বিনোদন

The Kerala Story | 'দ্য কেরালা স্টোরি'তে রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের!

The Kerala Story | 'দ্য কেরালা স্টোরি'তে রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের!
Key Highlights

'দ্য কেরালা স্টোরি' প্রদর্শনে পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার রায় দিলো শীর্ষ আদালত। তবে সিনেমার আগে বসাতে হবে ডিসক্লেইমার।

সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে বড় ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ সরকার (West Bengal government )! রাজ্যে  'দ্য কেরালা স্টোরি'  (The Kerana Story) প্রদর্শনে নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারি করলো শীর্ষ আদালত। ফের বাংলার হলে (Hall) দেখা যাবে বাংলা ছবি পরিচালক সুদীপ্ত সেনের (Sudipta Sen) সম্প্রতি তীব্র বিতর্কিত এই সিনেমা।

আজ অর্থাৎ ১৮ই মে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলাকালীন তীব্র সমালোচনার মুখে পড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আদালতের তরফ থেকে রায়, এই সিনেমার জন্য নির্দিষ্ট কোথাও কোনও অশান্তি হলে সেখানে ছবিটি নিষিদ্ধ করা যেতে পারতো, কিন্তু গোটা রাজ্যে নিষিদ্ধ করার কোনও যুক্তি নেই। রাজ্য সরকারের দেওয়া হলফনামায় পাল্টা মহারাষ্ট্রে অশান্তির উল্লেখ করা হলেও সেই যুক্তিও খারিজ করে দেওয়া হয় আদালতে। মহারাষ্ট্রে অশান্তির পরও সিনেমা নিষিদ্ধ করা হয়নি বলে দাবি করেন প্রযোজকের আইনজীবী।

তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়, 'দ্য কেরালা স্টোরি' সিনেমায়  ধর্মান্তরণের যে ৩২,০০০ সংখ্যার কথা বলা হয়েছে তা যথাযথ নয়, কাল্পনিক। ফলে এই কারণে ছবির শুরুতেই ডিসক্লেইমার (Disclaimer) দিতে হবে। এছাড়াও এই সিনেমা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে দেখবেন বলেও জানান।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের এই রায়ের পর সুর তুললেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, রাজ্য সরকার আশঙ্কা করেছিল এই সিনেমার জন্য অশান্তির সৃষ্টি হতে পারে,যার জন্য  'দ্য কেরালা স্টোরি' প্রদর্শনে আপত্তি জানানো হয়। কিন্তু শীর্ষ আদালত নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেওয়ায়, সিনেমার কারণে কোনও গন্ডগোল হলে রাজ্য সরকার এর দায়িত্ব নেবে না বলেই মন্তব্য করলেন কুণাল ঘোষ।

 এই সিনেমায় সমাজের একাংশকে খুব বাজেভাবে দেখানো হয়েছে। যার ফলে রাজ্য সরকার আশঙ্কা করেছিল, যে মানুষে মানুষে বিভেদ আসতে পার, আইনশৃঙ্খলার ক্ষতির হতে পারে। সে জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে যদি সুপ্রিম কোর্ট বলে না, সেটা স্থগিতাদেশ, তাহলে রাজ্য সরকারের দায়িত্ব রইল না।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ

উল্লেখ্য, 'দ্য কেরালা স্টোরি'  মুক্তি পাওয়ার পরই গোটা দেশ জুড়ে নানান তর্ক-বিতর্ক শুরু হয়। এরপরেই নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সিনেমা গোটা বঙ্গে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন। এই ঘটনার পর রাজনৈতিক মহল থেকে চলচিত্র জগতের একাধিক মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিরোধিতা করেন। আইনি পথে হেটে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন 'দ্য কেরালা স্টোরি' র নির্মাতারা। কেন ছবি নিষিদ্ধ করা হয়েছে সেই জবাব চেয়ে রাজ্য সরকারের কাছে নোটিশ চান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে (Chief Justice DY Chandrachud)। রাজ্য সরকারের নোটিশের ওপর ভিত্তি করে এদিন অর্থাৎ বৃহস্পতিবার মুখোমুখি হয় রাজ্যের আইনজীবী ও সিনেমার নির্মাতাদের আইনজীবী । এরপরেই রাজ্য সরকারের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।