মুখ্যমন্ত্রী

'দ্রুত সুস্থ হয়ে ওঠ সুপারস্টার', বলিউড বাদশা শাহরুখ খানের আরোগ্য কামনায় ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

'দ্রুত সুস্থ হয়ে ওঠ সুপারস্টার', বলিউড বাদশা শাহরুখ খানের আরোগ্য কামনায় ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Key Highlights

করোনা আক্রান্ত বলিউডের বাদশা। খবরটি শোনা মাত্রই ট্যুইট করে 'সুপারস্টার'-এর দ্রুত আরোগ্য লাভের কামনা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

বলিউডে ফের করোনার হানা। কার্তিক আরিয়ান, ক্যাটরিনা কাইফের পর এবার করোনা আক্রান্ত হচ্ছেন বলিউডের কিং শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত কিছু জানান না দিলেও, জানা গিয়েছে মন্নতে আইসোলেশনে রয়েছেন শাহরুখ।

সোমবার নবান্নে থাকাকালীন শাহরুখ খানের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলিউড বাদশার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সদ্য জানলাম আমাদের ব্র্য়ান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুপারস্টারের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো শাহরুখ! খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে এসো!’

এদিকে গত বছর শাহরুখ খান 'পাঠান' ছবির শুটিং শুরু করেছেন। যাতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে। আবার শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানের 'সুলতান' ছবিতে। এর পাশাপাশি কয়েকদিন আগেই পরিচালক রাজকুমার হিরানি ঘোষণা করেন যে, বলিউডের বাদশার সঙ্গে তাঁর আগামী ছবি 'ডাঙ্কি' আসছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই ছবিগুলির সঙ্গে তাঁকে দেখা যাবে অ্যাটলির পরবর্তী ছবিতেও। ইতিমধ্যেই 'জওয়ান' ছবির কথাও ঘোষণা করেছেন তিনি।


Train Ticket Discount | অসুস্থ অবস্থায় অথবা চিকিৎসা করাতে ট্রেনে ভ্রমণ করছেন? রেল দেবে টিকিটে ছাড়! জানুন কত!
Jagdeep Dhankar | ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়, পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন?
Election Commission | ভোটার তালিকায় নাম তোলার জন্য রেশন বা আধার কার্ডকে গণ্য করা হবে না ! শীর্ষ আদালতে হলফনামা দিলো কমিশন!
21 July TMC | ২১শে জুলাইয়ের মঞ্চে অসুস্থ শত্রুঘ্ন-শতাব্দী-মদনরা! তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে!
21 July TMC | ডবল-ডবল ডিম! সঙ্গে আলুর তরকারি, খিচুড়ি! একুশের সভায় যাওয়ার আগে কর্মীদের জন্য ‘এলাহি’ আয়োজন তৃণমূলের!
EMU Local Train | ট্রেন যাত্রীদের জন্য সুখবর! ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫টি ট্রেন!
দয়ার প্রতিভু ~ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | Biography of Vidyasagar in Bengali with PDF