বরফের চাদরে ঢেকে গেছে আফ্রিকার সাহারা মরুভূমি
সাহারা মরুভূমির তাপমাত্রা সর্বোচ্চ ৫৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছিল তবে চলতি সপ্তাহে সেই তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমেছে বলে জানা যাচ্ছে।
বিশ্বের সর্ববৃহৎ উষ্ণ মরুভূমির নাম সাহারা। আফ্রিকার উত্তরাংশে অবস্থিত এই মরুভূমির কথা স্কুলে পড়ার সময়ই ছাত্রছাত্রীদের মনে গেঁথে যায়। ৯২ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধুই বালি আর বালি। তবে বর্তমানে ঘটেছে এক অস্বাভাবিক ঘটনা কারণ সাহারার মত উষ্ণ মরুভূমিতে ঘটছে তুষারপাত।
ক্যামেরায় ধরা পড়েছে বরফাবৃত সাহারা মরুভূমির চিত্র
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে জানা গিয়েছে সাহারা মরুর বুকে বরফ পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম আলজেরিয়ার আইন সেফরা শহর থেকে ওই স্থানের বিরল দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।
৪২ বছরের মধ্যে এ নিয়ে প্রায় পাঁচবার ওই স্থানে তুষারপাতের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। এর আগে ১৯৭৯, ২০১৬, ২০১৮ ও ২০২১ সালেও সেখানে তুষারপাত হয়েছে। এদিকে বরফে ঢাকা সাহারা মরুভূমির ছবি এবং একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- সাহারা মরুভূমি
- তুষারপাত
- আফ্রিকা