বিজ্ঞান ও প্রযুক্তি

Gaganyaan | গগনযানে করে মহাকাশে পারি দেবেন এই চার মহাকাশচারী! অবশেষে প্রকাশ্যে এলো পরিচয়!

Gaganyaan | গগনযানে করে মহাকাশে পারি দেবেন এই চার মহাকাশচারী! অবশেষে প্রকাশ্যে এলো পরিচয়!
Key Highlights

মঙ্গলবার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে গগনযানে করে মহাকাশে পারি দেওয়া চার মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়।


গগনযানের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতের মহাকাশ কেন্দ্র (Space Centers of India) ইসরো। গগনযানের দ্বারা ভারত প্রথম মহাকাশচারী পাঠাতে চলেছে ' শূন্যে '। ইতিমধ্যেই এই মহাকাশ মিশনের একাধিক পরীক্ষা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এরপর গগনযান মিশনের জন্য কোন চার মহাকাশচারী নির্বাচিত হয়েছেন তা জানা গেল। মঙ্গলবার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে সেই চার মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়। 


ভারতের মহাকাশ কেন্দ্র (Space Centers of India) ইসরোর তরফে জানানো হয়েছে, দীর্ঘদিনের প্রশিক্ষণের পরে 'গগনযান' মিশনের জন্য গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লাকে বেছে নেওয়া হয়েছে। নিজের হাতে তাঁদের 'অ্য়াস্ট্রোনোট উইং' পরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুকের ডানদিকে সেই ব্যাজ পরিয়ে দেন।


ইসরো টুইটার (ISRO Twitter) এ জানানো হয়, ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথভাবে টেস্ট পাইলটদের থেকে মহাকাশচারীদের বেছে নেয় ভারতীয় মহাকাশ সংস্থা। যে টেস্ট পাইলটদের বেছে নেওয়া হয়েছিল, তাঁদের ক্লিনিকাল, এরোমেডিক্যাল এবং সাইকোলজিকাল পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ভিত্তিতে ভারতীয় বায়ুসেনার চারজন টেস্ট পাইলটের নাম সুপারিশ করে ন্যাশনাল ক্রু সিলেকশন বোর্ড।তারপর পরবর্তী ইসরো মিশন (next ISRO mission) গগনযানের জন্য ওই চারজন ১৩ মাস রাশিয়ায় ট্রেনিং করেছেন। কীভাবে মহাকাশে থাকতে হবে, বরফের মধ্যে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, মরুভূমিতে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, জলে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাঁদের। দেশে ফিরে সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ হয়েছে। শারীরিক প্রশিক্ষণ করেছেন। বিশেষ ধরনের যোগও করেছেন বলে জানানো হয়েছে ইসরো টুইটার (ISRO Twitter) এ।

প্রসঙ্গত, ইসরো মিশন (next ISRO mission) গগনযানের দ্বারা ৪০ বছর পরে কোনও ভারতীয় মহাকাশে যেতে চলেছেন। সব ঠিক থাকলে চলতি বছরেই ‘গগনযান’ মহাকাশচারীদের নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দিতে পারে বলে খবর। অর্থাৎ ইসরোর অর্জন (ISRO Achievements) হিসেবে এই মিশনের সফলতার আর বেশি দেরি নেই। সেই অভিযানের গুরুত্বপূর্ণ ইঞ্জিন পরীক্ষা করে দেখেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। যা সফল হয়েছে বলেই জানা গিয়েছে ইসরোর টুইটার (ISRO Twitter) দ্বারা। ফলে মহাকাশে ভারতীয়দের পাঠানোর বিষয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরো।


CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
Stomach Health | গরমকালে এই কয়েকটা জিনিস মেনে চললেই আর হবে না পেট গরম! জানুন পেটের হাল ভালো রাখতে কী খাবেন, কী খাবেন না!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla