দেশ

Modi - Jinping : ক্রমেই বাড়ছে ধন্দ, প্রথমবার মোদি-জিনপিং বৈঠক!

Modi - Jinping : ক্রমেই বাড়ছে ধন্দ, প্রথমবার মোদি-জিনপিং বৈঠক!
Key Highlights

এসসিও বৈঠকে যোগ দিতে উজবেকিস্তানে পৌঁছেছেন মোদি। গোটা পরিস্থিতি নিয়ে ক্রমেই বাড়ছে ধন্দ।

মুখোমুখি মোদী-জিনপিং। পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথম মুখোমুখি হবেন তাঁরা? এসসিও বৈঠকের (SCO summit) মঞ্চে দু’জনের দেখা কথা থাকলেও দ্বিপাক্ষিক বৈঠকে দুই রাষ্ট্রনেতা বসবেন কিনা তা নিয়ে ধন্দ ক্রমেই বাড়ছে।

বৃহস্পতিবার রাতে উজবেকিস্তানে মোদির যে কর্মসূচি প্রকাশ করা হয়েছে তাতে জিনপিং-মোদির বৈঠকের কথা নেই। তবে বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, ঘটনাপ্রবাহ অনুযায়ী বাকি বৈঠকগুলির কথা জানানো হবে। ফলে জিনপিং-মোদি বৈঠক নিয়ে সংশয় থাকলেও তা যে হবে না সেটা এখনই বলা যাচ্ছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বৃহস্পতিবার রাতে মোদি পৌঁছেছেন সমরখন্দে।

জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতেই সেখানে গিয়েছেন তিনি। যার ফলে প্রাক বৈঠক অনুষ্ঠান কিংবা নৈশভোজ, কোনওটাতেই অংশ নেওয়া হয়নি তাঁর। প্রশ্ন উঠছে, জিনপিং ও শাহবাজকে এড়াতেই কি এই কৌশল? এসসিও বৈঠকে যোগ দেওয়ার আগে টুইট করে তিনি জানিয়েছেন, “এসসিও বৈঠকে যোগ দেওয়ার জন্য রওয়ানা হচ্ছি। এই সম্মেলনে আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হবে। আঞ্চলিক বিষয়গুলি নিয়েও মত বিনিময় হবে রাষ্ট্রপ্রধানদের মধ্যে।”

তবে নিঃসন্দেহে জিনপিংয়ের সঙ্গে পুতিন ও মোদির আলাদা বৈঠক হয় কিনা সেই বিষয়েই সকলের কৌতূহল তুঙ্গে। জিনপিংও পুতিনের সঙ্গে নৈশভোজ এড়িয়েছেন বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন কিনা সেদিকেও নজর থাকবে।


Madhyamik 2024 | ৮০ দিনের মাথায় প্রকাশ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল! ৬৯৩ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন! পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা!
New Rules From 1st May | আগামী ১ মে থেকে ICICI, HDFC ও Yes ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বসাতে চলেছে অতিরিক্ত শুল্ক! বদল হবে ক্রেডিট কার্ডের নিয়মও!
Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য