বিনোদন

কেটে গেল ১০ বছর, অতীত নিয়ে আফসোস সানি লিওনের | Sunny Leone

কেটে গেল ১০ বছর, অতীত নিয়ে আফসোস সানি লিওনের | Sunny Leone
Key Highlights

নির্বাচনের ফলাফলের মাঝেই ট্রেন্ডিং সানি (Sunny Leone)। বলিউডে এক দশক কাটিয়ে ফেলার পর নিজের অতীত নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য শোনা গেল তাঁর মুখে।

Sunny Leone-এর বলিউডে নয় নয় দশ বছর পেরিয়ে পিছনে তাকাতেই সানির মন ভরে উঠেছে একরাশ আক্ষেপ আর মনখারাপে। নিজের অতীত নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য শোনা গেল সানির (Sunny Leone) মুখে। 

বলিউড নয় সানির পথ চলা শুরু হয়েছিল জনপ্রিয় হিন্দি রিয়্যালিটি শোয়ের হাত ধরে। সেখান থেকে বলিউডে সরাসরি এন্ট্রি। সেই শোয়ে থাকাকালীনই অফার পান সিনেমার। অ্যাডাল্ট সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনিকে পর্দায় প্রথমবার দেখা যায় জিসম ২-তে (Jism 2)। তারপর এক এক করে রাগিনী এমএমএস (Ragini MMS), মস্তিজাদে সহ একাধিক সিনেমা। এছাড়াও বহু ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স যেমন 'রইস' (Raees)-এ শাহরুখ খানের (Shah Rukh Khan) পাশে তাঁর আইটেম সংয়ের জনপ্রিয়তার কথা তো আলাদা করে বলতে হয়। এক দশক কাটানোর পরও প্রথম জীবনের কাজগুলো তাঁকে তথাকথিত বলিউড হিরোইনদের সঙ্গে এক আসনে বসতে দেয়নি।

সম্প্রতি আর্থিক প্রতারণার শিকার হন সানি লিওনি (Sunny Leone)। শুক্রবার টুইট করে অভিনেত্রী নিজেই জানান সেকথা। সানির অভিযোগ, তাঁর প্যান কার্ড ব্যবহার করে তোলা হয়েছে লোন (Bank Loan)। তাঁর নামের ভুয়ো প্যান কার্ড (PAN Card) ব্যবহার করে ২ হাজার টাকার লোন নেওয়া হয়েছে। যদিও পরে সানি তাঁর ওই টুইট ডিলিট করে দেন।

আমি যা হয়েছি তা নিজের চেষ্টায়। আমার সত্যিই আমার শক্তি। এখন বুঝি গিয়েছি আমি জীবনে কী চাই। সেটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমি জীবনে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যেটা হয়তো অন্য কেউ নিত না। আমি নিজেই চাই, আমার মতো সিদ্ধান্ত অন্য কেউ যেন না নেয়। আমি চাই না কেউ পর্ন ইন্ডাস্ট্রিতে যাক। আমি নিজেকে নিয়ে কাউকে কোনওদিন মিথ্যে কথা বলিনি। কিছু গোপন করিনি।

সানি লিওন 

পাশাপাশি ড্যানিয়েলকে (Daniel Weber) জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করেন তিনি।

আমি আর ড্যানিয়েল আমাদের জীবনের প্রতিটি পর্বকেই ভালবাসি। সেটা নিয়ে আমাদের কোনও খারাপ লাগা নেই। আমি খুব খুশি আমার জীবনে কোনও কিছুর অভাব নেই। কাজ, প্রোডাকশন , মেকআপ লাইন, ক্লোদিং লাইন... অনেক কিছুই আছে।

সানি লিওন | Sunny Leone


RCB vs GT | শুরু হচ্ছে বিরাট-সিরাজ মহাদ্বৈরথ! একনজরে দুদলের সম্ভাব্য একাদশ
Train Ticket Cancel | এবার অনলাইনেও বাতিল করা যাবে টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট!
Val Kilmer | ক্যানসারের কাছে হার মানলেন 'ব্যাটম্যান'! প্রয়াত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার!
Malaysia | গ্যাসের পাইপলাইন ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১৪৫ জনের! মর্মান্তিক দুর্ঘটনা মালয়েশিয়ায়!
EPFO | লাভবান হবে ৭ কোটি মানুষ! ASACর মাধ্যমে এবার থেকে তোলা যাবে ৫ লক্ষ টাকা!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের