The Kerala Story | ১২ দিনে ১৫৬ কোটি আয় 'দ্য কেরালা স্টোরি'র! কেন নিষিদ্ধ সিনেমা জানালো রাজ্য সরকার!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

বক্স অফিসে ১০০ কোটির গন্ডি ছাপিয়ে আয় করলো 'দ্য কেরালা স্টোরি' । তবুও প্রাণনাশের হুমকি পাচ্ছেন নির্মাতারা। সিনেমা নিষিদ্ধ করার কারণ ব্যাখ্যা করে সুপ্রিম কোর্টকে নোটিশ পশ্চিমবঙ্গ সরকারের।


দেশ জুড়ে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে বেশ কয়েক দিন ধরেই শুরু হয়েছে নানান তর্ক-বিতর্ক। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে নিষিদ্ধ করা হয়েছে এই ছবি। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। তবুও বক্স অফিসে (Box Office) সাফল্য পেল 'দ্য কেরালা স্টোরি'। মুক্তির ৯ দিনের মাথায় ১০০ কোটিরও বেশি আয় করে ফেলছে বিতর্কিত এই চলচ্চিত্র।

১০০ কোটিরও বেশি আয় করে ফেলছে 'দ্য কেরালা স্টোরি'
১০০ কোটিরও বেশি আয় করে ফেলছে 'দ্য কেরালা স্টোরি'

জানা গিয়েছে, মুক্তির পর প্রথম রবিবারের তুলনায় দ্বিতীয় রবিবারে এই ছবি বেশি আয় করেছে। সিনেমা মুক্তি পাওয়ার পর ৯ দিনের মাথায় ১০০ কোটির গণ্ডিতে প্রবেশ করে 'দ্য কেরালা স্টোরি'। এরপর ১২ দিনে পৌঁছাতেই ১৫৬.৮ কোটি আয় করে এই সিনেমা। কেবল রবিবারেই এই ছবির মোট আয় ২৩.৭৫ কোটি টাকা যা, এখনও পর্যন্ত সিনেমার ক্ষেত্রে একদিনের নিরিখে সবচেয়ে বেশি আয়।

Trending Updates
১২ দিনে আয় ১৫৬.৮ কোটি
১২ দিনে আয় ১৫৬.৮ কোটি

উল্লেখ্য, 'দ্য কেরালা স্টোরি' মুক্তি পাওয়ার আগের থেকেই নানা জল্পনা শুরু হয়। সিনেমা মুক্তির পর প্রদর্শন নিষিদ্ধ করে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ছবির নির্মাতাদের প্রশ্ন, কেন এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল? পশ্চিমবঙ্গ সরকারের এহেন সিদ্ধান্ত নিয়ে সরব হয়ে ওঠে প্রায় গোটা রাজনৈতিক মহল থেকে শুরু করে সিনেমা জগৎ। এরপরেই এই সিদ্ধান্তের যৌক্তিকতা কী জানতে চেয়ে রাজ্যের কাছে নোটিশ চেয়ে পাঠায় সুপ্রিম কোর্ট।

কেন 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করা হয়েছে জানালো পশ্চিমবঙ্গ সরকার
কেন 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করা হয়েছে জানালো পশ্চিমবঙ্গ সরকার

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে (Chief Justice DY Chandrachud) নোটিশ দিয়ে রাজ্য সরকারের বক্তব্য, 'দ্য কেরালা স্টোরি' সিনেমায় উসকানিমূলক তথ্যের উপর ভিত্তি করে ঘৃণা ছড়ানোর মতো বক্তব্য রয়েছে। যাতে সাম্প্রদায়িক শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের আশঙ্কা, এই সিনেমা প্রদর্শন করলে হিংসা ছড়াতে পারে। এছাড়াও এই নোটিশে জানানো হয়, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে বেশি ওয়াকিবহাল।

সুপ্রিম কোর্টকে নোটিশ দিল রাজ্য সরকার
সুপ্রিম কোর্টকে নোটিশ দিল রাজ্য সরকার

বেশ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ‘দ্য কেরালা স্টোরি’ -এর প্রদর্শন নিষিদ্ধ করার কথা বলেন। তিনি আরও বলেন, এই সিনেমা ভুল তথ্য পরিবেশন করছে যার ফলে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।

সিনেমায় পরিবেশিত ভুল তথ্যের জন্য শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রীর
সিনেমায় পরিবেশিত ভুল তথ্যের জন্য শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে ‘দ্য কেরালা স্টোরি’-র পরিচালক সুদীপ্ত সেন (Sudipta Sen) আগেই জানান, ছবি মুক্তির আগের থেকেই প্রাণনাশের হুমকি পান টিমের এক  সদস্য। পরে সিনেমার অভিনেত্রী অদা শর্মা (Adah Sharma) এক সাক্ষাৎকারে জানান এই মৃত্যুর হুমকি পেয়েছেন ছবির প্রযোজকও। অভিনেত্রী এক সাংবাদিক সাক্ষাৎকারে বলেন, বারবার প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রযোজকের ফাঁসি হওয়ার বিষয়েও হুমকি দেওয়া হয়। তবে এই ঘটনায় ভয় পেলেও সারা বিশ্ব জুড়ে যে সুখ্যাতি পাচ্ছেন তার জন্যই মনোবল বৃদ্ধি পাচ্ছে বলে দাবি অদা শর্মার।

প্রাণনাশের হুমকি পাচ্ছেন ছবি নির্মাতারা
প্রাণনাশের হুমকি পাচ্ছেন ছবি নির্মাতারা

 বারবার হুমকি দিচ্ছিল এবং সেটা প্রকাশ্যে হুমকি ছিল। প্রযোজকের ফাঁসি হওয়ার বিষয়েও কথা উঠেছিল। প্রকাশ্যে মৃত্যুর হুমকি পাওয়াটা সত্যিই ভয়ের বিষয়। তবে আমি সারা বিশ্ব থেকে এত ভালোবাসা পাচ্ছি, তাই আমার মনে হচ্ছে আমার চারপাশে একটি অদৃশ্য রক্ষাকবচ রয়েছে।

অদা শর্মা
হুমকি পেয়েও দর্শকদের থেকে ভালোবাসা পেয়ে সুরক্ষিত বোধ করছেন বলে জানালেন অদা শর্মা
হুমকি পেয়েও দর্শকদের থেকে ভালোবাসা পেয়ে সুরক্ষিত বোধ করছেন বলে জানালেন অদা শর্মা

সম্প্রতি, পরিচালক সুদীপ্ত সেন এবং অভিনেত্রী অদা শর্মার করিমনগরে এক হিন্দু একতা যাত্রায় যোগদান করার কথা ছিল। তবে, একটি পথ দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়ে পড়েন তারা। পরে যদিও ভক্তদের জন্য টুইট করে নিজের শারীরিক সুস্থতার আপডেট দেন অভিনেত্রী।

সলমন খানের ছবিকে পিছনে ফেলে রেকর্ড যায় 'দ্য কেরালা স্টোরি'র
সলমন খানের ছবিকে পিছনে ফেলে রেকর্ড যায় 'দ্য কেরালা স্টোরি'র

 দেশ জুড়ে নিয়ে নানান বিতর্ক উঠলেও, প্রদর্শন নিষিদ্ধ করলেও, ছবি নির্মাতাদের হুমকি দিলেও বক্স অফিসে রেকর্ড গড়লো 'দ্য কেরালা স্টোরি'। সূত্রের খবর, রবিবার বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' হিন্দি ভাষার অঞ্চলে ৫৪.৬৮ শতাংশ বুকিং পেয়েছিল। দ্বিতীয় শনিবার হিন্দিভাষী অঞ্চলে এই ছবির টিকিট বুকিংয়ের পরিমাণ ছিল ৪৫.৬০ শতাংশ। সম্প্রতি সলমন খানের (Salman Khan) ছবি প্রেক্ষাগৃহে ১০৭.৭১ কোটি টাকার ব্যবসা করে দৌড় শেষ করেছে। তবে সেই ছবির আয়কেও পিছনে ফেলে দিয়েছে 'দ্য কেরালা স্টোরি'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File