Oti Uttam | ৪৪ বছর পর বড় পর্দায় উত্তম কুমার! ভক্তের ডাকে সাড়া দিয়ে 'অতি উত্তম' প্রেমের টিপস দিবেন 'মহানায়ক'!

Thursday, March 7 2024, 2:06 pm
highlightKey Highlights

প্রযুক্তি এবং বিজ্ঞানের সাহায্যে অসাধ্য সাধন করলেন সৃজিত মুখোপাধ্যায়। বড় পর্দায় উত্তম কুমারকে আনতে চলেছেন পরিচালক। ছবি কেটে কেটে যে 'অতি উত্তম' তৈরী হবে তাই ভাবতে পারেননি সৃজিত।


দীর্ঘ সময় ধরে বাংলা সিনেমার জগৎ এমনকি বলিউডের বিনোদন জগতের হিংহাসনে বসে ছিলেন 'মহানায়ক' উত্তম কুমার (Uttam Kumar)। তাঁকে পর্দায় দেখার জন্য রীতিমতো ভক্তদের মধ্যে উন্মাদনা উপচে পড়তো। যদিও ১৯৮০ সালের ২৪সে জুলাইয়ের পর থেকে নিভে গিয়েছে উন্মাদনার আগুন। তবে সেই আগুনকে ফের জ্বালিয়ে তুলতে দীর্ঘ ৪৪ বছর উত্তম কুমারকে বড় পর্দায় আনতে  চলেছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)! না না! কোনও স্বপ্ন নয়! সম্প্রতি মুক্তি পাওয়া 'অতি উত্তম' (Ati Uttam) চলচ্চিত্রের ট্রেলারে দিব্যি দেখা গেল জলজ্যান্ত উত্তম কুমারকে। হাঁটাচলা, কথা বলা থেকে শুরু করে প্রেম নিয়ে টিপসও দিলেন তিনি! কিন্তু এ কী করে সম্ভব?

 দীর্ঘ ৪৪ বছর উত্তম কুমারকে বড় পর্দায় আনতে  চলেছেন সৃজিত মুখোপাধ্যায় 
 দীর্ঘ ৪৪ বছর উত্তম কুমারকে বড় পর্দায় আনতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় 

প্রযুক্তি এবং বিজ্ঞানের সাহায্যে নতুন ভাবে উত্তম কুমারকে চলতি মাসেই অর্থাৎ মার্চ মাসেই বড় পর্দায় আনতে চলেছেন সৃজিত। যার ফলে দীর্ঘ ৪৪ বছর পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন উত্তম কুমার (Uttam Kumar)। তাঁর মৃত্যুর পর এই প্রথম তাঁকে নতুন ভাবে বড় পর্দায় দেখা যাবে। এমনকি অতি উত্তম (Ati Uttam) ছবিটি ভারতের প্রথম ছবি যেখানে কোনও অভিনেতার মৃত্যুর পর তাঁর করে যাওয়া ছবির ফুটেজ নিয়ে একটি আস্ত ছবি বানিয়ে ফেলা হয়েছে। এই ছবির গল্প আবর্তিত হয়েছে কৃষ্ণেন্দু এবং সোহিনীকে ঘিরে। কৃষ্ণেন্দু সোহিনীকে ভালোবাসে। তবে সোহিনী ছাড়াও ওঁর একটা ভালবাসা আছে, সেটা 'মহানায়ক' উত্তম কুমার। এই থেকেই  কৃষ্ণেন্দুর সঙ্গে ঘটে 'অতি উত্তম' ঘটনা উত্তম কুমারকে নিয়ে পিএইচডিও করছে কৃষ্ণেন্দু। আর এসব করতে গিয়েই একদিন সে উত্তম কুমারকে কৃষ্ণেন্দু নিজের ঘরে দেখে! রীতিমত হাঁটাচলা কথা বলছেন মহানায়ক! প্রথমে আশ্চর্য হলেও পরে উত্তম কুমার নিজেই সেই ধাঁধা পরিষ্কার করে দেন। জানান কৃষ্ণেন্দু অভিনেতার এত বড় ভক্ত, যে তার সঙ্গে না দেখা করতে থাকা সম্ভব নয়। উত্তমের সাহায্যেই সে তার পিএইচডি করতে থাকে। এমনকি সে অভিনেতার সাহায্যে সোহিনীকেও মনের কথা বলে ফেলে। এরপর কৃষ্ণেন্দুর দুই ভালোবাসা অর্থাৎ সোহিনী ও উত্তমের দেখাও করে সে। কিন্তু এতেই হিতে বিপরীত হয়। মহানায়ককে দেখে বাংলার প্রতিটা মেয়ের মনের অবস্থা যা হয়, সেটাই হয় সোহিনীরও। সে প্রেমে পড়ে উত্তমের!

হাসি, মজা, হুল্লোড়, প্রেম এবং অতি অবশ্যই উত্তম কুমারকে নিয়ে তৈরী অতি উত্তম (Oti Uttam) বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ২২ সে মার্চ। রূপা দত্ত নিবেদিত, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত 'অতি উত্তম' সিনেমায় কৃষ্ণেন্দুর চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta) এবং রোশনি ভট্টাচার্য রয়েছেন সোহিনীর চরিত্রে। আর উত্তম কুমারের নাতির চরিত্রে থাকছেন স্বয়ং তাঁর নাতি গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee)। ইতিমধ্যেই ট্রেলার দেখে বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এদিকে সৃজিতের সিনেমা দেখতেও বেশ পছন্দ করেন সিনেমা প্রেমীরা। পাশাপাশি সম্প্রতি অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta) ও গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee) দুজনেই ভালো অভিনয় করে দর্শকদের মন জিতে নিচ্ছেন। এছাড়াও বড় পর্দায় এত বছর পর মহানায়ককে দেখা যাবে ভেবেই শিহরিত দর্শককুল। তবে এই ভাবনা মাথায় এলো কীভাবে?

'অতি উত্তম'  পুরনো ছবির ফুটেজ কেটে কেটে বানানো
'অতি উত্তম'  পুরনো ছবির ফুটেজ কেটে কেটে বানানো

'অতি উত্তম' ছবিটি তৈরী প্রসঙ্গে সৃজিত জানান, তাঁর উত্তম কুমারের সঙ্গে কাজ করা সৌভাগ্য হয়নি। এছাড়াও সময়ের কাঁটাকে উল্টো ঘুরিয়ে কীভাবে কাজ করা যায় সে নিয়েও ছিল খিদে। ফলে মহানায়কের সঙ্গে কাজ করার প্রবল ইচ্ছা এবং ঘড়ির কাটাকে উল্টো চালানোর জেদ দিয়েই তৈরী 'অতি উত্তম'। পুরনো ছবির ফুটেজ কেটে কেটে বানানো এই ছবির প্রসঙ্গে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, এটা একটা খুবই জটিল কাজ ছিল। সেই সময়ের ছবির প্রিন্টের অবস্থা খুবই খারাপ। নায়ক ছাড়া কয়েকটি ছবিই মাত্র হাতে গুনে রেস্টর করা হয়েছে। তাছাড়া যাঁদের কাছে উত্তম কুমারের ছবির সত্ব আছে তাঁদের খুঁজে বের করে সেখান থেকে ফুটেজ নেওয়া খুবই ঝক্কির। তবে এত ঝক্কি সামলে যে ছবিটা অবশেষে তৈরি হবে সেটাই ঠিক ছিল না।

'অতি উত্তম' এর ট্রেলার মুক্তি পাওয়ার পর তা নিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন অমিতাভ বচ্চন 
'অতি উত্তম' এর ট্রেলার মুক্তি পাওয়ার পর তা নিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন অমিতাভ বচ্চন 

সম্প্রতি 'অতি উত্তম' এর ট্রেলার মুক্তি পাওয়ার পর তা নিয়ে সোশ্যাল মাধ্যমে আবেগঘন পোস্ট করেন 'বিগ বি' অর্থাৎ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।  অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুররু করে সেলেব সকলেই বড় পর্দায় দীর্ঘ বছর পর মহানায়ককে দেখার জন্য বেশ উৎসাহী। অবশ্য হবেন নাই বা কেন, জীবন্ত হোক কিংবা এআই, বড় পর্দায় নতুনভাবে যে উত্তম কুমারকে দেখা যাবে এই বড় পাওনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File