লাইফস্টাইল

2023 Durga Puja | পুজোতে রেল যাত্রীদের জন্য বড় ঘোষণা! দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনে চলবে মোট ১৮টি স্পেশাল লোকাল ট্রেন!

2023 Durga Puja | পুজোতে রেল যাত্রীদের জন্য বড় ঘোষণা! দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনে চলবে মোট ১৮টি স্পেশাল লোকাল ট্রেন!
Key Highlights

২০২৩ দূর্গা পুজো উপলক্ষ্যে সাধারণ যাত্রীদের জন্য বড় ঘোষণা করলো রেল কর্তৃপক্ষ। দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনে চালানো হবে মোট ১৮টি স্পেশাল লোকাল ট্রেন।

আজ, ১৭ই অক্টোবর তৃতীয়া। ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) তে মহালয়া থেকে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে  পড়েছেন আম জনতা। সোমবার, কর্মব্যস্ত দিনেও বিকেল থেকে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার একাধিক মণ্ডপে দেখা যাচ্ছে ভিড়। এই ভিড় সামাল দিতেই এখন থেকে চিন্তিত পুলিশ কর্তৃপক্ষ। তবে সাধারণ মানুষের যাতে যাতায়াতে সুবিধা হয়, তার জন্য পুজোর সময় স্পেশ্যাল বাস, স্পেশ্যাল ট্রেন (Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) উপলক্ষ্যে এবার পঞ্চমী অর্থাৎ ১৯ সে অক্টোবর থেকেই শিয়ালদা ডিভিশনে পুজো স্পেশ্যাল ট্রেন (Special Train) চালানো হবে। জানা গিয়েছে, সার্বিকভাবে মোট নয় জোড়া অর্থাৎ ১৮টি স্পেশ্যাল ট্রেন (Special Train) চলবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) উপলক্ষ্যে পঞ্চমীর রাত থেকে নবমীর রাত পর্যন্ত শিয়ালদা-রানাঘাট শাখা, শিয়ালদা-কল্যাণী শাখা, শিয়ালদা-বনগাঁ শাখা, শিয়ালদা-ডানকুনি শাখা, শিয়ালদা-বারুইপুর শাখা এবং শিয়ালদা-বজবজ শাখায় একাধিক পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। সর্বাধিক পুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে শিয়ালদা-বারুইপুর শাখায়। এক নজরে দেখে নিন পুজো স্পেশ্যাল লোকাল ট্রেন কখন কোন স্টেশন থেকে পাবেন।

শিয়ালদা-রানাঘাট শাখায় পুজো স্পেশাল ট্রেন-

  • শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেন রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। এই ট্রেন রানাঘাটে পৌঁছাবে রাত ২ টো ৩০ মিনিটে।
  •  রানাঘাট-শিয়ালদা লোকাল রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। যা রাত ১ টা ৪০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

শিয়ালদা-কল্যাণী শাখায় পুজো স্পেশাল ট্রেন -

  •  শিয়ালদা-কল্যাণী লোকাল ট্রেন রাত ১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং কল্যাণীতে পৌঁছাবে রাত ২ টো ৫০ মিনিটে।
  • শিয়ালদা-কল্যাণী লোকাল শিয়ালদা থেকে ছাড়বে রাত ২ টো ৩০ মিনিটে এবং রাত ৩ টে ৫০ মিনিটে কল্যাণীতে পৌঁছাবে।
  • কল্যাণী-শিয়ালদা লোকাল ছাড়বে রাত ১২ টা ১০ মিনিটে কল্যাণী থেকে। রাত ১ টা ৩০ মিনিটে ট্রেনটি পৌঁছাবে শিয়ালদায়।
  • কল্যাণী-শিয়ালদা লোকাল কল্যাণী থেকে রাত ৩ টেয় ছাড়বে। শিয়ালদায় পৌঁছাবে ভোর ৪ টে ২০ মিনিটে।

শিয়ালদা-বনগাঁ শাখায় পুজো স্পেশাল ট্রেন -

  •  শিয়ালদা-বনগাঁ লোকাল রাত ১ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং বনগাঁয় পৌঁছাবে রাত ৩ টে ১০ মিনিটে।
  • বনগাঁ-শিয়ালদা লোকাল ট্রেন রাত ১১ টা ৫৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। রাত ১ টা ৪৫ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।
  • শিয়ালদা-ডানকুনি শাখায় পুজো স্পেশাল ট্রেন -
  • শিয়ালদা-ডানকুনি লোকাল শিয়ালদা থেকে ছাড়বে রাত ১১ টা ৩০ মিনিটে। ডানকুনিতে পৌঁছাবে রাত ১২ টা ১৫ মিনিটে।
  • ডানকুনি-শিয়ালদা লোকাল রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। রাত ১ টা ৫ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

শিয়ালদা-বারুইপুর শাখায় পুজো স্পেশাল ট্রেন -

  •  শিয়ালদা-বারুইপুর লোকাল ট্রেন দুপুর ৩ টে ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বারুইপুরে পৌঁছাবে বিকেল ৪ টে ৭ মিনিটে।
  •  শিয়ালদা-বারুইপুর লোকাল শিয়ালদা থেকে ছাড়বে রাত ১২ টা ৩০ মিনিটে এবং ট্রেনটি রাত ১ টা ১৫ মিনিটে বারুইপুরে পৌঁছাবে।
  •  শিয়ালদা-বারুইপুর লোকাল রাত ২ টো ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং রাত ৩ টে ২ মিনিটে বারুইপুরে পৌঁছাবে।
  •  বারুইপুর-শিয়ালদা লোকাল বিকেল ৪ টে ৩৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে। বিকেল ৫ টা ২৪ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।
  •  বারুইপুর-শিয়ালদা লোকাল ছাড়বে রাত ১ টা ২৫ মিনিটে বারুইপুর থেকে এবং রাত ২ টো ১০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।
  • বারুইপুর-শিয়ালদা লোকাল বারুইপুর থেকে ছাড়বে রাত ৩ টে ১০ মিনিটে। আর রাত ৩ টে ৫২ মিনিটে শিয়ালদায় ঢুকবে।

শিয়ালদা-বজবজ শাখায় পুজো স্পেশাল ট্রেন -

  • শিয়ালদা-বজবজ লোকাল ছাড়বে রাত ১১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে। যা রাত ১২ টা ১৮ মিনিটে বজবজে পৌঁছাবে।
  • বজবজ-শিয়ালদা লোকাল ট্রেনটি রাত ১২ টা ৩০ মিনিটে বজবজ থেকে ছাড়বে এবং রাত ১ টা ৩০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।

দূর্গা পুজো ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : পুজোতে সারারাত বাস চালাবে পরিবহণ দফতর!

প্রসঙ্গত, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যে যে শাখায় পুজো স্পেশাল ট্রেন চালানো হবে, সেই ট্রেনগুলি যাত্রাপথের সব স্টেশনে দাঁড়াবে। এর মানে  শিয়ালদা-রানাঘাট লোকাল বা শিয়ালদা-বজবজ লোকাল যাত্রাপথের সব স্টেশনেই দাঁড়াবে। কেবল ট্রেনই নয়, ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) উপলক্ষ্যে সারারাত সরকারি এসি এবং নন-এসি বাস চালানো হবে বলেও জানানো হয়েছে। ফলে এবার পুজোতে যাতায়াতের বা বাড়ি ফেরার চিন্তা না করেই প্যান্ডেল হপিং করতে বা প্রতিমা দর্শন করতে পারবেন সাধারণ মানুষরা।


Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
Bidhannagar | বিধাননগর থেকে ছুটবে নতুন লোকাল ট্রেন, পুজোর মরশুমে স্বস্তি নিত্যযাত্রীদের
Howrah Metro | মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, বিনা চিকিৎসায় প্রাণ গেলো রাজ্য সরকারি কর্মীর, গাফিলতির অভিযোগ মেট্রো কতৃপক্ষের বিরুদ্ধে
Imran Khan | জেলে মানবাধিকার লঙ্ঘন! মুক্তি পেতে রাষ্ট্রসংঘে দরবার করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo