বিনোদন

The Kashmir Files: টুইটে খোঁচা অভিনেত্রী স্বারা ভাস্করের, সপাট জবাব নেটিজেনদেরও

The Kashmir Files: টুইটে খোঁচা অভিনেত্রী স্বারা ভাস্করের, সপাট জবাব নেটিজেনদেরও
Key Highlights

সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা 'The Kashmir Files' নিয়ে আলোচনা, পর্যালোচনা যেন শেষই হওয়ার নয়। হবেই বা কী করে। কিন্তু এই সিনেমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেছেন স্বরা ভাস্কর। আর ফলও পেলেন হাতে নাতে।

বিভিন্ন সময়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন বলিউড অভিনেত্রী স্বারা ভাস্কর। 'The Kashmir Files' নিয়ে স্বারার বক্তব্য মোটেই ভালো মনে নিলেন না নেটিজেনরা।

গত ১১ই মার্চ, ২০২২ বড়পর্দায় মুক্তি পেয়েছে The Kashmir Files। একদিকে যখন সাধারণ মানুষ থেকে একাধিক সেলেব্রিটি এই সিনেমার প্রশংসায় পঞ্চমুখ, তখন ছবির নাম না করেই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)-কে ঠুকে কথা বললেন স্বারা ভাস্কর।

তোমার পরিশ্রমের সাফল্যের জন্য যদি কারও থেকে শুভেচ্ছা এক্সপেক্ট করো, তাহলে গত পাঁচ বছরে উচিত হয়নি সবার মাথার উপর বসে তাঁদের নামেই কুত্‌সা করা।

অভিনেত্রী স্বারা ভাস্করের করা বিতর্কিত টুইট 

তাঁর এমন টুইট দেখে নেটিজেনরাও ছাড়বার পাত্র নন। কেউ লিখলেন, “আমার মনে হয় আপনি একটু ভুল বুঝেছেন স্বরা। মানুষ জিজ্ঞাসা করেছেন বলিউডের প্রমিনেন্ট স্টাররা এই ছবি নিয়ে কেন চুপ আছেন। কেন এই ছবি সিনেমা হলে এসে দেখার আবেদন তাঁরা করছেন না। শব্দটা প্রমিনেন্ট। তার উপরেই জোর দেওয়া হয়েছে। তাই আপনি জাস্ট চিল করুন।” আর এক নেট নাগরিক লিখলেন, “শুভেচ্ছা স্বরা। আপনি আবার করে দেখাতে পারলেন। অন্য কারও সাফল্যকে হাতিয়ার করে আপনি সফলভাবে অ্যাটেনশন জোগাড় করতে পারলেন।

কিন্তু দেখে খারাপ লাগছে, এবার মাত্র ১০০টা রিটুইট হয়েছে। মনে হচ্ছে মানুষ নিজের কাজে ব্যস্ত।” আরও একজন স্বরাকে ‘দিদি’ সম্বোধন করে লেখেন, “আমি আপনার ছবি আর ওয়েব সিরিজ কষ্ট করে দেখেছি। তাই রিকোয়েস্ট করছি টেররিজম এবং জেনোসাইড কী তা বোঝার জন্য অন্তত একবার The Kashmir Files দেখুন দিদি।”

এই ছবির স্পেশাল স্ক্রিনিং দেখে বেরিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন নাক উঁচু অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার মতে এই ছবি বলিউডের সব পাপ ধুয়ে দিয়েছে এবং বলিউডের প্রত্যেকের উচিত এমন একটি ছবির পাশে দাঁড়ানোর।


Trump Govt | এবার কোপ স্বাস্থ্য দফতরে, এক ধাক্কায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই ট্রাম্প প্রশাসনের !
Train Ticket Cancel | এবার অনলাইনেও বাতিল করা যাবে টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট!
Val Kilmer | ক্যানসারের কাছে হার মানলেন 'ব্যাটম্যান'! প্রয়াত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার!
EPFO | লাভবান হবে ৭ কোটি মানুষ! ASACর মাধ্যমে এবার থেকে তোলা যাবে ৫ লক্ষ টাকা!
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo