Aadhar Card | বাড়ানো হলো আধার কার্ড আপডেট করার সময়! আজই সংশোধন করে নিন আধার কার্ড!

Friday, June 16 2023, 1:38 pm
highlightKey Highlights

আধার কার্ড আপডেট করার সময়সীমা ছিল ১৪ই জুন পর্যন্ত, যা বাড়ানো হলো আরও তিন মাস।


ভারতীয়দের চিন্তা কমালো কেন্দ্র সরকার। বাড়ানো হলো আধার কার্ড আপডেট (Aadhar Card Update) করার সময়সীমা। সম্প্রতি সরকারের তরফ থেকে জানানো হয়, ১৪ই জুনের মধ্যে আধার কার্ড আপডেট করতে হবে। পড়ি কি মরি অনেকেই সেই সময়ের মধ্যে আধার কার্ড আপডেট করেছেন। তবে অনেকেই সেই সময়সীমার মধ্যে কাজ সারতে পারেননি। ফলে বেশ চিন্তায় ছিলেন বহু ভারতবাসী। সেই চিন্তায় দূর করতে এবার আধার কার্ড সংশোধনের সময়সীমা বাড়ালো সরকার।

বাড়ানো হলো আধার কার্ড আপডেট করার সময়সীমা
বাড়ানো হলো আধার কার্ড আপডেট করার সময়সীমা

ইউডিএআই (UIDAI) জানিয়েছে, ১৪ই জুন পর্যন্ত আধার কার্ড সংশোধনের জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তা বাড়িয়ে আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এই সময় সীমার মধ্যে আধার কার্ড হোল্ডাররা পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ আপলোড করতে পারবেন আধার কার্ডে। ইউডিএআই দ্বারা প্রকাশিত সময়সীমার মধ্যে আধার কার্ড হোল্ডাররা  আধার কার্ড আপডেট করতে পারবেন। 

আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়িয়ে আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে
আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়িয়ে আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে

সিএসসি (CSC) আপডেট করতে হলে ইউডিএআই ওয়েবসাইট অনুসারে, আপনার আধার কার্ডের তথ্য সঠিক রাখতে বিনামূল্যে কার্ড আপডেট করতে যেতে হবে  https://myaadhaar.uidai.gov.in এই লিঙ্কে। তবে সিএসসি কেন্দ্রে আপডেট করার জন্য লাগবে ২৫ টাকা চার্জ।

ইউডিএআই-তে বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারেন 
ইউডিএআই-তে বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারেন 

কীভাবে আধার কার্ড আপডেট করবেন? How to Update Aadhaar Card?

  • ১. প্রথমে আপনাকে ইউডিএআই  myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • ২. এই ওয়েবসাইটে গিয়ে লগইন করুন ও নাম বা লিঙ্গ বা জন্ম তারিখ এবং ঠিকানা বিকল্প নির্বাচন করুন।
  • ৩. এরপর নির্বাচন করুন আধার আপডেটের বিকল্প।
  • ৪. এবার প্রয়োজন মতো ঠিকানা বা অন্যান্য তথ্য আপডেট করার বিকল্পটিতে ক্লিক করুন।
  • ৫. এরপর স্ক্যান কপি আপলোড করে, জনসংখ্যার তথ্য আপলোড করুন।
  • ৬. এবার পেমেন্ট করে একটি নম্বর পাবেন। এই নম্বরটি যত্নে রাখুন। এটি পরবর্তীকালে আধার কার্ড স্ট্যাটাস চেক করার কাজে লাগবে।
আধার কার্ড আপডেট করার পর সেটি ট্র্যাকও করতে পারবেন অনলাইনে 
আধার কার্ড আপডেট করার পর সেটি ট্র্যাকও করতে পারবেন অনলাইনে 

আধার কার্ড আপডেট স্ট্যাটাস কীভাবে ট্রাক করবেন? How to Track Aadhaar Card Update Status?

আধার কার্ড সফলভাবে আপডেট করার পর একটি নম্বর আসবে, যা পরিচিত ইউআরএন (URN) নামে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএসের (SMS) মাধ্যমে এই নম্বর পাঠানো হবে। এরপর আধার কার্ডের আপডেট স্ট্যাটাস চেক করতে আপনাকে যেতে হবে  https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/checkupdatestatus ওয়েবসাইটে।

১০ বছর অন্তর ইউআইডিআই আধার কার্ড আপডেট করার পরামর্শ দেওয়া হয়ে থাকে
১০ বছর অন্তর ইউআইডিআই আধার কার্ড আপডেট করার পরামর্শ দেওয়া হয়ে থাকে

ইউআইডিআই জানিয়েছে, বিয়ে হয়ে যাওয়ার পর মহিলাদের নামের পদবি, ঠিকানা অনেক গুরুত্বপূর্ণ জিনিসই বদলে যায়। কেবল মহিলাদের ক্ষেত্রেই নয়, অনেক সময় এমনিও অনেকের ঠিকানা ও পদবি বদলে যায়। ফলে ১০ বছর অন্তর ইউআইডিআই আধার কার্ড আপডেট করার পরামর্শ দিয়ে থাকেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File