আন্তর্জাতিক

Google | শেষ মুহূর্তে একটি ভুলের জন্য বদলে যায় প্রস্তাবিত নাম! জানেন Google-র নাম উৎপত্তি হলো কীভাবে?

Google | শেষ মুহূর্তে একটি ভুলের জন্য বদলে যায় প্রস্তাবিত নাম! জানেন Google-র নাম উৎপত্তি হলো কীভাবে?
Key Highlights

‘ব্যাকরাব‌’-র নতুন নাম রাখার জন্য ল্যারি পেজ সেই সময় মিটিং ডাকতে শুরু করেন। নাম বাছাবাছির ওই পর্বে সবচেয়ে মজার মিটিং হয় সেপ্টেম্বরে। সিন‌ আন্ডারসন ও ল্যারি ছিলেন সেখানে। আর এই সিনের ভুলেই ঠিক হয় 'গুগল' নামটি। নতুন আবিষ্কৃত সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠাতাদের (founder of google) বক্তব্য ছিল, এর নাম এমন হবে যাতে সহজেই বোঝা যায় যে এই সংস্থা একসঙ্গে বহু ডেটা স্টোর ও সাজিয়ে রাখছে।

ইন্টারনেট ভিত্তিক জীবনে এখন আট থেকে আশি প্রায় সকলেরই দৈনন্দিন জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে গুগল (Google)। এই সার্চ ইঞ্জিনে কোটি কোটি মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস জিজ্ঞেস বা সার্চ করেন রোজ। খুব কম বিষয়ই রয়েছে যা গুগল ভুল দেখায় বা জানায়।  তবে আপনি কি জানেন আমাদের অতীব পরিচিত এই গুগলের নাম এসেছে এক ভুল থেকে? এমনকি এই সার্চ ইঞ্জিনের প্রথম নামই ছিল না গুগল!

Google-র নামের উৎপত্তি!

 সার্চ ইঞ্জিন গুগলের জন্ম স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গেটস কম্পিউটার সায়েন্স বিল্ডিংয়ে (Stanford University)। ল্যারি পেজ, গুগলের সহপ্রতিষ্ঠাতা (founder of google) সেখানে থাকতেন ৩৬০ নম্বর রুমে। ১৯৯৬ সালে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন (Larry Page and Sergey Brin) তাদের সদ্য প্রতিষ্ঠিত সার্চ ইঞ্জিনের নাম দেন ‘ব্যাকরাব‌’ (Backrub)। বিভিন্ন ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক এখানে থাকত বলেই এমন নাম দেওয়া হয়। তবে এই নাম বেশিদিন টেঁকেনি। ব্যাকরাব নামটি যুক্তিসঙ্গত হলেও ঠিক যুতসই লাগছিল না। ফলে শীঘ্রই শুরু হয়েছিল নতুন নাম ভাবা। 

 ‘ব্যাকরাব‌’-র নতুন নাম রাখার জন্য ল্যারি পেজ সেই সময় মিটিং ডাকতে শুরু করেন। নাম বাছাবাছির ওই পর্বে সবচেয়ে মজার মিটিং হয় সেপ্টেম্বরে। সিন‌ আন্ডারসন ও ল্যারি ছিলেন সেখানে। আর এই সিনের ভুলেই ঠিক হয় 'গুগল' নামটি। বলাবাহুল্য, ল্যারি পেজের ওই ৩৬০ নম্বর ওই রুমে বিভিন্ন গ্রাজুয়েট ছাত্ররাও আসতেন। তাদের মধ্যেই একজন ছিলেন সিন আন্ডারসন।

নতুন আবিষ্কৃত সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠাতাদের (founder of google) বক্তব্য ছিল, এর নাম এমন হবে যাতে সহজেই বোঝা যায় যে এই সংস্থা একসঙ্গে বহু ডেটা স্টোর ও সাজিয়ে রাখছে। নাম ঠিক করার মিটিংয়ে তখনই গোগলপ্লেক্স (googolplex) নামটি বলে ওঠেন সিন। তার বিপরীতে ল্যারি বলেন গুগল (googol)। ব্যাস! সঙ্গে সঙ্গে নামটি মনে ধরে যায় সকলের। তবে কেবল ইচ্ছা মতো নাম রাখলেই যে কাজ শেষ নয়, এর জন্য নামটি রেজিস্টারও করতে হবে। কারণ রেজিস্টারে আগে এই নামে কোনও সাইট থাকলে এই নাম নেওয়াও যাবে না। ফলে সেই প্রক্রিয়ার জন্য সিন নামটি খুঁজতে শুরু করেন একটি রেজিস্ট্রিতে। তবে খুঁজতে গিয়েই ভুল করেন সিন। বানান googol-এর বদলে লিখে ফেলেন google। দেখা যায়, এর আগে এই নামে কোনও সাইট হয়নি। ফলে google নামটিকেই চূড়ান্ত করা হয়।

১৯৯৭ সালের ১৫ই সেপ্টেবর থেকে এই সার্চ ইঞ্জিনের নাম Google-ই রয়েছে। বর্তমানে প্রায় ৫ বিলিয়ন মানুষ এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকেন। তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৮.৫ বিলিয়ন গুগল সার্চ করা হয় বিশ্বজুড়ে।