Blast in Kamarhati : কামারহাটিতে ভয়াবহ বিস্ফোরণ, ২ জন গুরুতর আহত
Key Highlightsমঙ্গলবার সকাল ১১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের আওয়াজ ও চারিদিকে ধোঁয়া দেখে আতঙ্কটা ছড়িয়ে পরে।
আজ ১০ই জানুয়ারি, হাতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে কামারহাটিতে বিস্ফোরণের ঘটনা। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, আজ সকাল ১১টা নাগাদ পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি গ্যাস ফিলিংয়ের দোকান থেকে একটি বিকট আওয়াজ শুনতে পান স্থানীয়রা। আচমকা এই ঘটনার পর তাঁরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন দোকানে বিস্ফোরণ হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দু’জন আহত হয়েছে।
সময় নষ্ট না করে তড়িঘড়ি আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু, কীভাবে বিস্ফোরণ এখনও তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
তবে ওই দোকানে গ্যাস ভর্তির কাজ করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফলে সেখান থেকে বিস্ফোরণ ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনাটি ঘটেছে খড়দা ও কামারহাটি থানার মোড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে দুই থানার পুলিশ।








