LPG | রান্নার গ্যাসের আধার যাচাইয়ের শেষ দিন ৩১ মার্চ! ১লা এপ্রিল থেকে LPG সিলিন্ডারে মিলবে ৩০০ টাকা ছাড়!

Saturday, March 30 2024, 11:22 am
highlightKey Highlights

এলপিজি গ্রাহকদের আধার তথ্যের বায়োমেট্রিক যাচাইয়ের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ কেন্দ্র সরকারের। জানা গিয়েছে, এলপিজি গ্রাহকদের বায়োমেট্রিক যাচাইয়ের কাজ অফলাইন ও অনলাইনেও অব্যাহত থাকবে। তথ্য যাচাই না করলে কি হবে তা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা।


রান্নার গ্যাসের ভর্তুকিযোগ্য সংযোগে উজ্জ্বল যোজনা (ujjwala yojana) এর গ্রাহকদের এবং সাধারণ গ্রাহকদের আধারের বায়োমেট্রিক তথ্য ৩১সে মার্চের মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে যাচাই করতে হবে, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তেল মন্ত্রক। এই মর্মে তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা— ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল ও এইচপিসিএল-কে সম্প্রতি চিঠি দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তবে এখনও এক্ষেত্রে আধার বায়োমেট্রিক আপডেট (aadhar biometric update) সম্পর্কে সম্পূর্ণ ধন্দ কাটেনি। প্রশ্ন উঠছে, তার মধ্যে কোনও গ্রাহকের সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে কী হবে? গ্যাস পেতে অসুবিধা হবে কী? ভর্তুকি পেতে সমস্যা হবে না তো? এদিকে নতুন অর্থবর্ষ  (new financial year) এর  প্রথম দিন থেকে প্রতিটি এলপিজি সিলিন্ডারে অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা ছাড় মিলবে।

 আধারের বায়োমেট্রিক তথ্য যাচাই!

সূত্র মারফত জানা গিয়েছে, এ মাসে তেল মন্ত্রকের সেকশন অফিসার (এলপিজি) প্রদীপ কুমার মন্ত্রকের মূল নির্দেশিকাটির উল্লেখ করে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের ডিরেক্টরদের (বিপণন) চিঠি দিয়েছেন। তাতেই নির্দেশ, আধার যাচাই ৩১সে মার্চের মধ্যে সারতে হবে। তেল সংস্থা সূত্রও তা মেনেছে। অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজন বিশ্বাস, অল ইন্ডিয়া ভারত গ্যাস ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশনের (পূর্বাঞ্চল) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুকোমল সেন জানান, নির্দেশ পেয়েছেন। অক্টোবর থেকে প্রক্রিয়াটি চলছে। সময় কিছুটা বাড়ালে সকলেরই তা সম্পূর্ণ হবে। ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস অবশ্য মোবাইলে যাচাই প্রক্রিয়া সারতে অ্যাপও এনেছে। যথাক্রমে ‘ইন্ডিয়ানওয়েল ওয়ান মোবাইল অ্যাপ’ (IndianWell One Mobile App), ‘হ্যালো বিপিসিএল মোবাইল অ্যাপ’ (Hello BPCL Mobile App) এবং ‘এইচপি পে অ্যাপ’ (HP Pay App)। এগুলির সঙ্গে ‘আধারফেসআরডি অ্যাপ’-ও (Aadhaar FaceRD App) রাখতে হবে। 

উল্লেখ্য, গত অক্টোবরে প্রথম তেল সংস্থাগুলিকে আধার বায়োমেট্রিক আপডেট (aadhar biometric update) বা আধার যাচাইয়ের নির্দেশ দেয় তেল মন্ত্রক। এর কারণ না জানালেও সংশ্লিষ্ট মহলের মতে, ভর্তুকির ভুয়ো সংযোগ চিহ্নিত করে সরকারি অর্থের অপচয় রোখাই লক্ষ্য। সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াটি শেষ করতে বললেও, দিনক্ষণ বেঁধে না দেওয়ায় ধন্দ তৈরি হয়। তার উপর সিলিন্ডার বণ্টনকারী (ডিস্ট্রিবিউটর) সংস্থাগুলি দাবি করে, তেল সংস্থা ৩১ ডিসেম্বরের মধ্যে যাচাই সারতে বলেছে। হাতে সময় কম থাকায় গ্রাহকদের হুড়োহুড়ি শুরু হয় গ্যাসের দোকানে। ভোগান্তি চরমে ওঠে বয়স্ক এবং অসুস্থদের। যদিও সংস্থাগুলি আশ্বাস দিয়েছিল, যাচাই বাকি থাকলেও সংযোগ বিচ্ছিন্ন হবে না কিংবা বন্ধ হবে না ভর্তুকি। কারও ক্ষেত্রে তেমন ঘটেওনি। সংশ্লিষ্ট সূত্রের খবর, এখনও পর্যন্ত বিভিন্ন সংস্থার গড়ে ৫০-৭০ শতাংশ পর্যন্ত গ্রাহকের আধার পরীক্ষা শেষ হয়েছে।

এলপিজি সিলিন্ডারে ছাড়!

 আগামী সোমবার অর্থাৎ ১লা এপ্রিল থেকে নয়া নতুন অর্থবর্ষ (new financial year) শুরু হচ্ছে। তারইমধ্যে ১লা এপ্রিল থেকে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ৩০০ টাকা ছাড় মিলবে। অর্থাৎ বাজারে যে দাম পড়ছে, সেটার থেকে ৩০০ টাকার কমে রান্নার গ্যাস কিনতে পারবেন গ্রাহকরা। তবে সকলে সেই সুবিধা পাবেন না। শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা (ujjwala yojana) এর আওতাভুক্ত উপভোক্তারা সেই সুবিধা পাবেন। অর্থাৎ এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার) ক্ষেত্রে ৩০০ টাকা ছাড় পাবেন তাঁরা। ফলে  আপাতত কলকাতা ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৮২৯ টাকা। যা উজ্জ্বলা যোজনার উপভোক্তারা ৫২৯ টাকায় পাবেন। আর দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের একটি সিলিন্ডার কিনতে খরচ পড়বে যথাক্রমে ৫০৩ টাকা, ৫০২.৫ টাকা এবং ৫১৮.৫ টাকা। এই সিদ্ধান্তের ফলে দেশের কোটি-কোটি মানুষ লাভবান হবেন বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। 

এমনিতে আগেও ৩০০ টাকা পেতেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তারা। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সেই ছাড়ের মেয়াদ কার্যকর ছিল। যা বাড়িয়ে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তারা আপাতত যে দামে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কেনেন, সেই দামেই কিনতে পারবেন ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। নতুন করে ছাড়ের সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৪ সালের এপ্রিল থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File