লাইফস্টাইল

Lunar Eclipse: আজ বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ, বন্ধ তারাপীঠ!

Lunar Eclipse: আজ বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ, বন্ধ তারাপীঠ!
Key Highlights

চাঁদ যখন পৃথিবীর ছায়ায় চলে যায় তখন চন্দ্রগ্রহণ হয়। এটি তখনই ঘটতে পারে যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ অন্য দুটির মধ্যে পৃথিবীর সাথে ঠিক বা খুব ঘনিষ্ঠভাবে সারিবদ্ধ থাকে, যা শুধুমাত্র পূর্ণিমার রাতে ঘটতে পারে যখন চাঁদ চন্দ্র নোডের কাছাকাছি থাকে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তা দৃশ্যমান হবে। সবশেষে সন্ধে নামলেই আকাশে দেখা যায় লাল চাঁদ; আর গ্রহণের সময়ে বন্ধ থাকবে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ (Tarapith Temple)। মঙ্গলবার সকালে তারাপীঠ মন্দির কমিটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আজ গ্রহণ-এর সময় বন্ধ থাকবে তারাপীঠ মন্দিরের প্রবেশদ্বার।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসেবনিকেশ অনুযায়ী, কলকাতায় পূর্ণগ্রাস গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। ৮ই নভেম্বর বিকেল ৪টে ৫২ মিনিট থেকে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত চলবে গ্রহণ। সবচেয়ে ভাল দৃশ্য দেখা যাবে ৪টে ৫৫এ। এই সময়ে বন্ধ থাকবে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৪টে ৪৯ থেকে থেকে সন্ধে ৬টা ১৯ মিনিট পর্যন্ত তা বন্ধ রাখা হবে। তবে মন্দিরের দরজা বন্ধ হবে আরও আগেই – বিকেল ৩টে ৪৫ মিনিটে। অর্থাৎ এরপর থেকে সন্ধে প্রায় সাড়ে ছ’টা পর্যন্ত তারাপীঠ মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন না ভক্তরা। পুজো দেওয়ার জন্যও অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য শাস্ত্রমতে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময়ে এমনিতেও শুভ কাজ হয় না, পুজোপাঠও বন্ধ থাকে। সেইমতো প্রতি গ্রহণেই তিথি-ক্ষণ মেনে ওই সময়টুকুতে মন্দিরের গর্ভগৃহ বন্ধ রেখে পুজোয় সাময়িক বিরতি দেয় তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। মঙ্গলবার আবার বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তার গুরুত্ব খানিকটা হলেও পৃথক। তাই এই সময়ের মধ্যে মন্দির ভক্ত ও সেবাইতদের প্রবেশও নিষিদ্ধ করছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। বদলে হবে সন্ধ্যারতির সময়ও। গ্রহণের পর স্নান, শীতল রাজবেশ, আরতি সম্পন্ন হবে। তারপরে দর্শনের জন্য গর্ভগৃহ খুলবে।


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download