লাইফস্টাইল

Lunar Eclipse: আজ বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ, বন্ধ তারাপীঠ!

Lunar Eclipse: আজ বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ, বন্ধ তারাপীঠ!
Key Highlights

চাঁদ যখন পৃথিবীর ছায়ায় চলে যায় তখন চন্দ্রগ্রহণ হয়। এটি তখনই ঘটতে পারে যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ অন্য দুটির মধ্যে পৃথিবীর সাথে ঠিক বা খুব ঘনিষ্ঠভাবে সারিবদ্ধ থাকে, যা শুধুমাত্র পূর্ণিমার রাতে ঘটতে পারে যখন চাঁদ চন্দ্র নোডের কাছাকাছি থাকে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তা দৃশ্যমান হবে। সবশেষে সন্ধে নামলেই আকাশে দেখা যায় লাল চাঁদ; আর গ্রহণের সময়ে বন্ধ থাকবে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ (Tarapith Temple)। মঙ্গলবার সকালে তারাপীঠ মন্দির কমিটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আজ গ্রহণ-এর সময় বন্ধ থাকবে তারাপীঠ মন্দিরের প্রবেশদ্বার।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসেবনিকেশ অনুযায়ী, কলকাতায় পূর্ণগ্রাস গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। ৮ই নভেম্বর বিকেল ৪টে ৫২ মিনিট থেকে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত চলবে গ্রহণ। সবচেয়ে ভাল দৃশ্য দেখা যাবে ৪টে ৫৫এ। এই সময়ে বন্ধ থাকবে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৪টে ৪৯ থেকে থেকে সন্ধে ৬টা ১৯ মিনিট পর্যন্ত তা বন্ধ রাখা হবে। তবে মন্দিরের দরজা বন্ধ হবে আরও আগেই – বিকেল ৩টে ৪৫ মিনিটে। অর্থাৎ এরপর থেকে সন্ধে প্রায় সাড়ে ছ’টা পর্যন্ত তারাপীঠ মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন না ভক্তরা। পুজো দেওয়ার জন্যও অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য শাস্ত্রমতে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময়ে এমনিতেও শুভ কাজ হয় না, পুজোপাঠও বন্ধ থাকে। সেইমতো প্রতি গ্রহণেই তিথি-ক্ষণ মেনে ওই সময়টুকুতে মন্দিরের গর্ভগৃহ বন্ধ রেখে পুজোয় সাময়িক বিরতি দেয় তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। মঙ্গলবার আবার বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তার গুরুত্ব খানিকটা হলেও পৃথক। তাই এই সময়ের মধ্যে মন্দির ভক্ত ও সেবাইতদের প্রবেশও নিষিদ্ধ করছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। বদলে হবে সন্ধ্যারতির সময়ও। গ্রহণের পর স্নান, শীতল রাজবেশ, আরতি সম্পন্ন হবে। তারপরে দর্শনের জন্য গর্ভগৃহ খুলবে।


Shefali Verma | ফাইনালের স্কোরবোর্ডে শেফালি ভার্মার নামের পাশে উজ্বল ৮৭! প্রোটিয়াদের টার্গেট কত?
Second Hooghly Bridge | সাতসকালে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! স্তব্ধ যান চলাচল, খুলবে কখন জেনে নিন
IndiGo | বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বিমান!- হুমকি পেয়েই মুম্বই বিমানবন্দরে জরুরী অবতরণ ইন্ডিগো বিমানের
Indian National Flag | ভারতবর্ষের প্রস্তাবিত ও উত্তোলিত জাতীয় পতাকার বিবর্তন হয়েছে ১৭ বার! জেনে নিন ভারতের জাতীয় পতাকার বিবর্তন ও ইতিহাস
Breaking News | নভেম্বরে ভারত কন্যেদের শাপমোচন, প্রোটিয়াদের উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি-শেফালিরা
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar