মমতা ব্যানার্জী

Krishak Bandhu Scheme । 'ডানা'র ক্ষতিপূরণে রেকর্ড অর্থ বরাদ্দ রাজ্য সরকারের , বাড়লো 'কৃষকবন্ধু' প্রকল্পের ভাতা

Krishak Bandhu Scheme । 'ডানা'র ক্ষতিপূরণে রেকর্ড অর্থ বরাদ্দ রাজ্য সরকারের , বাড়লো 'কৃষকবন্ধু' প্রকল্পের ভাতা
Key Highlights

ডানার দাপটে ক্ষতিগ্রস্ত হওয়া রাজ্যের মোট ১ কোটি ৯ লক্ষ কৃষককে ২৯৪৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, শুক্রবার থেকে কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার নবান্নের তরফে জানানো হয়েছে, ডানার দাপটে ক্ষতিগ্রস্ত হওয়া রাজ্যের মোট ১ কোটি ৯ লক্ষ কৃষককে ২৯৪৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, যা সাম্প্রতিককালের রেকর্ড অঙ্ক।  ঘূর্ণিঝড় ‘ডানা’র দাপটে বাংলায় প্রচুর ফসল নষ্ট হয়েছে, কৃষিজমির ক্ষতি হয়েছে। সেসব সমীক্ষা করে দেখে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার থেকে কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এই অর্থ সম্পূর্ণ রাজ্যের, কেন্দ্রের কোন সহায়তা নেই।