KWK 7 : সিদ্ধার্থ স্বীকার করেছেন যে তিনি কিয়ারাকে ডেট করছেন!

কফি উইথ করণ ৭-এ সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি নিশ্চিত করেছেন যে তারা ডেটিং করছেন। চ্যাট শো-এর সর্বশেষ পর্বে সিদ্ধার্থ এবং ভিকি কৌশলকে দেখানো হয়েছে।
২০২১ সালে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা "শেরশাহ"-র পর থেকে বি-টাউনে কান পাতলেই শোনা যায় একে অপরকে মন দিয়ে ফেলেছনবলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরতে যেতে দেখা গিয়েছে কিয়ারা-সিদ্ধার্থকে। তাঁদের লাভ স্টোরি বি-টাউনের যেকোন ওপেন সিক্রেট।
এবার কফি উইথ করণের সিজন সেভেন এ ভিকি কৌশলের সঙ্গে এলেন সিদ্ধার্থ মালহোত্রা । সেখানেই কিয়ারা ও সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে কথার প্যাঁচে ফেলেন করণ জোহর। তাই করণ- এর কাউচে বসে শেষমেষ নিজের প্রেমের কথা স্বীকার করে নিলেন সিদ্ধার্থ। শুধু তাই নয় করণ সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের পরিকল্পনার কথাও প্রকাশ্যে আনলেন।

করণ জোহর তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্ক কি প্রীতি আর কবিরের মতো। কিয়ারা হাসিমুখে বলেন, ‘খুব সুন্দরভাবে প্রশ্নটা উপস্থাপন করা হয়েছে। অবশ্যই আলাদা।… আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে বেশি কিছু’। এরপর করণের প্রশ্ন, কিয়ারা তুমি কি বিয়ের জন্য প্রস্তুত। নায়িকার উত্তর, ‘আমি অবশ্যই নিজেকে বিবাহিত হিসাবে দেখি ভবিষ্যতে, তবে আমি নিজের প্ল্যান 'কফি উইথ করণ' ফাঁস করব না’।
‘দেখা যাক আমরা সকলেই চাই একটা সুন্দর গোছানো ভবিষ্যৎ’।
করণ এর শো এসে বার বার তারকারা তাঁদের আকাঙ্খা কথা বলেছেন সেগুলি সত্যিও হয়েছে। যেমন ক্যাটরিনা বলেছিলেন ভিকির সঙ্গে তাঁর জুটি ভালো লাগতে পারে। বর্তমানে তাঁরা স্বামী স্ত্রী। অন্যদিকে করণ এর শো-তেই প্রথমবার আলিয়া বলেন তিনি রণবীরকে বিয়ে করতে চান। আলিয়ার সেই স্বপ্নপূরণ হয়েছে। এবার দেখার শেষ মেশ কিয়ারা ও সিদ্ধার্ত ছাদনাতলায় যান কি না?
এবার কফি উইথ করণের সিজন সেভেন এ ভিকি কৌশলের সঙ্গে এলেন সিদ্ধার্থ মালহোত্রা । সেখানেই কিয়ারা ও সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে কথার প্যাঁচে ফেলেন করণ জোহর। তাই করণ- এর কাউচে বসে শেষমেষ নিজের প্রেমের কথা স্বীকার করে নিলেন সিদ্ধার্থ। শুধু তাই নয় করণ সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের পরিকল্পনার কথাও প্রকাশ্যে আনলেন।

করণ এর শো এসে বার বার তারকারা তাঁদের আকাঙ্খা কথা বলেছেন সেগুলি সত্যিও হয়েছে। যেমন ক্যাটরিনা বলেছিলেন ভিকির সঙ্গে তাঁর জুটি ভালো লাগতে পারে। বর্তমানে তাঁরা স্বামী স্ত্রী। অন্যদিকে করণ এর শো-তেই প্রথমবার আলিয়া বলেন তিনি রণবীরকে বিয়ে করতে চান। আলিয়ার সেই স্বপ্নপূরণ হয়েছে। এবার দেখার শেষ মেশ কিয়ারা ও সিদ্ধার্ত ছাদনাতলায় যান কি না?

পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।