Electoral Bonds | নির্বাচনী বন্ড সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন!

Sunday, March 17 2024, 11:58 am
highlightKey Highlights

নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে ক্ষুব্ধ হয়ে শীর্ষ আদালত জানায়, সম্পূর্ণ তথ্য নির্বাচন কমিশনকে দেয়নি এসবিআই। সেই ভিত্তিতে ১৮ মার্চের মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষের জবাব চেয়েছে আদালত। তার ঠিক আগে রবিবার, নির্বাচনী বন্ড সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন।


সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর নির্বাচনী বন্ড (Electoral Bonds) সংক্রান্ত তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনকে দেওয়া এসবিআই (SBI) এর সেই রিপোর্টে সন্তুষ্ট হয় না শীর্ষ আদালত। ফলে লোকসভা নির্বাচন ২০২৪ এর তারিখ (lok sabha election 2024 date) ঘোষণার পরের দিন ফের দ্বিতীয় দফায় এই বন্ড সংক্রান্ত বাকি তথ্যও জনসমক্ষে আনলো নির্বাচন কমিশন। নির্বাচনী বন্ড প্রকল্প (electoral bonds scheme) সংক্রান্ত দ্বিতীয় দফার রিপোর্টে কত টাকার বন্ড কে কিনেছে এবং সেই বন্ড কোন রাজনৈতিক দল ভাঙিয়েছে সেই সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।


১৭ই মার্চ, রবিবার কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য প্রকাশ করে জানিয়েছে, কারা নির্বাচনী বন্ড (Electoral Bonds) কিনেছে এবং কোন কোন রাজনৈতিক দল সেই সব বন্ড থেকে টাকা তুলেছে, রাজনৈতিক দলগুলির দেওয়া তথ্যই এ বার প্রকাশ্যে আনা হয়েছে। পাশাপাশি কমিশন বিবৃতি দিয়ে আরও জানিয়েছে, সুপ্রিম কোর্টে রেজিস্ট্রি থেকে প্রাপ্ত তথ্যই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। শীর্ষ আদালত একটি মুখবন্ধ খামে করে নির্বাচনী বন্ড সংক্রান্ত সেই তথ্য দিয়েছিল।


কী আছে এই তথ্যে? 
 নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানি চলাকালীন নির্বাচনী বন্ড প্রকল্প (electoral bonds scheme) সংক্রান্ত যা যা তথ্য মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল রাজনৈতিক দলগুলি, সেই তথ্যই প্রকাশ্যে আনা হয়েছে। মনে করা হচ্ছে, এই তথ্য ১২ এপ্রিল ২০১৯ সালের আগে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্যাবলী। এই রিপোর্টে বন্ড কেনার তারিখ, বন্ডের সংখ্যা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) কোন শাখা থেকে কেনা হয়েছিল, কবে সেই বন্ড কোন রাজনৈতিক দল ভাঙিয়েছে— সেই সব তথ্যই রয়েছে। তবে এই তথ্যে নির্বাচনী বন্ডের অনন্য নম্বর নেই।
নির্বাচনী বন্ড সম্পর্কিত তথ্য বিস্তারিত জানা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। https://www.eci.gov.in/candidate-politicalparty-এ গিয়ে দেখা যাবে নির্বাচনী বন্ড সংক্রান্ত বিবরণ। 


প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসবিআই লোকসভা নির্বাচন ২০২৪ এর তারিখ (lok sabha election 2024 date) ঘোষণার আগেই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের হাতে বন্ড সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিল। তবে তাতে বন্ডের অনন্য নম্বর ছিল না, যা নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে এসবিআই। ১৫ মার্চ শুক্রবার শীর্ষ আদালতে নির্বাচনী বন্ড সংক্রান্ত নির্বাচন কমিশনের একটি মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানায়, অসম্পূর্ণ তথ্য জমা দিয়েছে এসবিআই। ১৮ মার্চের মধ্যে সম্পূর্ণ তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, 'নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ্যে আনতে হবে।' উল্লেখ্য, এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। ওই দিনই স্টেট ব্যাঙ্ককে এই ত্রুটির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ্যে এলে রাজনৈতিক দল এবং অনুদানদাতাদের মধ্যে কী সম্পর্ক, তা বুঝতে সুবিধা হবে। 


উল্লেখ্য, তৃণমৃল ইতিমধ্যেই এসবিআইকে চিঠি দিয়ে বন্ডের অনন্য নম্বর জানতে চেয়েছে। তাদের বক্তব্য, যদি সেই তথ্য পাওয়া যায় তবে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে পারবে। কংগ্রেস জানিয়েছে তারা বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনবে। বহুজন সমাজবাদী পার্টি, সিপিআইএম, সিপিআই-এর মতো রাজনৈতিক দলগুলো স্পষ্ট জানিয়েছে, নির্বাচনী বন্ড থেকে তারা কোনও টাকা পায়নি। তবে বিজেপি এ ব্যাপারে এখনও কোনও অনুরোধ জানায়নি এসবিআইকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File