শামির না থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট ইঙ্গিত, শিখরের নেতৃত্বাধীন ভারতীয় দলে বাংলার ২ খেলোয়াড়

Sunday, October 2 2022, 6:07 pm
highlightKey Highlights

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে মহম্মদ শামিকে রাখা হলো না দলে। আজই সোশ্যাল মিডিয়ায় নিজের বোলিং প্র্যাকটিসের ভিডিও আপলোড করেছিলেন শামি।


এই সিরিজে টি ২০ বিশ্বকাপের মূল দলের কোনও ক্রিকেটারই প্রত্যাশিতভাবে খেলতে পারবেন না। রিজার্ভ দলের দীপক চাহারকে রাখা হয়েছে। কিন্তু শামি এই দলে না থাকায় তিনি টি ২০ বিশ্বকাপ দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় যাবেন বলে মনে করা হচ্ছে।

শিখরের দলে থাকছেন শাহবাজ, ভারতকে কে নেতৃত্ব দেবে আসুন জেনে নেওয়া যাক

এবার টি ২০ বিশ্বকাপের মূল সিরিজে ভারতের হয়ে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। এই সিরিজে সহ অধিনায়ক পদে রাখা হয়েছে শ্রেয়স আইয়ারকে। শ্রেয়সও টি ২০ বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। বিশ্বকাপের রিজার্ভ তালিকায় থাকা রবি বিষ্ণোইও প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে খেলবেন। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের পাশাপাশি পেসার মুকেশ কুমার ডাক পেয়েছেন জাতীয় দলে। শাহবাজ আহমেদ এর আগে ডাক পেয়েছিলেন জিম্বাবোয়ে সফরে।

Trending Updates

পূর্বাঞ্চলের হয়ে সম্প্রতি দিলীপ ট্রফিতে ৬২ রান করার পাশাপাশি ৮৬ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। তার আগে রঞ্জি-সহ ঘরোয়া টুর্নামেন্টে বাংলার হয়ে ব্যাটে-বলে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন শাহবাজ। আইপিএলেও ভরসা দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিরুদ্ধে শাহবাজের অভিষেকের সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File