Successful Businessman | ভারতের সফল ব্যবসায়ী রতন টাটা,ধীরুবাই আম্বানি,গৌতম আদানির প্রথম চাকরি কী ছিল জানেন? কেউ কাজ করতেন গ্যাস স্টেশনে, কেউ ওষুধের দোকানে!

Thursday, April 25 2024, 1:45 pm
highlightKey Highlights

ভারতের প্রথম সারির শিল্পপতিদের তালিকায় রয়েছেন অনেকে। বর্তমানে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলে কর্ম জীবনের শুরুটা তাদের ছিল না মসৃন। জানুন ভারতের প্রথম সারির শিল্পপতিদের প্রথম চাকরি কী ছিল।


ভারতের সফল ব্যবসায়ী (successful businessman in india) এর প্রসঙ্গ উঠলেই যাদের নাম প্রথমে উঠে আসবে তাদের মধ্যে অন্যতম হলেন রতন টাটা (Ratan Tata), ধীরুভাই অম্বানী (Dhirubhai Ambani), মুকেশ অম্বানী (Mukesh Ambani) গৌতম আদানি (Gautam Adani), কিরণ মজুমদার শ (Kiran Mazumdar-Shaw) আরদেশির গোদরেজ (Ardeshir Godrej) এর মতো মানুষগুলি। এনারা প্রত্যেকেই কোটি কোটি টাকার মালিক। ভারতই নয় গোটা বিশ্বে ছড়িয়ে তাদের সুনাম। দেশের যুবরা এই ভারতীয় উদ্যোক্তাদের সাফল্যের কাহিনী (indian entrepreneurs success stories) দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত। তবে অনেকেই জানেন না যে বর্তমানে ভারতের প্রথম সারির শিল্পপতিরাও কিন্তু একসময়ে অর্থের জন্য খেটেছিলেন আম মানুষের মতোই। চলুন জেনে নেওয়া যাক ভারতের প্রথম সারির শিল্পপতিদের কেরিয়ারের শুরু কোথায় এবং কী ভাবে হয়!

রতন টাটা । Ratan Tata :

ভারতের শিল্পপতিদের মধ্যে রতন টাটা সাফল্যের শিখরে পৌঁছে গেলেও তিনি সর্বদাই মাটির মানুষ। ১৯৬১ সালে টাটা স্টিল সংস্থায় সাধারণ কর্মী হিসাবে কাজ শুরু করেন তরুণ রতন টাটা (Ratan Tata young)। পরে টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি (টেলকTelcoতে কাজ শুরু করেন তরুণ রতন টাটা (Ratan Tata young)। ছ’মাস সেখানেই তিনি প্রশিক্ষণ নেন। জানা যায়, অন্য একটি বেসরকারি সংস্থার তরফে উচ্চ বেতনের চাকরির প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন রতন। নিজের সংস্থা নিয়েই ভবিষ্যৎ দেখেছিলেন তিনি। আর আজ তাঁর সংস্থা অর্থাৎ টাটা কোম্পানি ৩১.৬ ট্রিলিয়ন।

ধীরুভাই অম্বানী । Dhirubhai Ambani :

এই ভারতীয় উদ্যোক্তাদের সাফল্যের কাহিনী (indian entrepreneurs success stories) যুগ যুগ ধরে শিল্পপতি এবং ব্যবসায়ীদের অণুপ্রাণিত করে চলেছে। রিলায়েন্স গ্রুপ ধীরুভাই অম্বানী দ্বারা প্রতিষ্ঠিত। ১৯৫০ দশকে ব্যবসা শুরু করেছিলেন ধীরুভাই। কোম্পানিটি ১৯৬০-এর দশকে টেক্সটাইলে প্রসারিত হয় এবং ১৯৮০-এর দশকে পেট্রোকেমিক্যাল সেক্টরে প্রবেশ করে। রিলায়েন্স বর্তমানে ২০ লক্ষ কোটির মালিক। তবে এই কোম্পানির প্রতিষ্ঠাতা অর্থাৎ ধীরুভাই অম্বানী কিন্তু বাল্যকালেই অর্থাভাবের সম্মুখীন হয়েছিলেন। গুজরাতের একটি গ্রামে জন্ম ধীরুভাই অম্বানীর। স্কুলে ভর্তি করানো হলেও আর্থিক অভাবের কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। ফলে পরিবারের পাশে দাঁড়াতে ছোট থেকেই নানা ধরনের কাজ করতে শুরু করেছিলেন তিনি। জানা যায়, বুনন সংক্রান্ত কাজকর্ম করার জন্য ১৯৮৮ সালে ইয়েমেনের এডেনে চলে যান ধীরুভাই। সেখানকার একটি গ্যাস স্টেশনে পেট্রল বিক্রি করে উপার্জন করতেন তিনি। এই চাকরি থেকেই প্রথম আয় তাঁর। ধীরুভাইয়ের প্রথম উপার্জন ছিল ৩০০ টাকা। এরপর এডেন থেকে মুম্বই ফিরে নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন তিনি। মুম্বইয়ে ৩৫০ বর্গফুটের একটি ঘরে একটি টেবিল, তিনটি চেয়ার এবং একটিমাত্র টেলিফোন থেকে রিলায়্যান্সের জন্ম দেন ধীরুভাই।

গৌতম আদানি । Gautam Adani :

ভারতের সফল ব্যবসায়ী (successful businessman in india) গৌতম আদানির সংস্থা আদানি গোষ্ঠী  ৬ লক্ষ ৯৬ হাজার ৬৫৪ কোটি টাকার মালিক। তবে কোটি টাকার মালিক গৌতম আদানিকেও খাটতে হয় সাধারণের মতোই। ১৯৭৮ সালে কিশোর বয়সে মুম্বই যান গৌতম। মুম্বইয়ের একটি সংস্থার জন্য হিরে বাছাইয়ের কাজ করতেন তিনি। দুই থেকে তিন বছর সেখানে কাজ করার পর মুম্বইয়ে হিরের ব্যবসা শুরু করেন তিনি। ১৯৮৮ সালে একটি পণ্য ব্যবসায়িক ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত হয় আদানি গ্রূপ। এই গ্রুপের ব্যবসার মধ্যে রয়েছে সমুদ্র, বিমানবন্দর ব্যবস্থাপনা, বিদ্যুৎ উৎপাদন এবং ট্রান্সমিশন, খনি, প্রাকৃতিক গ্যাস, খাদ্য, অস্ত্র এবং অবকাঠামো।

আরদেশির গোদরেজ । Ardeshir Godrej :

গোদরেজ সংস্থার প্রতিষ্ঠাতা আরদেশির গোদরেজ। ওষুধের দোকানের কর্মী হিসাব‌ে রোজগার শুরু করেছিলেন তিনি। তখন আরদেশির ভেবেছিলেন, অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করবেন। এই ভাবনা নিয়েই প্রথম ব্যবসা শুরু তাঁর। যদিও শুরুতেই ব্যর্থতার মোকাবেলা করতে হয় তাকে। কারণ প্রথম ব্যবসা চলেনি আরদেশির। টাকাপয়সাও বেশি ছিল না, যা দিয়ে নতুন ব্যবসা শুরু করবেন তিনি। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মেরওয়ানজি কামা নামে এক ব্যবসায়ী। আরদেশির যাতে নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, তাই তাঁকে টাকা দিয়েছিলেন মেরওয়ানজি। এরপর তালা নির্মাণের ব্যবসা শুরু করেছিলেন আরদেশির। সেই ব্যবসা থেকেই সাফল্যের সিঁড়িতে উঠতে শুরু করে গোদরেজ। বর্তমানে এই কোম্পানির নেট ওয়ার্থ ১৩.৯ বিলিয়ন।

সুধা মূর্তি । Sudha Murthy :

ইনফোসিস (Infosys) সংস্থার অধিকর্তা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি (Sudha Murthy)। এর পাশাপাশি তিনি ইংরেজি সাহিত্যজগতের জনপ্রিয় লেখিকা। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। শোনা যায়, টেলকো সংস্থায় মহিলা কর্মীদের প্রতি আচরণ পছন্দ ছিল না সুধার। যার ফলে তৎকালীন অধিকর্তাকে একটি পোস্টকার্ড পাঠিয়েছিলেন সুধা। সুধার লেখা পোস্টকার্ড পাওয়ার পর সংস্থার তরফে তাঁর সঙ্গে দেখা করা হয়। এমনকি সুধাকে চাকরিও দেওয়া হয়। আর সেটাই ছিল তাঁর প্রথম চাকরি।

ইন্দ্র নুয়ি । Indra Nooyi :

১২ বছর ধরে পেপসিকো (PepsiCo) সংস্থার অন্যতম কর্তা ছিলেন ইন্দ্র নুয়ি। ১৮ বছর বয়সে একটি কারখানায় প্রথম কাজ শুরু করেছিলেন তিনি। তার পর মুম্বইয়ের অন্য একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তিনি। বর্তমানে ৩৫০ মিলিয়ন অর্থের মালিক ইন্দ্র নুয়ি।

কিরণ মজুমদার শ । Kiran Mazumdar-Shaw :

ভারতের মহিলা শিল্পপতিদের মধ্যে অন্যতম কিরণ মজুমদার শ। বেঙ্গালুরুতে নিজের সংস্থা খোলেন কিরণ। বর্তমানে প্রায় ২০ হাজার ৮৮৩ কোটি টাকার মালিক তিনি। কিরণ মজুমদার-শ বায়োকন লিমিটেড (Biocon Limited) এবং বায়োকন বায়োলজিক্স লিমিটেডের (Biocon Biologics Limited) নির্বাহী চেয়ারপার্সন এবং প্রতিষ্ঠাতা। জানা যায়, পড়াশোনার সূত্রে অস্ট্রেলিয়ায় যান কিরণ। সেখানে যাওয়ার পর হাতখরচের জন্য কফিশপে কাজ করতে শুরু করেন তিনি। কফি কী ভাবে তৈরি করতে হয় তার প্রশিক্ষণও নেন। এমনকি ভারতে ফেরার পরেও নাকি কিছু দিন এই কাজ করেন কিরণ।

উপরোক্ত ব্যক্তি ছাড়াও ভারতের বেশ কিছু সফল ব্যবসায়ী রয়েছেন যারা তাদের কর্ম জীবনের শুরুতে খেটেছিলেন সাধারণ মানুষের মতোই। আসলে কথায় আছে না, 'কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়'.. সেই কথাই যেন আসলে সত্যি করে দেখিয়েছেন এই শিল্পপতিরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File