USA Flight: তড়িঘড়ি করে নামানো হলো সব বিমান! নিয়ন্ত্রণ ব্যবস্থায় গোলমালের জন্য জরুরি সিদ্ধান্ত
Wednesday, January 11 2023, 11:56 am
Key Highlightsদ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-তার সিস্টেমে একটি বড় ব্যাঘাতের কারণে "অনির্দিষ্টকালের জন্য" মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত বিমান পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
গত ১০ই জানুয়ারি 'দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন' -এ প্রথম প্রযুক্তিগত গোলমাল ধরা পড়ে। কিন্তু এ বার আরও বড়সড় গোলযোগ ধরা পড়ায় ‘অনির্দিষ্টকালের’ জন্য সমস্ত বিমান পরিষেবা স্থগিত করে দেওয়া হল বলে ওই প্রতিবেদনগুলিতে দাবি করা হয়েছে।
স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তিগত ত্রুটির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবং বিপদের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে সমস্ত বিমান নামানো হয়েছে।

- Related topics -
- আন্তর্জাতিক
- বিমান
- বিমান পরিষেবা
- মার্কিন যুক্তরাষ্ট্র








