তাইওয়ানে প্রবল ভূমিকম্প! খেলনার মতো কাঁপা ট্রেনের ভিডিও ভাইরাল

Sunday, September 18 2022, 6:15 pm
highlightKey Highlights

তাইওয়ানে তীব্র ভূমিকম্প। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে এদিন জানানো হয়েছে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯।


তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে আজ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। এই শক্তিশালী ভূমিকম্পের পরেই জাপানে সুনামী সতর্কতা জারি করা হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৭.২ মাত্রার বলা হয়েছিল। কিন্তু পরে তা ৬.৯ বলে জানানো হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন কাঁপছে খেলনার মতো

দুপুর ২.৪৪-এ টাইতুং থেকে প্রায় ৫০ কিমি উত্তর ১০ কিমি গভীরে আঘাত হানে। সেখানকার বিভিন্ন সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী ইউলি গ্রামে একটি বাড়ি ধসে গিয়েছে। শনিবার একই জায়গায় ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প হওয়ার পর থেকে বহুবার কম্পন হয়েছে এলাকায়। তবে রবিবারের ভূমিকম্প ছিল অনেকটাই শক্তিশালী।চিনের সংবাদ সংস্থার তরফে বলা হয়েছে, ফুজিয়ান, গুয়াংডং, জিয়াংসু এবং সাংহাই -সহ উপকূলীয় এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

Trending Updates


এর আগে অবশ্য ১৯৯৯ সালে এখনও পর্যন্ত তাইওয়ানের সব থেকে বড় ভূমিকম্পটি হয়েছিল। রিখটার স্কেলের ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। সেই ভূমিকম্পে কমপক্ষে ২৪০০ জনের মৃত্যু হয়েছিল। এদিকে এই ভূমিকম্পের পরেই জাপানের আবহাওয়া সংস্থার তরফে তাইওয়ানের কাছে থাকা দ্বীপগুলিতে সুনামী সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বিকেলের দিকে উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে সঙ্গে সঙ্গে পাওয়া ক্ষতিগ্রস্ত দ্বীপের ফুটেজে উঁচু ঢেউয়ের প্রমাণ কিছু পাওয়া যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File