West Bengal Day | পয়লা বৈশাখ আর 'একলা' নয়! নববর্ষের দিনই 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করতে চায় রাজ্য!!

Thursday, December 21 2023, 2:56 pm
highlightKey Highlights

বঙ্গভঙ্গের দুঃখের দিনে নয়, পায়না বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস প্লান করতে চায় রাজ্য সরকার। বিধানসভার একটি কমিটির বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে প্রস্তাবও আনা হতে পারে বিধানসভায়।


পয়লা বৈশাখকেই (Payala Baisakh) পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চায় রাজ্য সরকার। বিজেপির পছন্দের ২০ই জুন পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) পালন করতে চায়না পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই বিধানসভার (West Bengal Assembly Building) একটি কমিটির (Committee) বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই প্রসঙ্গে প্রস্তাবও আনা হতে পারে বিধানসভায়।

পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে একাধিকবার বিজেপি সরকার (BJP) ও তৃণমূল (TMC) অর্থাৎ শাসক দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। গত ২০ই জুন বিজেপি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করেছিল। তবে এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। এরপর প্রতিষ্ঠা দিবস কবে হবে, সেই নিয়ে বিধানসভায় একটি কমিটি তৈরি হয়। কমিটির উপদেষ্টা হয়েছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসু (Sugata Bose)। সদস্য ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), শোভনদেব চট্টোপাধ্যায়-সহ (Shovan Dev Chattopadhyay) অন্যান্যরা। জানা গিয়েছে, অধ্যক্ষের ঘরে বৈঠকের পর পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এই ঘটনা নিয়েই এবার বিধানসভায় প্রস্তাব আনা হতে পারে বলে খবর।

Trending Updates

কেন পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে তৈরী হয়েছে বিতর্ক? । Why is There a Debate about West Bengal Day?

বিশেষজ্ঞ মহলের বক্তব্য, পশ্চিমবঙ্গ দিবস বলে যে দিনটি ঘিরে এত আয়োজন, এতো বিতর্ক, ১৯৪৭ সালের সেই ২০ই জুন তৎকালীন অখণ্ড বাংলা বিভাজনের বিষযটি উত্থাপিত হলে, বঙ্গভঙ্গের পক্ষে বেশি ভোট পড়ে। ফলে দু'ভেঙে হয়ে যায় বাংলা। তৈরি হয় তৎকালীন পূর্ব পাকিস্তান (Pakistan) অর্থাৎ বর্তমানে বাংলাদেশ (Bangladesh) এবং একটি অংশ ভারতে রয়ে যায় পশ্চিমবঙ্গ (West Bengal) হিসেবে। এরপর ১৯৪৭ সালের ১৫ ই অগাস্ট স্বাধীনতা অর্জন করে ভারত (India)। কিন্তু সেই স্বাধীনতা অর্জিত হয় পঞ্জাব (Punjab) এবং বাংলা বিভাজনের মাধ্যমে। 'বঙ্গভঙ্গ', আপনজনদের হারানো, মৃত্যু, অনাহারের ইতিহাস আজও বাংলার মানুষের মনে যেন চিরক্ষতর মতো রয়ে গিয়েছে। ফলে সেই দিনে আনন্দ-আয়োজনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে বিরোধী পক্ষ। ২০ই জুন পশ্চিমবঙ্গ দিবস পালনে সহমত নয় শাসক দল।

তবে গত ২০ই জুন, রাজভবনে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস পালন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। সেই দিন এনসিসি-র (NCC) অনুষ্ঠানের পাশাপাশি, রাজভবনে স্কুল পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এরপরই সেদিন পশ্চিমবঙ্গ দিবস পালনের কারণে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা। এই বিষয়টিকে 'সংবিধান সম্মত' নয় বলে মন্তব্য করেন তিনি। ফোনে কথা বলার পাশাপাশি রাজ্যপালকে চিঠিও দিয়েছেন মমতা।

প্রসঙ্গত, আগামীকাল থেকে ফের শুরু হতে চলেছে বিধানসভা অধিবেশন। সূত্রের খবর, নয়া দিনে রাজ্য পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চায় রাজ্য সরকার। প্রথম মিটিংয়ে ১লা বৈশাখে দিনটি পালনের প্রস্তাব দিয়েছিলেন ব্রাত্য বসু। আজ, সোমবার তা মেনে নিয়েছেন সুগত বসুও। তিনি বলেন, বাঙালির ঐতিহ্য সংস্কৃতি মাথায় রেখে এই তারিখ নির্ধারণ হোক। তবে সেই প্রস্তাবের সবটাই মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File