টি-২০ ওয়ার্ল্ড কাপ ২০২১ জিতে কি করল টিম অস্ট্রেলিয়া!

Thursday, November 18 2021, 10:39 am
highlightKey Highlights

T20 WC: অজিদের জুতোয় বিয়ার ঢেলে পান! সেলিব্রেশনের তীব্র সমালোচনায় সোয়েব আখতার


দীর্ঘ ৬ বছর পর আইসিসি-র (ICC) ট্রফির খরা কাটিয়ে নিউজিল্যান্ডকে  ৮ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup Trophy) জিতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কাছে এটি একটি আনন্দের মুহূর্ত। বাইশ গজে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ জয়ের আনন্দে অ্যারন ফিঞ্চ (Aaron Finch) অ্যান্ড কোং ড্রেসিংরুমে উদ্দাম সেলিব্রেশনে মেতেছিলেন।

ক্রিকেটার অ্যারন ফিঞ্চ
ক্রিকেটার অ্যারন ফিঞ্চ

কিন্তু এই সেলিব্রেশনের পদ্ধতি ছিল একদম অন্যরকম। এমনকি এই সেলিব্রেশনের প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।

অস্ট্রেলিয়া দলের উইকেটকিপার-ব্যাটার ম্যাথিউ ওয়েড ও অলরাউন্ডার মার্কাস স্টোইনিস পরনের জুতো খুলে তার মধ্যে বিয়ার ঢেলে পান করেন! এই দৃশ্য দেখে তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার ।  পাক কিংবদন্তি এই ফাস্ট বোলার টুইট করে জানান যে, অজিদের সেলিব্রেশনের এই স্টাইল তাঁর কাছে কিছুটা হলেও "বিরক্তিকর"।

টি-২০ ওয়ার্ল্ড কাপ ২০২১
টি-২০ ওয়ার্ল্ড কাপ ২০২১




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File