বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন জাতীয় ক্রাশ রশ্মিকা! এ প্রসঙ্গে কী বললেন ‘পুষ্পা’র নায়িকা?

Sunday, February 27 2022, 4:30 pm
বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন জাতীয় ক্রাশ রশ্মিকা! এ প্রসঙ্গে কী বললেন  ‘পুষ্পা’র নায়িকা?
highlightKey Highlights

পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও। ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো আদ্যোপান্ত প্রেমের ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কে সেই অভিনেতা? যাকে জীবনসঙ্গী করতে চলেছে রশ্মিকা


পর্দার সেই প্রেম গড়িয়েছে বাস্তবেও। একসঙ্গে জিমে যাওয়া থেকে চুপি চুপি শহর ছাড়া— বিজয়-রশ্মিকার কীর্তিকলাপ নিয়ে চর্চার শেষ নেই।তবে তাঁদের প্রেমের গুঞ্জন নতুন নয়। শোনা যায়, এ বার সেই গুঞ্জনেই সিলমোহর বসাতে চলেছেন তাঁরা। এমনকি জানা যাচ্ছে বিবাহের তোড়জোড়ও নাকি তুঙ্গে।

দক্ষিণী তারকাকে বিয়ে করতে চলেছেন ‘পুষ্পা’র শ্রীবল্লী

দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই তারকা। রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবারাকোন্ডা। প্রথম জনকে ডাকা হয় ‘জাতীয় ক্রাশ’ বলে। তবে দর্শক তাঁকে আপাতত চিনছেন ‘শ্রীবল্লী’ নামে। এদিকে জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় জনও পিছিয়ে নেই। অনেকেই মনে করেন, আগামী দিনে তাঁর হাতেই থাকবে বাণিজ্যিক দক্ষিণী ছবির লাগাম।

সম্পর্কে শিলমোহর বসাতে চলেছে রশ্মিকা এবং বিজয়।
সম্পর্কে শিলমোহর বসাতে চলেছে রশ্মিকা এবং বিজয়।


একসঙ্গে জিমে যাওয়া থেকে চুপি চুপি শহর ছাড়া— বিজয়-রশ্মিকার কীর্তিকলাপ নিয়ে চর্চার শেষ নেই। আপাতত মুম্বইয়ে দিন কাটছে তাঁদের। একসঙ্গে নানা জায়গায় যেতে দেখা গিয়েছে নায়ক-নায়িকাকে। গুঞ্জন, কাজের পাশাপাশি বিয়ের প্রস্তুতির জন্যই মুম্বই এসেছেন দু’জন।কিন্তু এবিষয়ে বিজয় বা রশ্মিকা স্পিকটি নট। গোপন কথাটি আপাতত গোপনই রেখেছেন তাঁরা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File