৪৫ দিনের ছুটি! এমন সিদ্ধান্তের কারণ জানতে রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ না করে, কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ৪৫ দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।


রাজ্য সরকারের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাই কোর্ট ১০ দিনের মধ্যে হলফনামা চাইল। গত মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে। আগামী ২০শে মে এই মামলার পরবর্তী শুনানি পেশ করা হবে।

অভিভাবক ও শিক্ষক শিবিরের বড় অংশের দাবি না মেনে গরমের ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার

নিম্নচাপ এবং কালবৈশাখীর ধাক্কাতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। আগামী কয়েকদিনে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে এরফলে তাপমাত্রাও কমবে। এই পরিস্থিতিতে এক অভিভাবক টানা ৪৫ দিন গরমের ছুটি বাতিল করে স্কুল খুলে দেওয়ার দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।

Trending Updates

আবেদনকারী পক্ষের আইনজীবী মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ করেন, আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ না করে, কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই পর পর দু’টি নোটিস দিয়ে ৪৫ দিনের গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File