দেশ

Surat Diamond Bourse | পেন্টাগন নয়, বিশ্বের সবচেয়ে বড় অফিস এখন ভারতে! উদ্বোধন হলো সুরাটের ডায়মন্ড বোর্স! দেখুন দেশের সেরা অফিস ভবন কোনগুলি?

Surat Diamond Bourse | পেন্টাগন নয়, বিশ্বের সবচেয়ে বড় অফিস এখন ভারতে! উদ্বোধন হলো সুরাটের ডায়মন্ড বোর্স! দেখুন দেশের সেরা অফিস ভবন কোনগুলি?
Key Highlights

পেন্টাগনের বিশ্বের বৃহত্তম অফিস ভবনের খেতাব নিয়ে নিলো সুরাটের ডায়মন্ড বোর্স। উদ্বোধন হলো সুরাটের ডায়মন্ড বোর্স। দেখুন ভারতের সেরা ৫টি অফিস ভবন।

রবিবার, ১৭ই ডিসেম্বর গুজরাতের সুরাতে উদ্বোধন হলো বিশ্বের বৃহত্তম অফিস ভবন (largest office building in the world) সুরাট ডায়মন্ড বোর্স (Surat Diamond Bourse) এর! সুরাট ডায়মন্ড বোর্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। উল্লেখ্য, এতদিন বিশ্বের বৃহত্তম অফিস ভবনের খেতাব ছিল পেন্টাগন বিল্ডিং (Pentagon Building) এর কাছে। তবে বর্তমানে সেই খেতাব পেল সুরাট ডায়মন্ড বোর্স। সুরাট ডায়মন্ড বোর্স পেন্টাগন (Surat Diamond Bourse Pentagon) এর থেকেও আকারে বড়। অর্থাৎ বিশ্বের সবথেকে বড় অফিস এখন ভারতে।

বিশ্বের বৃহত্তম অফিস ভবন (largest office building in the world) সুরাটের ডায়মন্ড বোস অফিস ৩ হাজার ৪০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে। ৮ বছর সময় লেগেছে এটি তৈরি করতে। ৬৭ লাখ বর্গ ফিট-এর বেশি জায়গায় তৈরি হয়েছে এই অফিস চত্বর। সুরাট ডায়মন্ড বোর্স (Surat Diamond Bourse) SDB বিল্ডিং ডায়মন্ড রিসার্চ অ্যান্ড মার্কেন্টাইল (ড্রিম) সিটির একটি অংশ। এটি সুরাট বিমানবন্দরের নতুন আপগ্রেড করা টার্মিনাল বিল্ডিং। অনেক হীরে ব্যবসায়ী, যাঁরা এর আগে মুম্বাইতে ছিলেন, উদ্বোধনের আগেই এই বিল্ডিংয়ে অফিস নিয়েছেন। নিলামের পর ম্যানেজিং টিম সেগুলি বরাদ্দ করে তাঁদের জন্য। এখানে সাড়ে চার হাজারের বেশি হীরে ব্যবসায়ীর অফিস রয়েছে। কাঁচা হীরের ব্যবসা থেকে শুরু করে পালিশ করা হীরা বিক্রয় পর্যন্ত সমস্ত কাজ এখানে হবে।  চার হাজারের বেশি ক্যামেরা থাকবে সেখানে। একটি অত্যাধুনিক কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, যাতে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোস না হয়।

এই ভবনের মধ্যে মোট নটি টাওয়ার এবং ১৫টি ফ্লোর রয়েছে। সুরাট ডায়মন্ড বোর্সের নকশা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার পরে ভারতীয় সংস্থা মরফোজেনেসিস (Morphogenesis) ডিজাইন করেছে। এই সংস্থার প্রধান মহেশ গারভি বলেন, এই অফিস বিল্ডিং তৈরী করার সময় তারা কেউই ভাবতে পারেন নি, এই বিল্ডিং বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিংয়ের খেতাব জয় করবে। 

উল্লেখ্য, গত ৮০ বছর ধরে পেন্টাগন বিল্ডিং (Pentagon Building) ছিল বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং। তবে বর্তমানে সুরাট ডায়মন্ড বোর্স পেন্টাগন (Surat Diamond Bourse Pentagon) এর থেকে সেই খেতাব কার্যত ছিনিয়ে নিয়েছে। ফলে বর্তমানে বিশ্বের বৃহত্তম অফিস ভবন এখন ভারতে। কেবল সুরাটের ডায়মন্ড বোর্সই নয়, ভারতে রয়েছে একাধিক বৃহত্তম এবং সেরা অফিস ভবন, যা কিছু কম যায়না এই দৌড়ে। দেখে নিন ভারতের সেরা ৫টি অফিস ভবন- 

১. হায়দ্রাবাদে অ্যামাজন। Amazon in Hyderabad :

বিশ্বে অ্যামাজনের সবথেকে বড় অফিস ভবন অবস্থিত হায়দ্রাবাদে। এই কমপ্লেক্স, ৯.৭একর জমিতে বিস্তৃত। এই ক্যাম্পাসের প্রতিটি অংশ, প্রাচীর শিল্প থেকে অগণিত ওয়ার্কস্টেশন, ফোকাস রুম, বিনোদন এলাকা, ঘাসযুক্ত ক্ষেত্র এবং এমনকি শীর্ষস্থানীয় ক্যাফেটেরিয়া, সৃজনশীলতা বৃদ্ধি এবং উত্পাদনশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরী। আমাজনের হায়দ্রাবাদ অফিস (Amazon's Hyderabad office) ভারতের সেরা কোম্পানি অফিসগুলির মধ্যে একটি। এই ক্যাম্পাসে দুটি ক্যাফেটেরিয়া রয়েছে যা ইতালীয়, এশিয়ান, উত্তর এবং দক্ষিণ ভারতীয়  খাবার সরবরাহ করে। এই ১৫ তলা বিল্ডিংয়ে রয়েছে ৪৯টি এলিভেটর। এছাড়াও এখানে রয়েছে বিনোদনের বিশেষ জায়গা। যেখানে এয়ার হকি, টেবিল টেনিস, বিলিয়ার্ডস, ফোসবল ইত্যাদি গেমের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে অসংখ্য গাছপালাও।

২. ইনফোসিস - মহীশূর । Infosys - Mysore :

ইনফোসিস ক্যাম্পাস ভারতের সেরা কোম্পানি অফিসগুলির মধ্যে একটি। মহীশূরের ইনফোসিস (Infosys - Mysore) ক্যাম্পাস, যাকে বিশ্বের বৃহত্তম কর্পোরেট বিশ্ববিদ্যালয় হিসাবেও উল্লেখ করা হয়, নতুন নিয়োগের জন্য সংস্থার প্রশিক্ষণ সুবিধা হিসাবে কাজ করে। এই বিশাল অফিস কমপ্লেক্স, ৩৫০ একর জমিতে বিস্তৃত। এখানে থাকা-খেলাধুলার সুবিধা, খাবারের সরবরাহ, চারটি স্ক্রীন সহ মাল্টিপ্লেক্স, ব্যাঙ্কিং পরিষেবা, একটি জিম এবং ফিটনেস সেন্টার,লাইব্রেরি সুইমিং পুল-সহ একাধিক ব্যবস্থা রয়েছে। গ্রিক-রোমান কেন্দ্র, ধূসর এবং কালো ছায়ায় পিরামিডাল বিল্ডিং, যা বিস্তীর্ণ সবুজে ঢাকা।

৩. গুগল - হায়দ্রাবাদ । Google - Hyderabad :

ভারতের সেরা কোম্পানি অফিসের তালিকার আরেকটি হল গুগল – হায়দ্রাবাদ (Google - Hyderabad)। হায়দ্রাবাদ ক্যাম্পাস, হলো ভারতের সবচেয়ে বড় গুগল অফিস। এই অফিস ভবনে ৬৫০০ কর্মচারী কাজ করেন। এখানে রয়েছে একটি গেমিং লাউঞ্জ সহ  বিশ্রামের জন্য বেশ কয়েকটি লাউঞ্জ, নানা রকমের গেমের ব্যবস্থা, দারুন ক্যাফেটেরিয়া। এখানে লিফ্ট বা এলিভেটর থাকলেও কর্মচারীরা  স্লাইডের ব্যবহারই বেশি করেন। এছাড়াও এখানে রয়েছে একটি চমৎকার লাইব্রেরি। অনেক কর্মচারীদেরই স্বপ্ন অফিসের কাজ করার সঙ্গে সঙ্গে শরীরচর্চা করাও। এখানে রয়েছে সেই সুবিধা। জিমে ট্রেডমিলের মতো নানান যন্ত্রে যুক্ত রয়েছে ল্যাপটপ।

৪. অ্যাডব- নয়ডা । Adobe - Noida :

নয়ডার অ্যাডব অফিস, ভারতের সেরা কোম্পানি অফিসের তালিকার আরেকটি। এটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রায় ২০০০আইটি এক্সিকিউটিভদের জন্য একটি শক্তি-দক্ষ কর্মক্ষেত্র। পরিবেশগত এবং শক্তি সঞ্চয়ের ধারণার সঙ্গে ক্যাম্পাসটি দেশের অন্যতম গ্রিনারি বা 'সবুজ' অফিস। এই কমপ্লেক্স, সাত একর জুড়ে বিস্তৃত এবং ২০০,০০০ বর্গফুট জুড়ে, নতুনত্ব, সৃজনশীলতা এবং ব্যবহারিকতা মাথায় রেখে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই অফিস ভবন। এখানে  জিম, বাস্কেটবল, টেনিস, ভলিবল, রক ক্লাইম্বিং এবং অন্যান্য খেলাধুলার জায়গা রয়েছে। জিম, বাস্কেটবল, টেনিস, ভলিবল, রক ক্লাইম্বিং এবং অন্যান্য খেলাধুলার জায়গা। বিল্ডিংগুলিতে অত্যাধুনিক আলো, বায়ুচলাচল, শক্তি এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে। ক্যাফে এবং অ্যাম্ফিথিয়েটার সহকর্মীদের সঙ্গে জড়িত থাকার এবং অফিসে বন্ধুত্ব তৈরি করার জন্য চমৎকার জায়গাও রয়েছে এই অফিস ভবনে।

৫. ফেসবুক - হায়দ্রাবাদ । Facebook - Hyderabad :

ফেসবুক অফিস স্পেস, ভারতের সেরা অফিস ভবনের মধ্যে একটি।এখানে রয়েছে মিটিং রুম, সোশ্যাল হাব, সহযোগিতার এলাকা এবং গ্রিন পার্ক। এই অফিস বিল্ডিংয়ে দেখা যায় ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত বেশ কিছু জিনিস। এছাড়াও এখানে রয়েছে গেমিং এরিয়া যেখানে একাধিক গেম খেলতে পারেন কর্মচারীরা। এছাড়াও সেন্সর-নিয়ন্ত্রিত আলোর ব্যবস্থা রয়েছে। 

উপরোক্ত অফিস ভবন ছাড়াও ভারতে রয়েছে একাধিক বৃহত্তম, উচ্চতম অফিস ভবন যা বিখ্যাত গোটা বিশ্বে। তবে এর মধ্যে উল্লেখ্য এটাই যে, বিশ্বের বর্তমান বৃহত্তম অফিস ভবন এখন ভারতে।


Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?
আজকের সেরা খবর | রিভিউ ও স্ক্রুটিনির উচ্চমাধ্যমিকের সেরা দশের তালিকায় নতুন করে নাম উঠল আরও ১২ জনের!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla