1st July New Rules | রান্নার গ্যাস থেকে ব্যাঙ্কের মতো একাধিক ক্ষেত্রে জুলাই থেকে পরিবর্তন!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

১লা জুলাই থেকে এলপিজি গ্যাস থেকে শুরু করে ব্যাঙ্কের বহু ক্ষেত্রে আসতে চলেছে একাধিক পরিবর্তন। দেখে নিন কী কী পরিবর্তন হবে এই মাসে।


শুরু হলো এক নতুন মাস। প্রতি মাসের মত এই মাস অর্থাৎ জুলাই মাসেও এসেছে অনেক পরিবর্তন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস থেকে জুতো সব ক্ষেত্রে এসেছে বদল। যা লাগু হবে আজ অর্থাৎ ১লা জুলাই থেকে। এই সব পরিবর্তনই প্রভাব ফেলবে আমার আপনার অর্থাৎ সাধারণ নাগরিকের ওপর। ফলে মাসের শুরুতেই অবশ্যই দেখে নিতে হবে কোথায় কীভাবে আসছে বদল।

অনেক ক্ষেত্রে ১লা জুলাই থেকে আসবে বদল
অনেক ক্ষেত্রে ১লা জুলাই থেকে আসবে বদল

এইচডিএফসি লিমিটেড ও এইচডিএফসি ব্যাঙ্কের সংযুক্তিকরণ | HDFC LTD & HDFC  Bank Consolidation:

Trending Updates

জুলাই মাসের শুরুতেই বড় পরিবর্তন ঘটতে চলেছে ব্যাঙ্কিং সেক্টরে (Banking Sector)। হাউসিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (Housing Development Finance Corporation) অর্থাৎ এইচডিএফসি লিমিটেডের (HDFC Ltd) সঙ্গে সংযুক্তিকরণ ঘটেছে দেশে বৃহত্তম বেসরকারি খাতের ব্যাঙ্ক এইচডিএফসির (HDFC)। যার ফলে প্রভাব পড়তে চলেছে এই ব্যাঙ্কের ঋণগ্রহীতাদের ওপর। ঋণ, ব্যাঙ্কিং সহ অন্যান্য সমস্ত পরিষেবা এইচডিএফসি ব্যাঙ্কের শাখায় দেওয়া হবে। জানা গিয়েছে, এই ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ১২ কোটিতে। এমনকি, এরপরে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যাঙ্কের তালিকায় উঠবে এই ব্যাঙ্কের নাম। এই তালিকার চতুর্থ স্থানে থাকবে এইচডিএফসি ব্যাঙ্ক।

এইচডিএফসি লিমিটেডের সঙ্গে যুক্ত হয়েছে এইচডিএফসি
এইচডিএফসি লিমিটেডের সঙ্গে যুক্ত হয়েছে এইচডিএফসি

আরবিআই ফ্লোটিং সেভিংস বন্ড | RBI Floating Savings Bond :

ফিক্স ডিপোজিট (Fixed Deposit) অর্থাৎ এফডিকে(FD) সবচেয়ে ভালো বিনিয়োগের সুযোগ বলে মনে করা হয়। কারণ এক্ষেত্রে বিনিয়োগ সুরক্ষিত হয়। যার ফলে অনেকেই এফডিতে বিনিয়োগ করে থাকেন। তবে এবার এফডির থেকেও বেশি সুদ পেতে পারেন অন্য বিনিয়োগের ক্ষেত্রে। আরবিআই ফ্লোটিং রেট সেভিংস বন্ড ২০২২ (RBI Floating Rate Savings Bond 2022) এ সুদ ১লা জুলাই থেকে বাড়িয়ে করা হচ্ছে ৮.০৫ শতাংশ। যা আগে ছিল ৭.৩৫ শতাংশ। অর্থাৎ এবার এফডির থেকেও বেশি সুদ পাওয়া যাবে আরবিআই-র এই বিশেষ বন্ডে।

আরবিআই ফ্লোটিং রেট সেভিংস বন্ড ২০২২ এ মিলবে বেশি সুদ
আরবিআই ফ্লোটিং রেট সেভিংস বন্ড ২০২২ এ মিলবে বেশি সুদ

চলতি মাসে ব্যাঙ্কে ১৫দিন ছুটি | 15 Days Bank Holiday In This Month :

আরবিআই-র (RBI) এর ছুটির তালিকা অনুযায়ী ২০২৩ সালের জুলাই মাসের ব্যাঙ্কের লিস্ট অনুযায়ী এই মাসে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের কারণে ব্যাঙ্কগুলিতে মোট ১৫দিন ছুটি থাকবে। এই ছুটির মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিও।

জুলাই মাসে ব্যাঙ্কগুলিতে মোট ১৫দিন ছুটি
জুলাই মাসে ব্যাঙ্কগুলিতে মোট ১৫দিন ছুটি

এলপি গ্যাসের দাম | LP Gas's Price :

তেল ও গ্যাস সংস্থাগুলি প্রতি মাসে এলপিজির দাম আপডেট করে। যার প্রভাব পড়ে আম জনতার পকেটে।তবে এই মাসে অর্থাৎ জুলাই মাসে এলপিজির দামে কোনও পরিবর্তন ঘটেনি।

উল্লেখ্য, এর আগে গত দুই মাস ধরে কোম্পানিগুলি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। জুন মাসে ৮৩.৫ টাকা কমানো হয়েছে এবং মে মাসে ১৭২ টাকা কমানো হয়েছে। এর ফলে বেশ সস্তিতে সাধারণ মানুষ।

জুলাই মাসে এলপিজির দামে কোনও পরিবর্তন ঘটেনি
জুলাই মাসে এলপিজির দামে কোনও পরিবর্তন ঘটেনি

প্যান ও আধার লিঙ্ক | Pan - Aadhar Link :

গতকাল অর্থাৎ ৩০ সে জুন প্যান আধারের সংযুক্তিকরনের (Pan - Aadhar Link) মেয়াদ শেষ হয়েছে। যাদের প্যান আধার লিংক করানো হয়নি তাদের আয়কর রিটার্ন ফাইল (Income Tax Returns File) করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে সাধারণের কথা ভেবে বিশেষ উদ্যোগ নিয়েছে আয়কর বিভাগ (Income Tax Department)।

প্যান - আধার লিংকের সময়সীমা বাড়তে পারে 
প্যান - আধার লিংকের সময়সীমা বাড়তে পারে 

জানা গিয়েছে, ফের বাড়তে চলেছে এই সংযুক্তিকরনের মেয়াদ। এছাড়াও যাদের আধার- প্যান লিংক করতে সমস্যা হচ্ছিল তাদের জন্য।

সম্প্রতি টুইট করে আয়কর দফতরের তরফ থেকে জানানো হয়েছে, প্যান ও আধারকার্ড লিংক করার জন্য পেমেন্ট দেওয়ার পরেও চালান ডাউনলোড করতে পারছেন না অনেকেই। তবে তাদের কোনো চিন্তার কারণ নেই। আয়কর বিভাগের পোর্টালে লগইন করে ই- পে ট্যাক্স ট্যাপে (E-Pay Tax Tap) গিয়ে চালানের স্ট্যাটাস দেখা যাবে। যদি দেখা যায় পেমেন্ট হয়ে গিয়েছে তাহলে প্যানের সঙ্গে আধার সংযোগ করা যাবে।

আয়কর বিভাগের পোর্টালে ই- পে ট্যাক্স ট্যাপে দেখা যাবে স্ট্যাটাস 
আয়কর বিভাগের পোর্টালে ই- পে ট্যাক্স ট্যাপে দেখা যাবে স্ট্যাটাস 

নিম্নমানের দ্রুত বিক্রি করা যাবে না | Poor quality cannot be sold quickly :

ইতিমধ্যেই সরকারের তরফ থেকে দেশ জুড়ে কোয়ালিটি কন্ট্রোল অর্ডার (Quality Control Order) বা কিউসিও (QCO) কার্যকর করার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ১লা জুলাই থেকে আর খারাপ মানের বা নিম্নমানের জুতো বিক্রি করতে পারবেনা সংস্থাগুলি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেসন (World Trade Organization) অনুযায়ী জুতো সংস্থাগুলির জন্য কিছু নিয়ম জারি করা হয়েছে। এই নিয়মের আওতায় পড়তে চলেছে মোট ২৮ টি সংস্থা পরের বছর যোগ করা হবে আরও ২৭টি সংস্থাকে।

১লা জুলাই থেকে নিম্নমানের জুতো বিক্রি করা যাবে না
১লা জুলাই থেকে নিম্নমানের জুতো বিক্রি করা যাবে না

প্রত্যেক মাসেই একাধিক নিয়ম পরিবর্তন করা হয় অনেক ক্ষেত্রে। চলতি মাসে অর্থাৎ জুলাই মাসেও সেরকমই পরিবর্তন করা হয়েছে অনেকক্ষেত্রে। যার সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান থাকলে উপকার হবে অনেক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File