Polydipsia Disease: আপনার কি ক্ষণে ক্ষণে তৃষ্ণা পায়? পিছনে রয়েছে গুরুতর রোগ!

Wednesday, August 17 2022, 7:00 am
highlightKey Highlights

জলতেষ্টা পাওয়া ভালো। কিন্তু তা ক্ষণে ক্ষণে হলে পলিডিপসিয়া, ডায়াবিটিস সহ বহু গুরুতর রোগের লক্ষণ হতে পারে।


ছোটো থেকেই আমরা জেনে এসেছি "জলের অপর না জীবন"।  আসলে আমাদের প্রতিটি মানুষকে সুস্থ থাকতে হবে এবং তার জন্য অবশ্যই জালপান করতেই হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ঠিক মতো জলপান করতে না পারলে শরীরে অনেক সমস্যাই দেখা দিতে পারে। আর এই বিষয়টি মাথায় রাখা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে বোঝার বিষয় হল, আমাদের শরীরের ৭০% জল। শরীরে রক্ত ছাড়াও উৎসেচক সহ বিভিন্ন কাজে জল ব্যবহার হয়। 

Trending Updates

তাই সারাদিনে অন্তত পক্ষে ৩ থেকে ৪ লিটার জলপান করা দরকার। তাই মাঝেমাঝে তৃষ্ণা পাওয়াও খুবই ভালো লক্ষণ। তবে নিয়মিত বেশি বেশি জলপান করার ইচ্ছে তৈরি হয়ে গেলে কিন্তু সমস্যা রয়েছে। আসলে এর পিছনে কোনও রোগ থাকতে পারে। এমনকী দেখা গিয়েছে যে ক্ষণে ক্ষণে জলপানের পিছনে থাকতে পারে পলিডিপশিয়া ডিজিজ।

বিশেষজ্ঞদের মতে, আসলে  মানুষের জলতৃষ্ণা থাকা একটা স্বাভাববিক বিষয়। তবে সেই তৃষ্ণা যদি খুব বেশি পরিমাণে দেখা দিতে শুরু করে, তবে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে। এক্ষেত্রে ডায়াবিটিস থেকে শুরু করে পলিডিপসিয়ার মতো রোগ দেখা দিতে পারে। তাই আগে থাকতেই এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যাওয়া ভালো।

Pregnancy 
Pregnancy 

গর্ভাবস্থায় তৃষ্ণা বেশি লাগে (Pregnancy)

গর্ভাবস্থায় একটি মহিলার শরীরে অনেক পরিবর্তন ঘটে।  শুধু তাই নয়, শরীরের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে জলের প্রয়োজন। কিন্তু অনেক সময় দেখা গেছে মানুষ এই সময়ে একটু বেশি জল পান করা শুরু করে। কিন্তু এই ধরনের সব ক্ষেত্রেই গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি থাকে। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

ডিহাইড্রশন (Dehydration)

Dehydration
Dehydration

মানব দেহে জলের ঘাটতি হওয়ার সমস্যাকে বলা হয়ে থাকে ডিহাইড্রেশন। সাধারণত আপনার অধিক তৃষ্ণার নেপথ্যে অনেক সময়ই থাকতে পারে ডিহাইড্রেশন। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে। এক্ষেত্রে ঘাম হতে চায় না। শরীরে একটা অস্বস্থি থাকে। এবার দেখ গিয়েছে যে গরমে ও ভ্যাপসা গরমে এই সমস্যা বেশি হয়ে থাকে। 

​পলিডিপসিয়া (Polydipsia)

এক্ষেত্রে সমস্যাটা শারীরিক হওয়ার পাশাপাশি মানসিক। এটি একটা ভয়ঙ্কর রোগ। এক্ষেত্রে বেশি প্রস্রাব পায়। পাশাপাশি মানুষের মনে আসে বেশি করে জলপানের ভাবনা। এক্ষেত্রে বারবার প্রস্রাব হওয়ার দরুন শরীর চায় জলের ঘাটতি মেটাতে। তাই ক্ষণে ক্ষণে জল তৃষ্ণা পায়। এটাই হল মূল বিষয়। 

Benefits of drinking water
Benefits of drinking water

ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা (Diabetes)

ডায়াবিটিস হল একটি জটিল অসুখ। এই রোগে শরীরে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। এবার দেখা গিয়েছে যে 'সুগার ' বা 'ডায়াবেটিস' রোগটির ক্ষেত্রে অনেক সময়ই মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে চায় সুগার। এবার যতবার এই মূত্র হয় থাকে, ঠিক ততটাই লাগে পিপাষা। তাই ক্ষণে ক্ষণে জল তৃষ্ণা পেলে সতর্ক হয়ে যান। 

আপনার যদি ক্ষণে ক্ষণে জলের তৃষ্ণা পায়, তবে বেশি দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী। 

Type II Diabetes
Type II Diabetes



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File