দেশ

Narendra Modi in US | ভারতে তৈরী হবে 'গুগুল ফিনটেক অপারেশন সেন্টার'! আরও বিনিয়োগ করতে চলেছে অ্যামাজন!

Narendra Modi in US | ভারতে তৈরী হবে 'গুগুল ফিনটেক অপারেশন সেন্টার'! আরও বিনিয়োগ করতে চলেছে অ্যামাজন!
Key Highlights

মার্কিন সফরে গিয়ে একাধিক চুক্তি প্রধানমন্ত্রী মোদির। গুজরাটে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলার কথা জানালেন সুন্দর পিচাই। আরও বিনিয়োগের কথা ঘোষণা অ্যামাজন-র।

বাণিজ্যে আরও এক ধাপ এগোতে চলেছে  ভারত (India)। মার্কিন সফরে গিয়ে এর আগেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও চুক্তি নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপর এই তালিকাতেই যুক্ত হল গুগল-র (Google) সঙ্গে নয়া চুক্তিও। দেশে বিনিয়োগের চুক্তি করতে চলেছে ই-কমার্স কোম্পানি অ্যামাজনও (Amazon)।

শুক্রবার সফরের তৃতীয় দিনে হোয়াইট হাউসে (White House) আমেরিকার একাধিক তথ্য ও প্রযুক্তি সংস্থার কর্তার মুখোমুখি হন প্রধানমন্ত্রী। এই বৈঠকে ছিলেন গুগল সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai), মাইক্রোসফট-র সিইও সত্য নাদেলা (Microsoft CEO Satya Nadella), অ্যাপলর সিইও টিম কুক (Apple CEO Tim Cook), অ্যামাজন সিইও অ্যান্ড্রু জ্যাসির (Amazon CEO Andrew Jasi) মতো বিশ্বব্যাপী প্রথম সারির প্রযুক্তি ও ই-কমার্স সংস্থার কর্তারা। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্টও (US President)

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) উপস্থিতিতে শীঘ্রই ভারতে তথা গুজরাটের (Gujarat) মাটিতে গুগল-এর গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার (Global Fintech Operation Center) তৈরী করার কথা প্রস্তাব দিয়েছেন সুন্দর পিচাই। জানা গিয়েছে, গুজরাটের গান্ধীনগরে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটিতে (GIFT) এই সেন্টার খুলতে চলেছে গুগুল। পাশাপাশি, ভারতে এক হাজার কোটি ডলার বিনিয়োগের কথাও জানান পিচাই। ভারতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলা ছাড়াও ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষাগুলি নিয়েও কাজ করার কথা ভাবছে গুগল। ভারতের সব ভাষাভাষির মানুষই যাতে সহজে সার্চ ইঞ্জিন (Search Engine) ব্যবহার করতে পারেন তার জন্যই এই উদ্যোগ নেওয়া হবে। এদিনের বৈঠকে  গুগল সিইও বলেন, ডিজিটাল ভারত (India) নিয়ে ভাবনায় সময়ের থেকে অনেকটাই এগিয়ে আছেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমেরিকায় মোদির সঙ্গে দেখা হওয়ায় আমি আপ্লুত। প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে ভারতের ডিজিটাল খাতে ১০ বিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ করেছে গুগল। তাই এবার গুজরাটে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলা হবে। ডিজিটাল নিয়ে মোদির চিন্তাভাবনা সময়ের চেয়ে অনেকখানি এগিয়ে। অন্য দেশের কাছে ভারত দৃষ্টান্ত তৈরি করেছে।

গুগল সিইও সুন্দর পিচাই

অন্যদিকে, গুগুলের পাশাপাশি ভারতে  বিনিয়োগের কথা বলেছেন ই-কমার্স কোম্পানি অ্যামাজনও। ওয়াইট হাউসের বৈঠকে এদিন অ্যামাজন সিইও অ্যান্ড্রু জ্যাসি (Amazon CEO Andrew Jassy) বলেন, অ্যামাজনের তরফ থেকে ভারতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে চান জ্যাসি। ভারতের আরও বেশি সংস্থা যাতে গোটা বিশ্বে তাদের পণ্য বিক্রি করতে পারে, সেই ব্যবস্থাও করতে চান তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতে ১১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। এরপরেও আরও ১৫০০ কোটি ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেন অ্যামাজন সিইও। অর্থাৎ এর ফলে ভারতে অ্যামাজনের বিনিয়োগ বেড়ে দাঁড়াচ্ছে ২৬০০ কোটি ডলার।


Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Myanmar Update | মৃত্যুপুরী মায়ানমারে ফিল্ড হাসপাতাল বানাচ্ছে ভারত, পরিষেবা দেবেন ১১৮ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী
Adani-Bangladesh | বকেয়া টাকা মেটাচ্ছে ইউনূসের সরকার, ফের বাংলাদেশে পুরোদস্তুর বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গোষ্ঠী!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo
বিশ্বভারতীর অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তবে এখনই সমস্ত পড়ুয়ারা ক্লাস করতে পারবে না