Civic Volunteer in WB: সিভিক ভলেন্টিয়ারদের কর্মতালিকা নিয়ে গাইডলাইন জারি রাজ্য পুলিশের
সিভিক ভলান্টিয়াররা কোনটা করতে পারেন আর কোনটা পারেননা, তা নিয়ে হাই কোর্টের নির্দেশের পর বিস্তারিত গাইডলাইন জারি করল রাজ্য পুলিশ।
সিভিক ভলান্টিয়ারদের কর্মতালিকা নিয়ে সম্প্রতি রাজ্য উচ্চস্তরে বেশ জলঘোলা আরম্ভ হয়েছিল। কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে রাজ্য পুলিশের তরফে একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কোন কোন কাজ সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন।
আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন না। শুধুমাত্র সহায়তা করা ছাড়া, কোনো সিভিক ভলান্টিয়ার একা কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারবেন না। বিভিন্ন জমায়েত বা উৎসবে ভিড় সামাল দিতে, বেআইনি পার্কিং রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা।
উল্লেখ্য, একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্থা সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে রাজ্য সরকারের কাছে বিস্তারিত জানতে চান এবং তা আগামী ২৯শে মার্চের (বুধবার) মধ্যে কলকাতা হাই কোর্টে তা জমা দিতে বলা হয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য পুলিশ।
- Related topics -
- রাজ্য
- সিভিক ভলান্টিয়ার
- কলকাতা হাইকোর্ট
- রাজ্য পুলিশ