ICC-র গুরুদায়িত্বে এবার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

Thursday, November 18 2021, 10:24 am
highlightKey Highlights

অনিল কুম্বলের মেয়াদ ফুরোতেই The International Cricket Council এর পক্ষ থেকে চেয়ারম্যান হিসেবে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করা হল


বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার গুরুত্বপূর্ণ পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিষেক

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী বোলার অনিল কুম্বলের-এর পর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার গুরুত্বপূর্ণ পদে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিষেক হতে চলেছে। বুধবার আইসিসি এর তরফ থেকে সরকারিভাবে এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ICC-এর পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে
প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ICC-এর পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে

ভারতীয় ক্রিকেট বোর্ডের পর মহারাজার পরবর্তী গন্তব্য আইসিসি

ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায় আসীন হতে চলেছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার একটি অতি গুরুত্বপূর্ণ পদে। বিসিআই বোর্ড প্রেসিডেন্ট এবার আইসিসি-এর পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। এবার থেকে বিশ্ব ক্রিকেট বোর্ডেও দাদা'র শাসন শুরু।

বিসিসিআইয়ের পর বিশ্ব ক্রিকেট বোর্ডেও আধিপত্য বিস্তার মহারাজের
বিসিসিআইয়ের পর বিশ্ব ক্রিকেট বোর্ডেও আধিপত্য বিস্তার মহারাজের

সর্বোচ্চ তিন বছরের জন্য রয়েছে এই গুরুদায়িত্ব

সর্বোচ্চ তিন বছরের জন্য এই পদের দায়িত্ব পালন করা যায়। এতদিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে, তাঁর মেয়াদ শেষ হতেই নতুন চেয়ারম্যানের। এরপরই এই পদের জন্য বেছে নেওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File