আবহাওয়া আপডেট

Cyclone Sitrang: ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং! কোথায় হবে ল্যান্ডফল?

Cyclone Sitrang: ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং! কোথায় হবে ল্যান্ডফল?
Key Highlights

ঘূর্ণিঝড় সিত্রাং-এর ঠিক কী প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে, এবার এই প্রসঙ্গে মুখ খুলল আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানিয়েছে, সাইক্লোন সিত্রাং পশ্চিমবঙ্গে আদৌ আছড়ে পড়বে কিনা সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তাদের তথ্য হাতে নেই। ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে এই নিম্নচাপটি তৈরি হয়েছে এবং তা ক্রমশ ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে বলে জানা যাচ্ছে যাচ্ছে। সেক্ষেত্রে যদি তা ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে সেক্ষেত্রে তার প্রভাব পড়বে এই রাজ্যে।

তবে বাংলাদেশ উপকূলে এই সাইক্লোন ক্ষয়ক্ষতি করতে পারে এই সম্ভাবনা থাকছে। কিন্তু, এই রাজ্যে আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৯-২০ তারিখ নাগাদ এই রাজ্যে নিম্নচাপের প্রভাব পড়তে পারে। কিন্তু, সেক্ষেত্রে তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা বা কতটা ভয়াবহ হবে সেই বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানাচ্ছে না হাওয়া অফিস।

উল্লেখ্য, সিত্রাং (Sitrang) ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে (Thailand)। সাইক্লোনটি বঙ্গোপাসাগরে প্রবেশের পর শক্তিবৃদ্ধি করবে বলে জানা যাচ্ছে। সিত্রাং বাংলাদেশের উপকূলে তাণ্ডব চালাতে পারে বলে জানা যাচ্ছে। উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের (Rainfall) কোনও সম্ভাবনা নেই।


Kolkata Earthquake | সাতসকালে ভূমিকম্পের কবলে কলকাতা, কাঁপলো দক্ষিণবঙ্গের একাধিক জেলা
Kolkata Fire | নিউটাউনে অভিজাত হোটেলের পাশে লাগলো আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা
Aadhaar Card | থাকবে না নাগরিকদের নাম-ঠিকানা, বদলে যাচ্ছে আধার কার্ডের ডিজাইন!
Local Train Cancelled | বুধ-বৃহস্পতি শিয়ালদহ শাখায় চলবেনা ট্রেন, বাতিল ট্রেনের তালিকা দেখে নিন একনজরে
Sheikh Hasina Verdict | 'ইউনুস সরকার আদালতকে ব্যবহার করেছে'! রায়দানের পর প্রথম প্রতিক্রিয়া হাসিনার!
Shubman Gill | ইডেনে আর খেলবেন না ক্যাপ্টেন 'গিল', আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর
Duyare Swasthya | এক গাড়িতেই মিলবে ডাক্তার, করা যাবে USG থেকে ব্লাড টেস্ট! শালবনিতে ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’র উদ্বোধন স্বাস্থ্য দপ্তরের