রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী পাঁচদিন, কলকাতার আবহাওয়া কিরূপ জানাল IMD

Thursday, December 21 2023, 2:33 pm
রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী পাঁচদিন, কলকাতার আবহাওয়া কিরূপ জানাল IMD
highlightKey Highlights

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, অন্যদিকে আরবসাগরের বুকে তৈরি হচ্ছে সক্রিয় নিম্নচাপ ফলে বৃষ্টির প্রকোপ থেকে নিষ্কৃতি নেই এই সপ্তাহেও৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গে সারাদিন আলাদা আলাদা মেঘ-বৃষ্টির পর্যায় হবে৷ কলকাতায় বারবার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ একইরকম ভাবে বৃষ্টির প্রকোপ জারি থাকবে উত্তরবঙ্গেও৷ আরবসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে পশ্চিম উপকূলে প্রবল বৃষ্টিপাত হবে৷ মহারাষ্ট্র থেকে গুজরাত সব জায়গায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম বিভাগ৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File