রাজ্য

বেআইনিভাবে বাড়ি নির্মাণ! অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙার নির্দেশ হাই কোর্টের

বেআইনিভাবে বাড়ি নির্মাণ! অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙার নির্দেশ হাই কোর্টের
Key Highlights

গত বছর জুলাই মাসে বেআইনি ভাবে বাড়ি নির্মাণ করার অভিযোগে লুৎফারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। মামলাটি করেন মমতা মণ্ডল।

বজবজের তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তিনতলা বাড়িটি বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ লুৎফার হোসেনের। অভিযোগ ওঠে, ওই বাড়িটি তৈরি করার জন্য তিনি বেআইনি ভাবে কবরখানা এবং রাস্তা দখল করেন।

গত বছর জুলাই মাসে বেআইনি ভাবে বাড়ি নির্মাণ করার অভিযোগে লুৎফারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে

এই মামলাটি দায় করে মমতা মণ্ডল হাইকোর্টের কাছে আবেদনে জানান, পুরসভার অনুমতি ছাড়াই ওই ভবনটি নির্মাণ করা হয়েছে। সেখানে একটি নার্সিংহোম তৈরি হবে বলা হয়। কিন্তু সরকারি জায়গার উপর কেন কোনও ব্যক্তিগত সম্পত্তি গড়ে উঠবে। তা ছাড়া ওই নির্মাণটি গড়ার জন্য উপযুক্ত কোনও পরিকল্পনা নেওয়া হয়নি পুরসভার কাছে। মামলাকারীর বক্তব্যের সত্যতা রয়েছে বলে আদালতকে জানান ওই পুরসভার একজিকিউটিভ অফিসার। হাই কোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ ওই ভবনটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।

মামলাকারীর আইনজীবী নিতাইচন্দ্র সাহা বলেন, "ওই নির্মাণটি যে আইন মেনে করা হয়নি আদালতের কাছে তা পরিষ্কার হয়ে যায়। তাই দুই মাসের মধ্যে ওই নার্সিংহোমটি ভাঙার নির্দেশ দিয়েছে আদালত। তার পর এই বিষয়ে ফের শুনানি হবে।"


Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Earthen Pot | গরমে ফ্রিজের জল না খেয়ে মাটির কলসিতে রাখা জল খান! শরীর ঠান্ডা হওয়ার সঙ্গে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতাও!
West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali