আন্তর্জাতিক

Bird Flu H5N1 | বিশ্বজুড়ে কোভিডের চেয়েও ১০০ গুণ ভয়ংকর মহামারীর আশঙ্কা! ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে বার্ড ফ্লুর H5N1 প্রজাতির স্ট্রেইন!

Bird Flu H5N1 | বিশ্বজুড়ে কোভিডের চেয়েও ১০০ গুণ ভয়ংকর মহামারীর আশঙ্কা! ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে বার্ড ফ্লুর H5N1 প্রজাতির স্ট্রেইন!
Key Highlights

পুরো বিশ্ব এখনও করোনাভাইরাস মহামারি থেকে পুরোপুরি বেরিয়ে আসেনি। এরই মধ্যে এখন H5N1 অর্থাৎ বার্ড ফ্লু মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখছেন বিজ্ঞানীরা। এই ভাইরাসে সংক্রামিত প্রতি ১০০ জন রোগীর মধ্যে ৫২ জনেরই মৃত্যু হয়েছে।

কোভিডের পর ফের ভয়াবহ মহামারীর আশঙ্কা! তবে কোভিডের চেয়েও ১০০ গুণ ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বার্ড ফ্লুর H5N1 প্রজাতির স্ট্রেইন! বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু-র এই স্ট্রেইনের মারণ ক্ষমতা কোভিডের কয়েকশো গুণ বেশি। এমনকি এর মারণ হার ৫০ শতাংশ। আগামিদিনে এই বার্ড ফ্লু হু হু করে ছড়াবে তা একপ্রকার নিশ্চিতও করেছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ‌্যান্ড প্রিভেনশন (CDC)। এমনকি ভারতে বার্ড ফ্লু (bird flu in india) সংক্রমণও বাড়বে বলে দুশ্চিন্তা তৈরী হয়েছে।

বার্ড ফ্লুর এইচফাইভএনওয়ান । Bird Flu H5N1 :

সম্প্রতি কয়ের হাজার আন্টার্কটিক পেঙ্গুইনের মৃত্যু রহস্যের কিনারা করতে গিয়ে আমেরিকার টেক্সাসের গবেষকরা দেখেন, এর পিছনে রয়েছে বার্ড ফ্লু-র এইচ৫এন১ স্ট্রেন। এর পরই জানা যায়, সেখানকার একটি গবাদিপশুর খামারেও বার্ড ফ্লু ছড়িয়েছে। গরুর শরীর থেকে সংক্রমিত ওই ভাইরাসে আক্রান্ত হন এক খামার কর্মী। তাঁকে আইসোলেশনে রাখা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। যদিও এই আবহে পিটসবার্গের বিশিষ্ট বার্ড ফ্লু বিশেষজ্ঞ ড. সুরেশ কুচিপুড়ি সতর্ক করেছেন, এই H5N1 ফ্লু মানুষ সহ ব্যাপক সংখ্যায় স্তন্যপায়ীদের সংক্রামিত করতে পারে। তিনি আরও বলেন, এটা এমন কোনও ভাইরাস নয় যার সংক্রমণ এখনও শুরু হয়নি। বরং বিশ্বজুড়ে এই ভাইরাস বর্তমান। এমনকি এই ভাইরাসের জেরে সংক্রমণ শুরুও হয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে, এই ভাইরাসে সংক্রামিত প্রতি ১০০ জন রোগীর মধ্যে ৫২ জনেরই মৃত্যু হয়েছে। হু (WHO)-এর তথ্য অনুযায়ী, ৮৮৭ জন বার্ড ফ্লু আক্রান্তের মধ্যে ৪৬২ জনই প্রাণ হারিয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই সরাসরি পাখি থেকে সংক্রমিত পেয়েছিলেন।

আরো পড়ুন: আজকের রাজনীতির খবর  

 বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা এ বিষয়েই সতর্ক করে জানিয়েছেন যে বার্ড ফ্লু মহামারী করোনার চেয়ে ১০০ গুণ বেশি বিপজ্জনক হতে পারে এবং এর ফলে সংক্রামিতদের ৫০ শতাংশের মৃত্যুও হতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, এইচফাইভএনওয়ান ভাইরাস কোভিড-১৯-এর চেয়ে বহুগুণ বেশি ধ্বংসাত্মক হতে পারে। ব্রিটেন ভিত্তিক ট্যাবলয়েড ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্ড ফ্লুর এইচফাইভএনওয়ান স্ট্রেন ভাইরাস বিশ্বব্যাপী মহামারি হয়ে উঠতে পারে। এমনটাই নাকি ইঙ্গিত দিয়েছেন ভাইরাস নিয়ে গবেষণাকারী বিজ্ঞানীরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই গরু, বিড়াল এবং মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে বেশ কিছু এইচফাইভএনওয়ান সংক্রমণ পাওয়া গিয়েছে। এই ভাইরাস এখন দ্রুতগতিতে মানুষের মধ্যেও ছড়াতে শুরু করেছে। সম্প্রতি, টেক্সাসে ঘটে যাওয়া একটি ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ।

বার্ড ফ্লুর এইচফাইভএনওয়ান-র লক্ষণ :

এই ভাইরাসের লক্ষণ হলো- জ্বর, কাশি, গলা ব্যথা, পেশী ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা, ডায়রিয়া, বমি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ইত্যাদি।

বার্ড ফ্লুর এইচফাইভএনওয়ান থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন?

  • সংক্রামিত পাখির সংস্পর্শ এড়িয়ে চলুন
  •  মৃত পাখি স্পর্শ করবেন না।
  •  পোল্ট্রি পণ্য পুঙ্খানুপুঙ্খভাবে রান্না করুন।
  •  ঘন ঘন হাত ধোবেন।
  •  কাশি বা হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখুন।
  •  আপনি অসুস্থ হলে, একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং অন্য ব্যক্তিদের থেকে দূরে থাকুন।

কীভাবে মানবশরীরে বার্ড ফ্লু ছড়ায়?

মূলত, পোলট্রি ফার্মে যাঁরা কাজ করেন এবং মুরগির মাংস বিক্রি করেন, তাঁদের প্রাথমিকভাবে বার্ড ফ্লু-তে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। আর একজন সংক্রমিত হলে তাঁর সংস্পর্শে আসা অন্য ব্যক্তিও সংক্রমিত হতে পারে। সাধারণত হাত থেকে সংক্রমণ ছড়ায়।

বার্ড ফ্লু-র চিকিৎসা :

বার্ড ফ্লু-র উপসর্গ দেখা দিলে প্রথমেই নিজেকে সকলের থেকে আলাদা করে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক চিকিৎসায় নিরাময় না হলে হাসপাতালে ভর্তি হয়ে যথাযথ চিকিৎসা নেওয়া জরুরি।

আরো পড়ুন: Health tips in bangla

ভারতে বার্ড ফ্লু । Bird flu in India :

কেবল বিদেশেই নয়, ইতিমধ্যে ভারতে ফ্লু (flu in india) ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশের নেল্লোড় জেলার দুটি গ্রামে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়েছে বার্ড ফ্লু। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, লোকজনের বাস রয়েছে এমন এলাকার ১ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত আগামী তিন মাস মুরগির মাংস বিক্রির দোকান বন্ধ থাকার নির্দেশিকা জারি করেছে পুলিশ-প্রশাসন। এছাড়া ১০ কিলোমিটার পর্যন্ত এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আগামী তিনদিন এই এলাকার মুরগির মাংসের দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছেন নেল্লোর জেলার পশুপালন দফতরের যুগ্ম অধিকর্তা বি মহেশ্বরুদু। হাই অ্যালার্ট জারি করা হয়েছে নেল্লোরে। সংলগ্ন জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় সতর্ক না হলে ভারতে ফ্লু (flu in india) আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, মানুষের মধ্যে বার্ড ফ্লু শনাক্ত করা কঠিন। ২০২০ সাল থেকে, বার্ড ফ্লু ভাইরাস বিভিন্ন দেশে কুকুর, বিড়াল, ভাল্লুক এমনকি সীলের মতো প্রাণীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। সাবেক সিডিসি মহামারী বিশেষজ্ঞ ডাঃ আলী খান এ প্রসঙ্গে বলেছেন, আমেরিকান প্রাণীদের মধ্যে এই রোগ শনাক্ত করা সহজ নয়। ১৯৯৭ সালে হংকংয়ে ছড়িয়ে পড়ার সময় এই বার্ড ফ্লু ভাইরাসটি প্রথম মানুষের জন্য হুমকি হতে পারে, তা জানা গিয়েছিল। এরপর ভারতে বার্ড ফ্লু ২০২১(bird flu in india 2021) সালে ভয়াবহ আকার ধারণ করেছিল। এবার গোটা বিশ্বে বার্ড ফ্লুর H5N1 প্রজাতির স্ট্রেইন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।