Siddhanth Kapoor: রেভ পার্টিতে মাদক কাণ্ডে ধৃত আরও এক বলিউড পুত্র

Monday, June 13 2022, 7:14 am
highlightKey Highlights

শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পর এবার মাদক-কাণ্ডে জড়ালেন কাপুর পরিবারের সিদ্ধান্ত কাপুর। আপাতত বিতর্কে জর্জরিত এই তারকা-পুত্র।


বলিউড অভিনেতা শক্তি কপূরের ছেলে এবং অভিনেত্রী শ্রদ্ধা কপূরের ভাই সিদ্ধান্ত কাপুরকে মাদক গ্রহণের অভিযোগে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ। কর্নাটকের বেঙ্গালুরুতে একটি রেভ পার্টিতে পুলিশি অভিযান চলাকালীন গ্রেফতার হন তিনি। তাঁর সঙ্গে ওই পার্টি থেকে আরও ছ’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদক সেবনের অভিযোগে বেঙ্গালুরুর এক অভিজাত হোটেল থেকে সিদ্ধান্ত কাপুরকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। দেখা যায়, সিদ্ধান্ত-সহ সেখানে উপস্থিত আরও ছয় ব্যক্তি মাদক সেবন করেছিলেন। সন্তান এমন কাজ করেছেন, তা মানতে নারাজ শক্তি কাপুর। 

Siddhanth Kapoor with his full family
Siddhanth Kapoor with his full family
Trending Updates

তবে জানা গিয়েছে, এই পার্টিতে অংশগ্রহণ করার জন্য রবিবার মুম্বই থেকে বেঙ্গালুরুতে উড়ে গিয়েছিলেন সিদ্ধান্ত। কিন্তু তিনি আগে থেকেই মাদক সেবন করেছিলেন না কি পার্টিতে গিয়ে মাদক নেন, এখনও পর্যন্ত তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

আমি একটাই কথা বলতে পারি, এটা সম্ভব নয়।

বলিউড অভিনেতা শক্তি কাপুর

উল্লেখ্য, ২০২০ সালে শক্তির কন্যা শ্রদ্ধাকেও মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তখন বলিউডে মাদকচক্র নিয়ে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। বলিউডে সক্রিয় ভাবে কাজ করছিলেন সিদ্ধান্ত। তাঁকে শেষ দেখা গিয়েছে অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমি পরিচালিত 'চেহরে' ছবিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File