মহানগরীতে এবার থেকে চালু হচ্ছে নীল-সাদা অটো, নতুন নীতি আনছে পরিবহণ দফতর

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

পরিবহণ দফতর সূত্রে খবর, কলকাতা সহ শহরতলিতে চলাচল করা অটোগুলির রং হবে নীল-সাদা।


নতুন নীতি আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। সেই নীতিতে কলকাতা সহ বিভিন্ন শহরতলি এলাকায় অটোর জন্য কিছু নতুন বিধিনিষেধ চালু করবে পরিবহণ দফতর। দফতর সূত্রে খবর ,নতুন এই নিয়মে কলকাতা ও শহরতলিতে চলাচল করা অটোগুলিকে নতুন রং করতে নির্দেশ দেওয়া হবে।

পরিবর্তনের ছোঁয়া আসছে অটোর রঙেও

পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, আপাতত সব কিছুই পরিকল্পনার স্তরে রয়েছে। তবে চলতি বছর শেষ হতে হতে এই নির্দেশ পুরোপুরি কার্যকর করা হতে পারে।

Trending Updates

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে অটোগুলির উপর নির্দিষ্ট বিধি-নিষেধ চালু করার দাবি উঠছে যাত্রীদের তরফে। সেই অনুযায়ী পরিবহণ দফতর পদক্ষেপ শুরু করেছে গত বছর থেকে। সেই সূত্রেই নতুন কিছু পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অটোর বর্তমান রং বদল করার বিষয়টি মাথায় এসেছে পরিবহণ-কর্তাদের। বর্তমানে অটোর রং সবুজ-হলুদ। সেই সব অটোর রং বদলে ফেলে নীল-সাদা করা হবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় রং সাদা নীল। যে কারণে রাজ্যের বেশির ভাগ প্রশাসনিক ভবনের রং নীল-সাদা করে দেওয়া হয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File