শহর কলকাতা

Sector Five Kolkata | কাটতে চলেছে দৈনন্দিন যানজটের সমস্যা! চিংড়িঘাটা-নিউটাউন উড়ালপুলের জন্য বরাদ্দ ৭০০ কোটি! পুজোর আগেই দরপত্র!

Sector Five Kolkata | কাটতে চলেছে দৈনন্দিন যানজটের সমস্যা! চিংড়িঘাটা-নিউটাউন উড়ালপুলের জন্য বরাদ্দ ৭০০ কোটি! পুজোর আগেই দরপত্র!
highlightKey Highlights

চিংড়িহাটা-নিউটাউন উড়ালপুল তৈরির জন্য আগেই পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র মিলেছিল। এবার পুজোর আগেই ডাকা হতে পারে দরপত্র। অফিস যাত্রীদের চিংড়িঘাটা হয়ে সেক্টর ফাইভ কলকাতা, নিউটাউন যাতায়াতের পথ হবে মসৃন।

অফিস টাইমেও সেক্টর ফাইভ, কলকাতা (Sector Five Kolkata) যাওয়ার জন্য পড়তে হবে না যানজটে। যেসকল অফিস কর্মী দৈনন্দিন চিংড়িঘাটা (Chingrighata) হয়ে নিউটাউন (Newtown) যান তাদের বেশ সমস্যায় ভুগতে হয়। তবে এবার এই মুশকিল আসন করতে চলেছে সরকার। তৈরী হবে চিংড়িঘাটা থেকে নিউটাউন পর্যন্ত নতুন উড়ালপুল (Chingrighata to Newtown Flyover)। যার জন্য পুজোর আগেই দরপত্র ডাকা হতে চলেছে বলে খবর।

তৈরী হবে চিংড়িঘাটা থেকে নিউটাউন পর্যন্ত নতুন উড়ালপুল

কেএমডিএও পূর্ত দফতর (KMDAO Public Works) সূত্রে খবর, চিংড়িহাটা থেকে নিউটাউন পর্যন্ত নতুন উড়ালপুল নির্মাণের কাজ শুরু হতে চলেছে শীঘ্রই। এই নির্মাণ কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৭০০ কোটি টাকা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চিংড়িঘাটা থেকে মহিষবাথান পর্যন্ত প্রস্তাবিত উড়ালপুলটি হবে চার লেনের। যার এক একটির দৈর্ঘ্য হবে লম্বায় হবে ৬ কিমি। উল্লেখ্য, কর্মদিনে সকাল থেকেই চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ কলকাতা (Sector Five Kolkata) বা নিউটাউন যাওয়ার জন্য হাজার হাজার যাত্রীকে যানজটের সমস্যায় ভুগতে হয়। যার ফলে চিংড়িঘাটা থেকে বাইপাস হয়ে গোটা শহরেই যানজটের চাপ পরে। তবে এই উড়ালপুল নির্মাণ হয়ে গেলে সাধারণ মানুষদের বেশ সুবিধা হবে বলেই আশা।

চিংড়িহাটা থেকে নিউটাউন পর্যন্ত নতুন উড়ালপুল নির্মাণের কাজ শুরু হতে চলেছে শীঘ্রই

কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত হবে চিংড়িঘাটা- নিউটাউন উড়ালপুল? । From Where to How far will Chingrighata-Newtown Flyover Extend?

সূত্র মারফত খবর, এই উড়ালপুল চিংড়িঘাটা থেকে শুরু হয়ে নিকোপার্ক (Nicco Park) থেকে ডান দিকে ঘুরে সেক্টর ফাইভের কাছে (Sector Five Kolkata) মহিষবাথানে গিয়ে নামবে। এই উড়ালপুল থেকে ২টি র‍্যাম্প নামবে। একটি র‍্যাম্প নামবে কলেজ মোড়ের দিকে। অন্যটি নামবে গোদরেজ ওয়াটার সাইডের দিকে। কলেজ মোড়ের দিকে যে র‍্যাম্প নামবে সেটি দিয়ে উড়ালপুল থেকে নামা যাবে। অন্যদিকে, গোদরেজ ওয়াটার সাইডের দিকে যে র‍্যাম্প নামবে তা দিয়ে উড়ালপুলে ওঠা যাবে।এই উড়ালপুলের ফলে চিংড়িহাটা থেকে নিউটাউন যাওয়ার জন্য নিকো পার্ক এবং নলবন ক্রসিংয়ের থমকে থাকতে হবে না সাধারণ মানুষকে। এছাড়াও নিউ টাউন হয়ে সেক্টর ফাইভে (Sector Five Kolkata) প্রবেশ করাও অনেকাংশে সহজ হতে চলেছে।

চিংড়িহাটা থেকে নিউটাউন, এই উড়ালপুলটি নির্মাণের দায়িত্ব প্রাথমিকভাবে কলকাতা মেট্রোপলিটন উন্নয়ন কর্তৃপক্ষ–কেএমডিএ-কে দেওয়া হয়। তবে পরে এই দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। এই উড়ালপুল তৈরির জন্য দীর্ঘদিন ধরেই সচেষ্ট ছিল রাজ্যের নগরায়ণ দফতর। ইতিমধ্যেই কেএমডিএ’র তরফে তৈরি করা হয়েছে বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর। যা এবার তুলে দেওয়া হবে পূর্ত দফতরের হাতে। যেহেতু এই উড়ালপুল পূর্ব কলকাতা জলাভূমির পাশ দিয়ে যাবে, তাই এই প্রকল্পের ব্যাপারে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক থেকে ছাড়পত্র নিতে হয়েছে। আগে এই ধরণের প্রকল্প হলে রাজ্যকে কেন্দ্রের তরফে অর্থ সাহায্য করা হত। তবে রাজ্যের অভিযোগ এখন কেন্দ্রের তরফে আর কোনও সাহায্য করা হচ্ছে না। ফলে এই অবস্থায় এই প্রকল্পের জন্য সমস্ত অর্থনৈতিক দায়ভার সামলাতে হবে রাজ্যকেই।

জানা গিয়েছে, ডিপিআর-টি খড়গপুর আইআইটি-কে দিয়ে পরীক্ষা করানো হতে পারে। যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে এই উড়ালপুলটি তৈরির জন্য টেন্ডার করা হতে পারে পুজোর আগে। এই চিংড়িহাটা-নিউটাউন উড়াপুলটি তৈরি করতে খরচ হতে পারে প্রায় ৭০০ কোটি টাকা।

উল্লেখ্য, বাংলায় বিনিয়োগ বৃদ্ধি করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ১২ই সেপ্টেম্বর অনেকটা এই লক্ষ্যেই তিনি পাড়ি দিয়েছেন স্পেনে (Spain)। মূলত রাজ্যের উন্নয়নের ছবি তিনি বিশ্ব দরবারে তুলে ধরতে চাইছেন। যার মধ্যে অবশ্যই অন্যতম স্থান রয়েছে বাংলার পরিবহণ ব্যবস্থার। কারণ যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যের জন্য অন্যতম প্রয়োজনীয়। তবে সেক্ষেত্রে আগামীদিনে বাংলার অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এই উড়ালপুলের নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অফিস কর্মীদের যেমন চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ (Sector Five Kolkata) যাতায়াতে সুবিধা হবে তেমনই এই উড়ালপুল বাণিজ্যের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা। যদিও কতদিনে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।


Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo