Largest Office Buildings | পেন্টাগনকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিং সুরাটে! দেখুন এই তালিকায় রয়েছে আর কোন বিল্ডিং!

Monday, December 18 2023, 10:41 am
highlightKey Highlights

৮০ বছর ধরে বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিংয়ের খেতাব ছিল পেন্টাগনের। এবার সুরাটে তৈরী হলো বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিং 'সুরাট ডায়মন্ড বোর্স' ।


ভারতের মুকুটে নয়া পালক। বিশ্ব দরবারে উন্নয়নের নিরিখে আরও একধাপ এগোলো দেশ। এতদিন বিশ্বের সব থেকে বড় অফিস বিল্ডিংয়ের (World’s Largest Office Buildings) খেতাব ছিল পেন্টাগনের (Pentagon) কাছে। তবে শীঘ্রই সেই খেতাব পেতে চলেছে ভারত। বিশ্বের সবচেয়ে বড় অফিস তৈরী হচ্ছে গুজরাটের সুরাটে (Surat, Gujarat)।

বিশ্বের সবচেয়ে বড় অফিস তৈরী হচ্ছে গুজরাটের সুরাটে 
বিশ্বের সবচেয়ে বড় অফিস তৈরী হচ্ছে গুজরাটের সুরাটে 

গত ৮০ বছর ধরে বিশ্বের বৃহত্তম অফিসের মুকুট ছিল পেন্টাগনের কাছে।  তবে এবার ছিনিয়ে নিতে সুরাটে তৈরী হচ্ছে বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিং 'সুরাট ডায়মন্ড বোর্স' (Surat Diamond Bourse)। এমনিতেই দেশের মধ্যে সুরাটকে হীরে ব্যবসার অন্যতম কেন্দ্র বলে মনে করা হয়। এমনকি বিশ্বের ৯০ শতাংশ হীরে তৈরির কাজ হয় এখানেই। ফলে বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিংটিও হীরে ব্যবসার জন্যই ব্যবহার করা হবে।

৮০ বছর ধরে বিশ্বের বৃহত্তম অফিসের মুকুট পেন্টাগনের কাছ থেকে নিয়ে সুরাটে তৈরী হচ্ছে বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিং 
৮০ বছর ধরে বিশ্বের বৃহত্তম অফিসের মুকুট পেন্টাগনের কাছ থেকে নিয়ে সুরাটে তৈরী হচ্ছে বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিং 

সুরাট ডায়মন্ড বোর্স । Surat Diamond Bourse :

সুরাটে তৈরী বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিং সুরাট ডায়মন্ড বোর্স বানাতে সময় লেগেছে প্রায় চার বছর। বিশ্বের রত্ন রাজধানী হিসাবে বিখ্যাত সুরাটের এই বিল্ডিংটিকে 'ওয়ান স্টপ ডেস্টিনেশন' (One Stop Destination) হিসেবে ডিজাইন করা হয়েছে। এই ভবনে রয়েছে  মোট ১৫তলা যা ৩৫ একর জুড়ে বিস্তৃত। হীরে ব্যবসার সঙ্গে সম্পর্কিত সব পালিশের কর্মী, কাটার ও ব্যবসায়ীদের জন্য এই জায়গা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে । এই অফিস কমপ্লেক্সে মোট ২০ লক্ষ বর্গফুট জুড়ে একটি বিনোদন এবং পার্কিং অঞ্চল রয়েছে। এসডিবি ডায়মন্ড বোর্স কোম্পানি আইন, ২০১৩ এর ধারা 8 এর অধীনে নিবন্ধিত একটি অলাভজনক সংস্থা।

সুরাটে তৈরী হচ্ছে বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিং 'সুরাট ডায়মন্ড বোর্স' 
সুরাটে তৈরী হচ্ছে বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিং 'সুরাট ডায়মন্ড বোর্স' 

সুরাট ডায়মন্ড বোর্সের নকশা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার পরে ভারতীয় সংস্থা মরফোজেনেসিস (Morphogenesis) ডিজাইন করেছে। এই সংস্থার প্রধান মহেশ গারভি বলেন, এই অফিস বিল্ডিং তৈরী করার সময় তারা কেউই ভাবতে পারেন নি, এই বিল্ডিং বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিংয়ের খেতাব জয় করবে।

সুরাট ডায়মন্ড বোর্সের নকশা মরফোজেনেসিস ডিজাইন করেছে
সুরাট ডায়মন্ড বোর্সের নকশা মরফোজেনেসিস ডিজাইন করেছে

আমরা যখন এই বিল্ডিং তৈরি করছিলাম তখন ভাবিনি যে আমরা আমেরিকার পেন্টাগনকে পিছনে ফেলে দেব। আমরা এটি শুধুমাত্র ব্যবসায়ীদের সুবিধার জন্য তৈরি করেছি।

মহেশ গারভি

উল্লেখ্য,নয়টি আয়তক্ষেত্রাকার কাঠামোর আকারে তৈরি সুরাটে অবস্থিত বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিংয়ের এখনও উদ্বোধন হয়নি। চলতি বছর অর্থাৎ ২০২৩ এর নভেম্বর মাসে এই ভবনের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

২০২৩ এর নভেম্বর মাসে এই ভবনের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
২০২৩ এর নভেম্বর মাসে এই ভবনের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিংয়ের খেতাব পেতে চলেছে 'সুরাট ডায়মন্ড বোর্স'। এর আগে এই খেতাব ছিল পেন্টাগনের। তবে কেবল পেন্টাগনই  নয়, বিশ্বে রয়েছে একাধিক বিশালাকার অফিস বিল্ডিং যা এই দৌড়ে কম যায়না। এক নজরে দেখে নিন বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিংয়ের তালিকায় রয়েছে কোন কোন ভবন।

সুরাট ডায়মন্ড বোর্স বানাতে সময় লেগেছে প্রায় চার বছর
সুরাট ডায়মন্ড বোর্স বানাতে সময় লেগেছে প্রায় চার বছর

১. পেন্টাগন । Pentagon :

প্রায় ৮০ বছর ধরে বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিংয়ের খেতাব ছিল পেন্টাগনের কাছে। ৬২০,০০০  বর্গ মিটার জায়গা জুড়ে অবস্থিত এই ভবনটি। মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) প্রতিরক্ষা বিভাগের আবাসস্থল, কৌশল এবং প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য ফ্রন্টলাইন হিসাবে কাজ করা হয় পেন্টাগনে।

প্রায় ৮০ বছর ধরে বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিংয়ের খেতাব ছিল পেন্টাগনের কাছে
প্রায় ৮০ বছর ধরে বিশ্বের সবথেকে বড় অফিস বিল্ডিংয়ের খেতাব ছিল পেন্টাগনের কাছে

২. প্লেস ডু পোর্টেজ । Place du Portage:

কানাডার কুইবেক, গ্যাটিনিউতে (Gatineau, Quebec, Canada) অবস্থিত এই ভবনটিও একটি সরকারি অফিস বিল্ডিং। এই অফিস কমপ্লেক্সে রয়েছে ৭০টি তলার পাঁচটি টাওয়ার। প্রায় ১০,০০০ অফিস কর্মী কাজ করেন এই বিল্ডিংয়ে। অটোয়া নদী (Ottawa River) মুখী এই কমপ্লেক্সে পথচারী সেতু রয়েছে যা এক ধরনের "আন্ডারগ্রাউন্ড সিটি" (Underground City) তৈরি করেছে।

প্লেস ডু পোর্টেজে রয়েছে ৭০টি তলার পাঁচটি টাওয়ার
প্লেস ডু পোর্টেজে রয়েছে ৭০টি তলার পাঁচটি টাওয়ার

৩. ডেসজার্ডিন কমপ্লেক্স । Desjardins Complex:

 কানাডিয়ান এই অফিস কমপ্লেক্স লম্বা নয় বরং চওড়া। মন্ট্রিল, কুইবেকের (Montreal, Quebec) ডেসজার্ডিন কমপ্লেক্সে অফিস, শপিং মল এবং একটি হোটেল রয়েছে। অর্থাৎ এটি একটি মিশ্র-ব্যবহৃত অফিস বিল্ডিং।

ডেসজার্ডিন কমপ্লেক্সে অফিস, শপিং মল এবং একটি হোটেল রয়েছে
ডেসজার্ডিন কমপ্লেক্সে অফিস, শপিং মল এবং একটি হোটেল রয়েছে

৪. উইলিস টাওয়ার । Willis Tower:

এই অফিস বিল্ডিংয়ে রয়েছে ১১০টি তলা। ১৯৭৩  সাল থেকে ২০১৪ সাল অব্দি ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পড়তে ২৫ বছর ধীরে এই অফিস বিল্ডিং ছিল বিশ্বের ও পশ্চিম গোলার্ধের সবচেয়ে উঁচু ভবন।

এই অফিস বিল্ডিংয়ে রয়েছে ১১০টি তলা
এই অফিস বিল্ডিংয়ে রয়েছে ১১০টি তলা

৫.   ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার । One World Trade Center :

নিউইয়র্কের (New York) বাইরে এটিকে সাধারণত ফ্রিডম টাওয়ার (Freedom Tower) বলা হয়। স্কাইস্ক্র্যাপারটি টুইন টাওয়ারের (Twin Towers) পাশে নির্মিত। এটি নিউ ইয়র্ক এবং নিউ জার্সির পোর্ট (New Jersey) কর্তৃপক্ষের মালিকানাধীন। এর ভূগর্ভস্থ টানেলগুলি বিল্ডিংটিকে প্রধান ট্রানজিট হাবের (Transit Hubs) সঙ্গে সংযুক্ত করে৷

স্কাইস্ক্র্যাপারটি টুইন টাওয়ারের পাশে নির্মিত
স্কাইস্ক্র্যাপারটি টুইন টাওয়ারের পাশে নির্মিত

৬. বুর্জ খলিফা । Burj Khalifa :

 সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) অন্যান্য বহু বিষয় ছাড়াও বুর্জ খলিফার জন্যও বিখ্যাত। একাধিক রেকর্ড ভেঙেছে এই বিল্ডিং। এমনকি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং হিসেবে খেতাবও রয়েছে এই বিল্ডিংয়ের।

একাধিক রেকর্ড ভেঙেছে বুর্জ খলিফা
একাধিক রেকর্ড ভেঙেছে বুর্জ খলিফা

উপরোক্ত বিল্ডিংগুলি ছাড়াও একাধিক বিল্ডিং রয়েছে যা দৈর্ঘ্য, প্রস্থে বিশালাকার। তবে এবার অন্যান্য ভবনগুলোকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিংয়ের খেতাব পেতে চলেছে ভারতের 'সুরাট ডায়মন্ড বোর্স'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File