের বিরুদ্ধে তোপ দাগল রাশিয়া। এই বছর G20 গ্রুপের সভাপতি হল ভারত। আজ দিল্লিতে এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

বিগত কয়েকদিন আগে রাশিয়া (Russia) অভিযোগ করেছে পশ্চিমি দেশগুলি জি-২০ সম্মেলনকে অযথা অস্থির করে তুলছে। এমনকি কয়েকটি দেশ ইউক্রেন যুদ্ধের তীব্র নিন্দা করে জি-২০ বৈঠকে একটি বিবৃতি দেওয়ার প্রস্তাবও জমা দিলেও সেখানে সই করতে রাজি হয়নি রাশিয়া ও চিন। এই নিয়ে তীব্র মতবিরোধ শুরু হয় বেঙ্গালুরুর জি-২০ অর্থমন্ত্রীদের সম্মেলনে। এই ঘটনার পরেই রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আসলে ভারতকে (India) ব্ল্যাকমেল করতে চাইছে পশ্চিমি দেশগুলি এবং সেই স্থানে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে তারা।

বিশেষভাবে উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ বৈঠকে শেষবারের মতো মুখোমুখি হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কিন্তু সেবছর নাকি রেগেমেগে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রুশ বিদেশমন্ত্রী ল্যাভরভ। 


West Bengal Weather | তীব্র দাবদাহ থেকে অবশেষে স্বস্তি! আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস!
Earthen Pot | গরমে ফ্রিজের জল না খেয়ে মাটির কলসিতে রাখা জল খান! শরীর ঠান্ডা হওয়ার সঙ্গে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতাও!
Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
আজকের সেরা খবর | বিশ্ব বাজারে ভারতীয় মশলা নিয়ে উদ্বেগ! সংকটে ৪৫ হাজার কোটি টাকার মশলা ব্যবসা!
International Labour Day | বিশ্ব জুড়ে কেন পালিত হয় শ্রমিক দিবস? জানুন ১লা মে-র মাহাত্ম্য!
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali