রাজ্য

Calcutta HC: কাঁথি পুরভোট মামলায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবে CFSL, নির্দেশ দিল হাই কোর্ট

Calcutta HC: কাঁথি পুরভোট মামলায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবে CFSL, নির্দেশ দিল হাই কোর্ট
Key Highlights

রাজ্য নির্বাচন কমিশনকে কোলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে সিএফএসএল-কে কাঁথির পুরভোটের সমস্ত সিসিটিভি ফুটেজ জমা করতে হবে।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ কাঁথি পুরভোটে ছাপ্পা ভোট হয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজের ফরেন্সিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। 

প্রসঙ্গত, কাঁথিতে পুরসভার ভোটের দিন ছাপ্পা, বুথ দখল ও অশান্তির অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু। গত ১১ই মার্চ ওই মামলার শুনানি-পর্বে সিসিটিভি ক্যামেরার ফরেন্সিক পরীক্ষা প্রয়োজন বলে মত প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি শ্রীবাস্তব।

‘সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি’ (CFSL)-কে আগামী ১০ দিনের মধ্যে কাঁথির পুরভোটের সমস্ত সিসিটিভি ফুটেজ দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, বড় মাত্রায় বুথ দখল বা রিগিং হয়েছে কি না, দেখবে সিএফএসএল।

প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ছ’সপ্তাহের মধ্যে সিসিটিভি ফুটেজ পরীক্ষার কাজ শেষ করতে হবে সিএফএসএল-কে। এর পর তারা রাজ্য নির্বাচন কমিশনকে ‘মুখবন্ধ খামে’ এ বিষয়ে রিপোর্ট জমা দেবে। অতঃপর রাজ্য নির্বাচন কমিশনকে সেই রিপোর্ট আদালতের কাছে পেশ করতে হবে।